Use your ← → (arrow) keys to browse
চোটের কারনে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের শেষ দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি ভারতীয় পেসার মুহম্মদ শামি। হাঁটুতে চোটের কারনে ইংরেজদের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজেও দলের বাইরে চলে যেতে হলো তাঁকে।এর ফলে তাঁর পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে কাকে বল হাতে ২২ গজে ঝড় তুলতে দেখা যাবে? এ নিয়ে অবশ্য ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে বেশ শোরগোল পড়ে গিয়েছে। আলোচনা চলছে, শামির পরিবর্তে তারা কাকে ব্রিটিশ বধের দায়িত্ব অর্পন করবেন? যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শামির জায়গায় ভারতীয় দলে সুযোগ পেতে পারেন বেশ কয়েক’জন গুরুত্বপূর্ণ জোরে বোলার।একনজরে দেখে নেওয়া যাক, শামির বদলী সম্ভাব্য পাঁচ পেসারকে।
Use your ← → (arrow) keys to browse