PAK vs HK: হংকং-কে উড়িয়েই সুপার ফোরে প্রবেশ বাবর আজমদের !! পাক ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ টুইটার, দেখুন চিত্র 1

PAK vs HK: শুক্রবার হংকংয়ের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে সুপার ফোরের টিকেট পেল পাকিস্তান ক্রিকেট দল। এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে হংকংকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাকিস্তান। যে চ্যালেঞ্জ টপকানো তো দূরের কথা ধারেকাছেও যেতে পারেনি বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ব্যাটে-বলের দাপটে হংকংকে উড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল। এ দিন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এর আগে তিনটি দল সুপার ফোর নিশ্চিত করেছে। সবার আগে শেষ চারের টিকেট নিশ্চিত করেছে আফগানিস্তান। এর পর একে একে জায়গা পাকা করেছে ভারত ও শ্রীলঙ্কা। এবার হংকংকে হারিয়ে শেষ দল হিসেবে সুপার ফোরের টিকেট পেল পাকিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৯৩ রান তোলে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৫৭ বলে তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা। এরপর বল হাতে পাকিস্তানের হয়ে কামাল দেখান শাদাব খানরা।

ম্যাচের পর টুইটার প্রতিক্রিয়া:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *