PAK vs ENG: “এ নাকি বিরাটের সমকক্ষ?” মুলতানে ১ রানে আউট বাবর আজম ! ট্রলের বন্যায় সমাজমাধ্যম ভরালেন নেটজনতা !! 1

PAK vs ENG: পাকিস্তানের মাঠে ১৭ বছর পর টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম টেস্টে বাবর আজম(Babar Azam) বাহিনীকে ঘরের মাঠে নাস্তানাবুদ করেছেন বেন স্টোকসরা। রাওয়ালপিন্ডিতে ব্যাটিং স্বর্গ পিচেও মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। দুর্দান্ত জয়ের ক্ষিদে দেখিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হচ্ছে মুলতানে। সেখানেও পাকিস্তানের পারফর্ম্যান্স এখনও অব্দি আহামরি নয়। নিজেদের দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানোর জন্য অধিনায়ক বাবর আজমের(Babar Azam) দিকে তাকিয়ে ছিলো পাকিস্তান। কিন্তু গুরুত্বপূর্ণ সময় আরও একবার চূড়ান্ত ব্যর্থ হলেন বাবর। ৩৫৫ রান তাড়া করতে নেমে বাবরের ব্যাট থেকে এলো কিনা মাত্র ১? চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের ব্যাটিং ব্যর্থতা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ভারতীয় ফ্যানেরা। ট্যুইটারভার্স ভরে উঠেছে ব্যাঙ্গাত্মক ট্যুইটের বন্যায়।

বাবরের ব্যাটে মাত্র ১, রান তাড়া করতে নেমে বেকায়দায় পাকিস্তান-

Babar Azam | image: twitter
Fans troll Babar Azam after his failure agains England in 2nd Test.

ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেন, নিজেদের আক্রমণাত্মক মানসিকতা থেকে ইংল্যান্ড যে সরবে না, তা চলতি পাকিস্তান টেস্ট সিরিজে পরিষ্কার করে দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম আর অধিনায়ক বেন স্টোকস(Ben Stokes)। গত টেস্টের আক্রমণাত্মক, আগ্রাসী ক্রিকেটের নীতি মুলতানেও ধরে রেখেছে তাঁরা। প্রথম ইনিংসে ২৮১ রানে গুটিয়ে গিয়েছিলো ইংল্যান্ড। বেন ডাকেট
(Ben Duckett)ও অলি পোপ(Ollie Pope) ছাড়া বড় রান পান নি কেউই। কিন্তু বল হাতে দারুণ কামব্যাক করে ইংল্যান্ড। ২০২ রানেই গুটিয়ে দেয় পাকিস্তানকে। নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলতে গিয়ে খানিক চাপে পড়লেও হ্যারি ব্রুকের(Harry Brook) ১০৮ ও বেন ডাকেটের ৭৯ রানের সৌজন্যে ২৭৫ রান তোলে। পাকিস্তানের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫৫। নয়া ওপেনিং জুটি নিয়ে রান তাড়া করতে নামে পাকিস্তান। আবদুল্লাহ শফিকের সাথে নামেন মহম্মদ রিজওয়ান(Mohammad Rizwan)। ৬৬ রানের ওপেনিং জুটি হলেও রিজওয়ান ফেরেন জেমস অ্যান্ডারসনের(James Anderson) বলে। তারপরেই আসেন অধিনায়ক বাবর(Babar Azam)। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবেন লম্বা ইনিংস খেলে, এমনটাই আশা ছিলো পাক সমর্থকদের। তবে গুরুত্বপূর্ণ সময়ে আরও একবার ব্যর্থ হলেন তিনি। অলি রবিনসনের বলে ১ রান করেই বোলড হলেন পাকিস্তান অধিনায়ক। চাপের মুখে যিনি বারবার ‘চোক’ করেন, সেই বাবরকে কোন মুখে ভারতীয় ক্রিকেটের নক্ষত্র বিরাট কোহলির(Virat Kohli) সাথে একাসনে বসান পাক সমর্থকেরা? প্রশ্ন তুলে নেতজগতে সরব হয়েছেন অগণিত ক্রিকেটভক্ত।

ঘরের মাঠে ব্যর্থ হয়ে ট্রলের মুখে বাবর, দেখুন ট্যুইটারচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *