PAK vs NZ: তৃতীয় বলেই উইকেট নিলেন শাহীন শাহ আফ্রিদি, ফিন অ্যালেন'কে ফিরিয়ে হুঙ্কার পাক পেসারের !! 1

PAK vs NZ: টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সিডনি’তে আজ মুখোমুখি নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এক দল গত টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্ট, চলতি বিশ্বকাপে শুরুই করেছিলো বিরাট ব্যবধানে জয় দিয়ে, আরেকদল অনেক চড়াই উতরাই পেরিয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের শেষ চারে। যুযুধান দুই দলের যাত্রাপথ সম্পূর্ণ আলাদা, তবুও ভাগ্যের খেলায় তারা দাঁড়িয়ে একই মেরুতে। আজ হয় এস্পার নয় ওসপার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যোগ্যতা অর্জন করেছে কিউই’রা। আর প্রথম দুই ম্যাচ হেরে প্রায় টুর্নামেন্টের বাইরে বেরিয়ে গিয়েও কিছুটা নিজেদের পারফর্ম্যান্স আর খানিকটা দৈবের সাহায্য নিয়ে শেষ চারের টিকিট পেয়েছে পাকিস্তান। আজ সেমিফাইনালের মহাম্যাচে কোন দলের কপালে জয়টিকা লাগিয়ে দেন ক্রিকেটদেবতা, সকলের নজর সেই দিকে। গতবছর ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছিলো, কেন অ্যান্ড কোম্পানি চাইবে কাপ আর ঠোঁটের দূরত্ব ঘোচাতে, আর বাবরের লক্ষ্য হবে নিজেদের দ্বিতীয় লাইফলাইন কাজে লাগিয়ে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ ঘরে তোলা। হাড্ডাহাড্ডি ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমেছে ব্ল্যাক ক্যাপস’রা। বড় রান তোলার লক্ষ্য নিয়ে নামলেও তিন বলের বেশী টিকলেন না ফিন অ্যালেন।

শাহীন অস্ত্রে বধ অ্যালেন, প্রথমেই উইকেট হারালো কিউই’রা-

Shaheen Shah Afridi | image: Gettyimages
‘Bull’s eye’…Shaheen Shah Afridi sends Fin Allen back

বিশ্বকাপের সেমিফাইনাল শুরু হয়েছিলো মারকাটারি ভাবে। ইনিংসের প্রথম বল লং অন বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছিলেন ফিন অ্যালেন(Finn Allen)। শাহীন শাহ আফ্রিদি’র(Shaheen Shah Afridi) দ্বিতীয় বল আছড়ে পড়ে ফিন-এর প্যাডে। আম্পায়ার মারে ইরাসমাস আঙুল তুলে দিলেও রিভিউ নেন কনওয়ে-অ্যালেন জুটি। দেখা যায় ব্যাটের কোণা ছুঁয়ে গেছিলো বল। সে যাত্রা বেঁচে গেলেও বেশীক্ষণ টিকলেন না কিউই ওপেনার। ওভারের দ্বিতীয় বলে উইকেট না পেয়ে ঘাবড়ে না গিয়ে আবার ফুল লেন্থেই বল করেন শাহীন। গতিতে পরাস্ত হন ফিন অ্যালেন। আরও একবার বল লাগে প্যাডে। আফ্রিদি’র অ্যাপিলে আঙুল তুলে দেন আম্পায়ার। প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ড’কে বিরাট ধাক্কা দিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ ফাইনাল খেলার উদ্দেশ্যে দুর্দান্ত শুরু করলো বাবর অ্যান্ড কোং। দেখে নিন শাহীনের বলে ফিন অ্যালেনের উইকেট’টি-

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *