WTC Final: এই বছরের মত আইপিএলের পালা সাঙ্গ। এবার আন্তর্জাতিক ক্রিকেটের বৃত্তে ফেরার পালা ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের গ্ল্যামারের দুনিয়া থেকে জাতীয় দলের জার্সিতে দ্রুত মানিয়ে নিতে হবে ভারতীয় ক্রিকেটারদের। কারণ আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে বিরাট কোহলিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে টেস্টে ভারতের পারফর্ম্যান্স বেশ ভালো। ঘরে হোক বা বাইরে, গত ছয় বছর তাদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারে নি ‘মেন ইন ব্লু।’ সেই ধারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ধরে রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। তাই আইপিএল মেটার সঙ্গে সঙ্গেই কোহলি, রোহিত শর্মারা নেমে পড়েছেন প্রস্তুতিতে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে চোট-আঘাত সমস্যা ভোগাচ্ছে ভারতকে। অস্ত্রোপচারের পর রিহ্যাবে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। খেলতে পারছেন না তিনি। এছাড়াও নেই জসপ্রীত বুমরাহ এবং শ্রেয়স আইয়ারও। পিঠের চোটের অস্ত্রোপচারের দরুণ মাঠের বাইরে দুজনেই। আইপিএল চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছেন কে এল রাহুল’ও। এমতাবস্থায় উইকেটের পিছনে দস্তানা হাতে সম্ভবত দেখা যাবে কে এস ভরত’কে (KS Bharat)। কে এল রাহুলের (KL Rahul) বদলে অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন ঈশান কিষণ। ভারতীয় ব্যাটিং-লাইন আপে রোহিত, শুভমান, পূজারা ও কোহলির পর পাঁচ নম্বরে কে ব্যাট করবেন? জল্পনা রয়েছে তা নিয়েও। রাহুল না শ্রেয়স না থাকায় সম্ভবত শিকে ছিঁড়বে অভিজ্ঞ অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ভাগ্যে। বুমরাহর অভাব ঢাকতে হয়ত দলে থাকবেন শার্দূল বা উমেশ যাদব। মাঠের মত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে মাঠের বাইরেও সমস্যার মুখে ভারতীয় বোর্ড। জার্সিতে কোনো স্পন্সরের লোগো ছাড়াই ওভালে নামতে হচ্ছে কোহলি, রোহিতদের।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
সাথ ছেড়েছে বাইজুস, চিন্তায় বিসিসিআই-

ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-এর সাথে প্রাথমিকভাবে ২০২২ সালের মার্চ অব্দি চুক্তিবদ্ধ হয়েছিলো এড-টেক কোম্পানি বাইজুস। মোবাইল প্রস্তুতকারী সংস্থা ওপো’কে সরিয়ে বাইজুসের লোগো জায়গা করে নিয়েছিলো বিরাট, রোহিত, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীতদের জার্সির সামনে। ওপো’র তুলনায় প্রতি ম্যাচে প্রায় ১০% বেশী অর্থ ভারতীয় বোর্ডকে দেওয়ার অঙ্গীকার করে বাইজুস। তারপর এড-টেক কোম্পানিটি আরও একবছর চুক্তি বাড়ায় BCCI-সঙ্গে। নয়া চুক্তিতে তারা ২০২৩ এর শেষ অব্দি ভারতের জার্সি স্পন্সর হিসেবে থাকতে অঙ্গীকারবদ্ধ হয়। নতুন চুক্তিটির আর্থিক মূল্য প্রায় ৫৫ মিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। আইসিসি প্রতিযোগিতায় প্রতি ম্যাচে বাইজুস ভারতীয় বোর্ডকে প্রায় ১.৫ কোটি টাকা দেওয়ার অঙ্গীকার করে, আর দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে অর্থের অঙ্কটা বেড়ে দাঁড়ায় আনুমানিক ৪.৬ কোটিতে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
কিন্তু বছরের গোড়াতেই ইকোনমিক টাইমসে প্রকাশিত নিউজ আর্টিকলে দাবী করা হয় যে আর্থিক লোকসানে জেরবার হয়ে তারা ২০২৩ এর মার্চেই বিদায় নিতে চাইছে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে BCCI-এর এক কর্তা তখন জানিয়েছিলেন, “হ্যাঁ, ওনারা চুক্তি থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। আমরা এপেক্স কাউন্সিলের বৈঠকে বিষয়টি আলোচনা করবো। চুক্তি অনুযায়ী যে সব দায়ভার ওনাদের রয়েছে, সেগুলি মিটিয়ে দিলে বিসিসিআই ওনাদের বিদায় নেওয়া থেকে আটকাবে না।” সেইমত মার্চেই বিদায় নিয়েছে বাইজুস। এখনও ভারতের জার্সিতে নতুন কোনো সংস্থার লোগো না নাম দেখা যায় নি।
নতুন কিট স্পন্সর পেয়েছে ভারত-

আমেরিকান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকিকে সরিয়ে ২০২০ সালের নম্ভেম্বর মাসে ভারতের কিট প্রস্তুতকারী সংস্থা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলো MPL। মূলত একটি ফ্যান্টাসি গেম সংস্থা হলেও ভারতীয় জার্সি দিয়েই ক্রীড়া সরঞ্জাম তৈরির দুনিয়ায় পা রাখতে চেয়েছিলো তারা। প্রাথমিকভাবে ২০২৩ সালের ডিসেম্বর মাস অব্দি চুক্তি হয়ে থাকলেও গত বছরের ডিসেম্বরেই সরে যেতে চেয়েছিলো এই সংস্থা। নিজেদের চুক্তির সম্পূর্ণ দায়ভার কেবল কিরণ ক্লোদিং লিমিট (KKL) সংস্থার হাতে অর্পণ করতে চেয়ে গত ২ ডিসেম্বর ভারতের ক্রিকেট বোর্ডের কাছে ইমেল করে MPL সংস্থা। স্বল্প সময়ের জন্য কিরণ ক্লোদিং লিমিট সংস্থার জনপ্রিয় ব্র্যান্ড কিলারের লোগো দেওয়া জার্সি পরে ভারতীয় দল। কিন্তু বিসিসিআই-এর লক্ষ্য ছিলো দীর্ঘমেয়াদী চুক্তি। জার্মান ক্রীড়া প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের সাথে চুক্তিপত্র সই করেছেন রজার বিনি, জয় শাহ’রা।
নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ থেকে ২০২৭ অবধি ভারতের জার্সিতে দেখা যাবে অ্যাডিডাসের বিশ্বখ্যাত থ্রি স্ট্রাইপস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই প্রথমবার অ্যাডিডাস জার্সিতে মাঠে নামবে ভারত। আন্তর্জাতিক ক্রীড়ার দুনিয়ায় আর্জেন্তিনা, রিয়াল মাদ্রিদের মত নামী দল অ্যাডিডাসের জার্সি ব্যবহার করে। ভারতীয় ক্রিকেটে অ্যাডিডাসের বিনিয়োগ সেক্ষত্রে নিঃসন্দেহে বড় ব্যাপার। জার্সির টাইটেল স্পন্সর হিসেবেও একই রাস্তায় হাঁটতে চাইছে ভারতীয় বোর্ড। বোর্ডের এক কর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন কোনো ছোটোখাটো সংস্থার সাথে স্বল্পমেয়াদী চুক্তি নয়, বরং কোনো বড় সংস্থার সাথে দীর্ঘমেয়াদী চুক্তিই লক্ষ্য। এই জন্য আগামীতে টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023