PAK vs BAN: "সাকিব আল হাসান নট আউট ছিলেন !" বাংলাদেশ ফ্যানদের রোষানলে এবার টিম পাকিস্তান !! 1

PAK vs BAN:অঘটনের বিশ্বকাপ। এছাড়া ২০২২ টি-২০ বিশ্বকাপ’কে ব্যখ্যা করার মত কোনো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রুপ-২ তে ভারত আগেই সুবিধাজনক জায়গায় ছিলো। দ্বিতীয় স্থানে ছিলো দক্ষিণ আফ্রিকা। মনে করা হচ্ছিলো নেদারল্যান্ডস’কে সহজেই হারিয়ে শেষ চারের ছাড়পত্র আদায় করে নেবে প্রোটিয়া’রা। কিন্তু বিধি বাম। নিজেদের চোকার্স তকমা অক্ষুণ্ণ রেখে ডাচদের কাছে ১৩ রানে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলো তারা। ঐতিহাসিক জয় তুলে নিলেন কলিন অ্যাকারমান,বাস দে লিড’রা। আর দক্ষিণ আফ্রিকা’র এই হারের পর মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিলো বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি। ৪ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ছিলো ৪। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে জিতবে সেই অর্জন করবে সেমিফাইনালের যোগ্যতা। ডু অর ডাই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করে বড় রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিতে চেয়েছিলো টাইগার্স’রা। শাহীন শাহ আফ্রিদি’র দাপটে তা আর হয় নি। ১২৭ রানে থামে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিলো পাকিস্তান। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি বিতর্ক শুরু হয়েছে সাকিব আল হাসান’কে নিয়ে। তিনি আউট ছিলেন না ছিলেন না? ধন্ধে অনেকেই।

আউট না নট-আউট? ধাঁধায় স্বয়ং সাকিব-

Shakib al Hasan | image: Twitter
Shakib al Hasan could not agree with umpire’s decision

ব্যাট করতে নেমে প্রথম বলেই শাদাব খানের বলে ০ রান লেগ বিফোর উইকেট হন সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তের খুশি না হয়ে সোজাসুজি রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। এই আউটের সিদ্ধান্ত নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশ ইনিংসের একাদশতম ওভারের পঞ্চম বলে শাদাব খানের বলে স্টেপ আউট করেছিলেন সাকিব। বলের লাইন মিস কয়ায় বল এসে লাগে সাকিবের জুতোর ডগায়। তবে তার আগে সাকিবের ব্যাটের একদম পাশ দিয়ে বেরোয় বল। ব্যাট মাটিতে লাগায় সাকিব ভেবেছিলেন ব্যাটের কোণ ছুঁয়ে গিয়েছে বল। প্রযুক্তির সাহায্য নিয়ে তৃতীয় আম্পায়ার দেখেন ব্যাটে বল নয় বরং ব্যাট লেগেছে মাটিতে। মাঠের আম্পায়ারের দেওয়া সিদ্ধান্ত বজায় রাখতে বলেন তিনি। আম্পায়ার আউট দিতেই অবাক হয়ে যান সাকিব। মাঠে থেকে যেতে মন চাইছিলো না তাঁর। সরাসরি আম্পায়ারের কাছে গিয়ে জানতে চান আউট হওয়ার কারণ। রীতিমত উত্তপ্ত বাদানুবাদ চলে বেশ কিছুক্ষণ। পরে মাঠ ছেড়ে গেলেও তিনি যে খুশি না বুঝিয়ে দেন সাকিব। দেখুন সেই আউট হওয়ার ভিডিও’টি-

সাকিব আউট ছিলেন না, নিদান টাইগার্স’দের-

Shakib al Hasan | image: Twitter
Shakib al Hasan was unhappy with the umpire’s decision after getting out against Pakistan

বাংলাদেশ ম্যাচ মানেই বিতর্ক। কখনো বৃষ্টি, কখনো ডাকওয়ার্থ-ল্যুইস, কখনো নো-বল, বাংলাদেশের খেলা থাকলে বিতর্ক যেন বাঁধা। ‘আম্পায়ার চুর’ বা ‘২০১৫ সালে রোহিত শর্মা আউট ছিলো’ মাঝেমধ্যেই সমাজমাধ্যম মেতে ওঠে এইসব আলোচনায়। এরমধ্যে ভারত ম্যাচে ‘ভুয়ো ফিল্ডিং’ বিতর্ক যুক্ত হয়েছে বিতর্কের তালিকায়। এই আবহে সাকিবের আউট আরও একবার বাড়িয়ে দিয়েছে বিতর্ক। আইসিসি চাই না বাংলাদেশ সাফল্য পাক, টাইগার্স ভক্তদের দীর্ঘদিনের এই অভিযোগের আগুনে আরও খানিক ঘি পড়লো আজ। অনেকেই পাকিস্তান দল’কে সরাসরি ‘প্রতারক’ বলে দিয়েছেন ট্যুইটারে। তাঁদের দাবী পায়ে লাগার আগে ব্যাটের ‘ইনসাইড এজ’ ছুঁইয়ে গিয়েছিলো বল। ইচ্ছে করেই বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার। অনেক পাকিস্তান সমর্থক’ও বিরক্তি জানিয়েছেন এই সিদ্ধান্ত নিয়ে। আউট ছিলেন না সাকিব, বলেছেন তাঁরাও। সাকিবের আউট নিয়ে কি জানাচ্ছেন নেটনাগরিকেরা? দেখুন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *