ছেলেবেলার প্রতিবেশীর সাথেই সাত পাকে বাঁধে পড়েন পীয়ূষ চাওলা, মন ভালো করে দেবে পীয়ূষ-অনুভূতির প্রেমকাহিনী !! 1

ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন পীয়ূষ চাওলা। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের হয়ে দাপটের সাথে খেলেছেন আইপিএলও। জিতেছেন সেরার শিরোপা। তাঁর লেগস্পিনের জাদুতে মাত হয়েছেন তাবড় ব্যাটার। কিন্তু ব্যক্তিগত জীবনে পীয়ূষের যাবতীয় ডিফেন্স ভেঙে তাঁকে ক্লিন বোলড করেছেন স্ত্রী অনুভূতি চৌহান (Anubhuti Chauhan)। পীয়ূষ (Piyush Chawla) প্রথমবার অনুভূতিকে দেখেছিলেন একেবারেই ছেলেবেলায়। একই পাড়ায় প্রতিবেশী ছিলেন দুজনে। এক সাথেই বেড়ে ওঠা তাঁদের। সেখান থেকেই প্রণয় এবং অবশেষে পরিণয়। এখন এক সন্তানও রয়েছে তাঁদের। ভারতীয় লেগস্পিনারের মন ভালো করে দেওয়া লাভ স্টোরির সন্ধান রইলো এই প্রতিবেদনে।

Piyush Chawla and Wife | image: Instagram

একই পাড়ায় থাকতেন পীয়ুষ এবং অনুভূতি (Anubhuti Chauhan)। একে অন্যের বাড়িতে নিত্য যাওয়া আসা ছিলোই তাঁদের। সেখান থেকেই তাঁদের প্রেমকাহিনীর সূত্রপাত। সময়ের সাথে সাথে সেই প্রণয়ই গড়িয়েছে পরিণয়ে।

Piyush Chawla and Wife | image: Instagram

উত্তর প্রদেশে জন্ম পীয়ূষের (Piyush Chawla)। অনুভূতি চৌহানের (Anubhuti Chauhan) সাথে ভারতীয় ক্রিকেট তারকার বিয়ে হয় ২০১৩ সালের ২৯ নভেম্বর। মোরাদাবাদে একই পাড়ায় বাস করতেন দুজনে। ছেলেবেলার বন্ধুত্ব থেকে দুজনের সম্পর্কের সূত্রপাত।

Piyush Chawla and Wife | image: Instagram

অনুভূতি’র (Anubhuti Chauhan) এম বি এ ডিগ্রী রয়েছে। বিবাহের সময় একটি প্রতিষ্ঠানে হিউম্যান রিসোর্স বা এইচ আর বিভাগে তিনি কর্মরত ছিলেন। পীয়ুষকে (Piyush Chawla) বিয়ে করার আগে দুই বছর সম্পর্কে ছিলেন তাঁরা। ২০১৩ সালের জুলাইতে দুজনে বাগদান সম্পন্ন করেন। নভেম্বরে বাঁধা পড়েন সাত পাকে।

Piyush Chawla and Wife | image: Instagram

বিয়ের চার বছর পর দম্পতির কোল আলো করে জন্ম নেয় এক পুত্রসন্তান। ২০১৭ সালের ২৫ মার্চ পুত্র আদ্বিকের জন্ম দেন অনুভূতি (Anubhuti Chauhan)। পুত্রের সাথে নিয়মিত নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতীয় ক্রিকেট তারকা।

Piyush Chawla and Wife | image: Instagram

ইংল্যান্ডের বিরুদ্ধে মোহালি টেস্টে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন পীয়ূষ (Piyush Chawla)। আন্তর্জাতিক কেরিয়ারে ৩ টেস্টে তিনি ৭ টি উইকেট নিয়েছেন। এছাড়াও ২৫টি একদিনের ম্যাচে পীয়ূষের ঝুলিতে রয়েছে ৩২ টি উইকেট। ভারতের জার্সিতে ৭ টি-২০ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *