World Cup 2023: ভারতের মাটিতে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর। আর বাকি মাত্র দুই সপ্তাহ। আস্তে আস্তে দল গুছিয়ে নিচ্ছে অংশগ্রহণকারী সকল দেশই। আইসিসি’র তরফে দলগুলিকে জানানো হয়েছিলো ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক স্কোয়াড প্রকাশ করার জন্য। সেইমত ১৫ সদস্যের নাম সামনে এনেছিলো সব শিবিরই। এরপর ঝাড়াইবাছাই শেষে চূড়ান্ত দল ঘোষণার জন্য সময় দেওয়া হয়েছে ২৮ সেপ্টেম্বর অবধি। সেই ডেডলাইনকে সামনে রেখেই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশ বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখে নিচ্ছে সাম্প্রতিক ওডিআই-গুলিতে। নিউজিল্যান্ড সিরিজের ভিত্তিতে ইংল্যান্ড দলে নিয়েছে হ্যারি ব্রুককে। অস্ট্রেলিয়া শিবিরে কথা চলছে মার্নাস লাবুশেনকে চূড়ান্ত দলের অন্তর্ভুক্ত করার জন্য। অন্যদিকে ভারতও দেশের মাঠে অশ্বিনের অভিজ্ঞতাকে সঙ্গী করতে চাইছে।
দল গঠন নিয়ে জোর টানাপোড়েন চলছিলো পাকিস্তানেও। এর আগে যে স্কোয়াড এশিয়া কাপের জন্য ঘোষণা করা হয়েছিলো, তা নিয়ে বহু প্রশ্ন উঠেছিলো। বিশেষ করে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর পর্বের খেলায় ২২৮ রানের ব্যবধানে খড়কুটোর মত পাক দল উড়ে যাওয়ার পর আক্রমণের মুখে পড়তে হয়েছিলো নির্বাচকদের। বিশ্বকাপের দলে বদলের দাবী উঠেছিলো। খারাপ পারফর্ম্যান্সের সাথে যুক্ত হয়েছিলো চোট-আঘাত’ও। নাসিম শাহ, হারিস রউফের মত তারকা পেসার চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছিলেন। বাধ্য হয়েই বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রাথমিক স্কোয়াডে কিছু রদবদল করতেই হলো পাক শিবিরকে। অধিনায়ক বাবর আজমের সাথে দফায় দফায় বৈঠক হয় মুখ্য নির্বাচক ইনজামাম উল হক, পিসিবি প্রধান জাকা আশরাফের। অবশেষে আজ সকাল বেলা চূড়ান্ত ১৫ জনের নাম সামনে আনে পাক বোর্ড।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
আমির নয়, নাসিমের বদলি হিসেবে দলে হাসান আলি-

এশিয়া কাপ চলাকালীন কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন তারকা পেসার নাসিম শাহ। ভারতের বিরুদ্ধে ম্যাচে কাঁধ চেপে ধরে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। পাঁজরে আঘাত লাগায় এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন হারিস রউফ’ও। বিশ্বকাপের জন্য হারিস সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেন নি নাসিম। ডান হাতি পেসারের ব্যাপারে চিকিৎসকদের থেকে সুসংবাদ পাওয়ার আশাতেই দল ঘোষণা পিছিয়েছিলো পিসিবি। কিন্তু তাতে কোনো লাভ হয় নি। নাসিমের বদলি হিসেবে পাকিস্তান দলে জায়গা পেলেন হাসান আলি। গত কয়েকদিন ধরে শাদাব খানের পারফর্ম্যান্স নিয়ে প্রচুর কথা উঠছে। তাঁকে বাদ দিয়ে ইমাদ ওয়াসিমকে চেয়েছিলেন অনেকে। কিন্তু হতাশ হতে হয়েছে তাঁদের। শাদাব রয়েছেন বহাল তবিয়তে। মূল দলে জায়গা পান নি আবরার আহমেদও।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
পাকিস্তানের বিশ্বকাপ (ICC World Cup 2023) দল গঠন নিয়ে ক্ষুব্ধ সে দেশের ক্রিকেটজনতা। ‘পছন্দের নামগুলোর বাইরে নির্বাচকরা বেরোতেই পারেন না’ কটাক্ষের সুরে বলেছেন জনৈকে নেটিজেন। ইমাদ ওয়াসিম এবং শাদাব খানের সাম্প্রতিক পারফর্ম্যান্স তুলে ধরে এক নেটনাগরিকের বক্তব্য, ‘কি ভাবনা থেকে শাদাবকে দলে রাখা হলো, তা বোঝা গেলো না।’ নাসিমের বদলি হিসেবে হাসান আলির জায়গা পাওয়া নিয়েও উঠেছে বিতর্কের ঝড়। ‘ফেরানো উচিৎ ছিলো মহম্মদ আমিরকে’ আকুতি এক ভক্তের। এশিয়া কাপে নাসিমের বদলি হিসেবে খেলেছিলেন জামান খান। তাঁকে মূল দলে নয়, বরং রাখা হয়েছে অতিরক্তের তালিকায়। ‘অফ ফর্মে থাকা হাসান আলি কি করে জামান খান বা শাহনওয়াজ দাহানির আগে জায়গা পেতে পারেন?’ ইনজামাম ও তাঁর কমিটির দিকে প্রশ্ন তুলেছে নেটজনতা।
পাকিস্তানের World Cup স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদ, আগা সলমন, সাউদ শাকিল, মহম্মদ নাওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি, হারিস রউফ, উসামা মীর, মহম্মদ ওয়াসিম জুনিয়র।
অতিরিক্ত- আবরার আহমেদ, জামান খান, মহম্মদ হারিস।
দেখে নিন ট্যুইটচিত্র-
Where is Muhammad Amir?
— Wahab Khan (@Itx_Wahab123) September 22, 2023
I am not understanding why wasim junior, muhammad Nawasz and Salman Ali agha are in the team, we have seen their performances in the asia cup and pitches won’t be very different
— Umair (@Dr_MianUmair1) September 22, 2023
Zaman Khan should be part of playing XI instead of Waseem Jr.
— Malik Dilawar (@MalikDilawar) September 22, 2023
they have selected Hasan ali over dahani or iqbal because of experience but have not selected sarfarz over Haris because of yaari dosti..yaari dosti 11 😂😂
— Cricket Alert (@Cric_alert_hub) September 22, 2023
Hassan ali should have been travelling reserve and zaman khan in main team.
— Nay (@itsnayhere) September 22, 2023
Naseem shah ki kami khalegi
— Hussain (@imhussy92) September 22, 2023
No Proper spinner in spin pitches
— Andleeb Akhtar (@mr_akhtar_17) September 22, 2023
This is Inzimam Saab’s test this year which I am sure he is eligible to pass
— Honey Khalid (@khalid_honey) September 22, 2023
Its the same squad almost which was in Asia cup as well then why they took this much time to announce it?
— Mirza Hassan 🇰🇼🇵🇰 (@mirzasays_) September 22, 2023
Haan Ali aur Ashwin ke jalse hai direct world cup me entry
— Hussain (@imhussy92) September 22, 2023
Lol they took all this time just to announce this average team 🫨😵💫
— Bored_biotechnologist (@imbb_vhc) September 22, 2023
Ye lo or pcb ko. Bhi snd kr do pic.twitter.com/7yFwHohUiV
— Moiz (@Mmoizk208) September 22, 2023
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur