আরও একবার ‘ব্রেন ফেড’-এর শিকার পাকিস্তান দল ! ম্যাচের মাঝে ক্রিকেটের নিয়মই ভুলে গেলেন উইকেটরক্ষক !! 1

‘ব্রেন ফেড’ শব্দটা জনপ্রিয় করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ (Steven Smith)। ভারতের বিরুদ্ধে ক্রিকেটের আইনিবিরুদ্ধভাবে ড্রেসিংরুমের ইঙ্গিতে রিভিউ চেয়ে উইকেটে টিকে যান তিনি। নিজের কাজের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন, কয়েক মুহূর্তের জন্য ‘ব্রেন ফেড’ হয়েছিলো তাঁর। অর্থাৎ সহজ বাংলায় বললে মুহূর্তের বিহ্বলতায় খেলার নিয়মকানুন বেরিয়ে গিয়েছিলো তাঁর মাথা থেকে। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে পাকিস্তান মহিলা দলের খেলায় সেই একই দৃশ্য দেখা গেলো নর্থ সিডনি ওভাল মাঠে। দেশের মাটিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একের পর এক সিরিজ হেরে যখন বিস্তর চাপে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের মত পাকিস্তানের পুরুষ ক্রিকেটাররা, ক্যাঙ্গারুর দেশে একের পর এক ম্যাচে হারছেন মেয়েদের দলও। গত বছরের নভেম্বর মাসের পর কোনো জয় নেই তাদের। আয়ারল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়া গিয়েছেন নিদা দার, বিসমা মারুফরা (Bisma Maroof)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও অব্দি ৩ ম্যাচের ৩টিতেই জুটেছে পরাজয়। গতকালের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২৩৫ রানে শেষ হয় পাক ইনিংস। ১০১ রানে হেরে সিরিজে ৩-০ ফলে পিছিয়ে তারা। বেথ মুনি’র (Beth Mooney) শতরান, অজিদের বিরাট জয়ের দিনে আরও একবার আতসকাঁচের তলায় পাকিস্তানের ফিল্ডিং। ফিল্ডিং-এর সময় ব্রেন ফেড-এর শিকার হলেন উইকেটরক্ষক মুনিবা আলি (Muneeba Ali)। ক্রিকেট খেলার নিয়মকানুনই ভুলতে দেখা গেলো তাঁকে।

সরফরাজের স্মৃতি ফেরালেন মুনিবা, হাস্যস্পদ পাকিস্তান দল-

AUSW vs PAKW | image: twitter
Pakistan Women’s team wicketkeeper Muneeba Ali had a brain fade moment against Australia Women’s team

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলছিলো পাকিস্তান ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ১৯০ রান করে তারা। জবাবে ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপেই ছিলো ইংল্যান্ড। ক্রিজে ছিলেন মঈন আলি (Moeen Ali)। ইমাদ ওয়াসিমের (Imad Wasim) বলে স্টেপ আউট করে মারতে গিয়ে বলের লাইন মিস করেন মঈন। উইকেটের পিছনে বল তালুবন্দীও করেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed)। ক্রিজ থেকে মঈন তখন বেশ কয়েক হাত দূরে। হাল ছেড়ে দিয়েছিলেন তিনিও। তবে দেখা যায় বল হাতে কি করবেন বুঝেই উঠতে পারছেন না সরফরাজ। সহজ স্টাম্পিং-এর সম্ভাবনা বেমালুম ভুলেই গিয়েছিলেন তিনি। ক্রিজে ফিরে আসেন মঈন (Moeen Ali)। ৩৩ বলে ৬১ করে ম্যাচ প্রায় ইংল্যান্ডকে জিতিয়েই দিয়েছিলেন সেইদিন। প্রায় তিন বছর পর ক্রিকেটের বাইশ গজে সরফরাজের ‘ব্রেন ফেড’-এর স্মৃতি ফিরিয়ে আনলেন পাকিস্তানের মেয়েদের দলের উইকেটরক্ষক মুনিবা আলি (Muneeba Ali)। অজি ইনিংসের ৫০তম ওভারে বোলিং করছিলেন ফতিমা সানা (Fatima Sana)। ব্যাট হাতে ছিলেন কিম গার্থ (Kim Garth)। প্রথম বলটি ব্যাটে লাগিয়ে রান নিতে এগিয়ে যান তিনি। উইকেটের পিছন থেকে দ্রুত বেরিয়ে বল হাতে নিয়েছিলেন মুনিবা। রান সম্ভব নয় দেখে পিছনে ফেরেন জেস’ও। মুনিবা’র (Muneeba Ali) কাছে সময় ছিলো তাঁকে রান আউট করার। কিন্তু তা না করে উইকেটের পিছনে ফেরার চেষ্টা করেন তিনি। আইসিসি নিয়ম অনুযায়ী স্টাম্পিং-এর ক্ষেত্রে উইকেটরক্ষককে বল উইকেটের পিছনে ধরতে হবে। এক্ষেত্রে স্টাম্পিং নয়, বরং রান আউট যে করা সম্ভব তা বেমালুম ভুলেই গেছিলেন মুনিবা। তাঁর আগেই ক্রিজে পৌঁছে যান কিম গার্থ (Kim Garth) । নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হয় পাকিস্তান। মুনিবার কাণ্ড দেখে হাসি রুখতে পারেন নি ম্যাচের ধারাভাষ্যাকারেরা। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।

দেখে নিন মুনিবা’র ‘ব্রেন ফেড’ মুহূর্ত-

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *