সংগীত পরিচালক পালাশ মুচ্ছল সম্প্রতি ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মন্ধানার ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছে। মহিলা ওডিআই বিশ্বকাপ জয়ের পর ধুমধাম করেই হওয়ার কথা ছিল তাদের বিবাহ অনুষ্ঠান তবে হঠাৎ করেই নিমেষের মধ্যেই সবকিছু ওলট-পালট হয়ে গেল। সমাজ মাধ্যমে একটি বার্তায় স্মৃতি মন্ধনা- পলাশের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা উল্লেখ করেছেন। স্মৃতির সঙ্গে পলাশের বিয়ের পরিকল্পনা বাতিল হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রস্তাবের ভাইরাল ভিডিওটি মুছে দিয়েছেন তিনি। এমনকি বিয়ে স্থগিত হওয়ার পর তিনি স্মৃতিকে আনফলোও করেন, এবং এবার সেই জনপ্রিয় প্রপোজ ভিডিওর পাশাপাশি স্মৃতির বিশ্বকাপ উদযাপনের ক্লিপটিও সরিয়ে ফেলেছেন। যদিও তাঁর প্রোফাইলে এখনও স্মৃতিকে নিয়ে কিছু পোস্ট রয়ে গেছে।
সম্পর্ক ভেঙেছে পলাশ-স্মৃতির

পালাশের শেয়ার করা প্রকাশ্য প্রস্তাবের ভিডিওটি একসময় ব্যাপক সাড়া ফেলেছিল, কিন্তু এখন তিনি সেটি মুছে ফেলেছেন। একইভাবে স্মৃতিও নিজের সোশ্যাল মিডিয়া থেকে এনগেজমেন্ট ও প্রি-ওয়েডিং অনুষ্ঠানের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করেছেন। তাঁর সতীর্থরাও বিয়ের অনুষ্ঠানের পোস্ট সরিয়ে ফেলেছেন। ২৩ নভেম্বর তাঁদের বিয়ের দিন ঠিক ছিল। এর আগেই দুই পরিবারের উপস্থিতিতে বেশ কিছু আয়োজনও সম্পন্ন হয়েছিল। কিন্তু ঠিক বিয়ের দিনই স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিছুক্ষণ পর পালাশেরও শারীরিক সমস্যা দেখা দেয় এবং তাকেও হাসপাতালে নিতে হয়। এরপর সাংলি থেকে দু’জনেই মুম্বইয়ে ফেরার পর থেকেই নানান জল্পনা ছড়াতে থাকে। বিশেষ করে পালাশের বিরুদ্ধে ধোঁকা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর, স্মৃতির সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের পোস্ট মুছে ফেলা সেই গুজবকে আরও উসকে দেয়।
Read More: ‘কিছু বলি না বলে..’, সিরিজ জয়ের পর সংবাদমাধ্যমকে তীব্র আক্রমণ করলেন গৌতম গম্ভীর !!
স্মৃতির সাথে সব পোস্ট মুছে ফেললেন পলাশ

অবশেষে ৭ ডিসেম্বর দু’জনেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তাঁদের বিয়ে আর হচ্ছে না। এক বিবৃতিতে স্মৃতি জানান, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হচ্ছে। আমি খুবই ব্যক্তিগত মানুষ, কিন্তু এবার পরিষ্কার করে বলতে চাই – বিয়ে বাতিল করা হয়েছে। আমাদের ব্যক্তিগত সময় ও জায়গাটুকু যেন সবাই সম্মান করেন।” তিনি আরও বলেন, “আমি মনে করি আমাদের সবার জীবনে এক ধরনের উচ্চতর উদ্দেশ্য থাকে। আমার কাছে সেটি সবসময়ই দেশের হয়ে খেলা। যতদিন পারি ভারতের হয়ে খেলতে চাই, ট্রফি জিততে চাই- এটাই আমার একমাত্র লক্ষ্য। সবাইকে ধন্যবাদ, এখন সময় এগিয়ে যাওয়ার।” অন্যদিকে পলাশ জানিয়েছেন যে বা যারা তার নামে এমন অপবাদ ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেবে তার দল।