নিউজিল্যান্ড টেস্ট জেতায় WTC ফাইনালে ভারত, আবেগপ্রবণ উইলিয়ামসনকে কুর্ণিশ শেহবাগের !! 1

চোখধাঁধানো এক টেস্ট ম্যাচের সাক্ষী থাকলো নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়াম। ‘লাস্ট মিনিট থ্রিলারে’ শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিলো টিম সাউদীর নেতৃত্বাধীন কিউই দল। টি-২০’র উত্তেজনাকেও দশ গোল দিলো টেস্ট ম্যাচের রোমাঞ্চ। খেলার শেষ দিনে বড় লক্ষ্যমাত্রা তাড়া করে জয় তুলে নিতে বড় ভূমিকা নিলেন কেন উইলিয়ামসন। চতুর্থ ইনিংসে তাঁর অপরাজিত শতরান তারিফ কুড়োচ্ছে ক্রিকেটবিশ্বের।

নিউজিল্যন্ডের জয়ের সুবাদে ভাগ্য সুপ্রসন্ন হলো ভারতেরও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো ‘টিম ইন্ডিয়া।’ ২০২১ সালে নিউজিল্যান্ডের কাছে হেরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের স্বপ্নপূরণের এক ধাপ দূরে থামতে হয়েছিলো ভারতকে। ২০২৩-এ নিউজিল্যান্ডের সাহায্যেই টেস্টে বিশ্বজয়ের লড়াইতে নামার ছাড়প্ত্র পেলেন বিরাট কোহলি, রোহিত শর্মা’রা। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে হবে ফাইনাল। মুখোমুখি দ্বৈরথে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

নিউজিল্যান্ডের জয়ে লাভ ভারতের-

Kane Williamson and Daryl Mitchell |নিউজিল্যান্ড | image: twitter
Kane Williamson and Daryl Mitchell steer New Zealand towards a big victory against Sri Lanka

নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কিউইদের প্রথম টেস্টে আদর্শ থ্রিলার দেখা গেলো। ভারতের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ ছিলো শ্রীলঙ্কার। সেক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতকে হারতে বা ড্র করতে হত। আর শ্রীলঙ্কাকে কিউইদের বিপক্ষে জিততে হত ২-০ ব্যবধানে। সিরিজের প্রথম টেস্ট জেতার চেষ্টার ত্রুটি রাখলেন না অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Matthews), দীনেশ চান্ডিমাল’রা (Dinesh Chandimal)।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২৮৫ রান প্রয়োজন ছিলো নিউজিল্যান্ডের। সাবধানী ক্রিকেট খেলে ড্র নয়, বরং সরাসরি জয়ের লক্ষ্যে ঝাঁপায় টিম সাউদীর দল। ল্যাথাম (Tom Latham), কনওয়ে (Devon Conway) এবং হেনরী নিকোলস দ্রুত আউট হলেও উইকেটে টিকে থেকে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেল। প্রথম ইনিংসে শতরান করেছিলেন মিচেল। দ্বিতীয় ইনিংসেও বড় রান এলো তাঁর ব্যাট থেকে। ব্যক্তিগত ৮১ রানে মিচেল (Daryl Mitchell) ফিরতেই নাটকীয় মোড় আসে খেলায়।

দ্রুত টম ব্লান্ডেল (Tom Blundell), মাইকেল ব্রেসওয়েল (Micheal Bracewell) এবং অধিনায়ক সাউদীকে (Tim Southee) ফিরিয়ে দিয়ে খেলা জমিয়ে দিয়েছিলো শ্রীলঙ্কা। শেষ অবধি আহত ম্যাট হেনরীকে (Matt Henry) সাথে নিয়েই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন (Kane Williamson)। ১২১ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচের ফলাফল বলছে জিতেছে নিউজিল্যান্ড এবং হেরেছে শ্রীলঙ্কা। কিন্তু হ্যাগলি ওভালের ফলাফলে আসল জয়ী দলের নাম অবশ্যই ‘টিম ইন্ডিয়া।’ আজকের হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত আর দৌড় থেকে ছিটকে গেলো শ্রীলঙ্কা।

উইলিয়ামসনকে সেলাম করছেন শেহবাগ-

Kane Williamson | নিউজিল্যান্ড | image: Twitter
Indian legend Virender Sehwag lauds Kane Williamson for his brilliant innings against Sri Lanka

ক্রিকেটারের দৈর্য্য, অধ্যবসায়, দক্ষতার চূড়ান্ত পরীক্ষার মঞ্চ হিসাবে একবাক্যে সকলেই উচ্চারণ করেন তেস্ট ক্রিকেটের নাম। কিন্তু পাঁচ দিনের খেলায় নাকি কমছে প্রতিদ্বন্দ্বিতা। সাথে আগ্রহ হারাচ্ছেন দর্শকেরাও। খালি গ্যালারির সাওনেই খেলতে হচ্ছে খেলোয়াড়দের। এমন কথা বারবার শোনা যায় আজকাল। যাঁরা বলেন টেস্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা নেই,তাদের নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটি দেখতে অনুরোধ করেছেন বীরেন্দ্র শেহবাগ।

পরতে পরতে উত্তেজনা। অ্যাড্রিনালিনের প্রবাহ-সব কিছুই দেখা গেলো ক্রাইস্টচার্চে। হ্যাগলি ওভালে ১২১ রানের এক অসামান্য ইনিংস খেলে নিউজিল্যান্ডকে জয় এনে দিলেন উইলিয়ামসন। জয়সূচক রানটি সম্পূর্ণ করার পর মাঠেই বসে পড়েন উইলিয়ামসন। উত্তেজনায় ভরা ম্যাচে অনুভূতির রোলার কোস্টার তাঁকে আবেগপ্রবণ করে তুলেছিলো। ম্যাচ হারলেও উইলিয়ামসনকে বাহবা জানাতে এগিয়ে এসেছিলেন লঙ্কা দলের ক্রিকেটার’রা। খেলোয়াড়ি মানসিকতা দেখিয়ে তাঁরা বোঝালেন ক্রিকেট সত্যিই ,”জেন্টলমেন্স গেম।” প্রাক্তন কিউই টেস্ট অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা করেন বীরেন্দ্র শেহবাহ (Virender Sehwag)। নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভারতীয় কিংবদন্তী লেখেন, “কি অসাধারণ ইনিংস খেললো কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেল। একটা দুর্ধর্ষ টেস্ত ম্যাচ হলো। অসাধারণ পারফর্ম্যান্স নিউজিল্যান্ডের। আবার প্রমাণ হলো টেস্ত ক্রিকেটই ‘বেস্ট’ ক্রিকেট।”

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখে নিন শেহবাগের ট্যুইট’টি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *