World Cup 2023: “বিশ্বকাপের দলে থাকবে না শ্রেয়স আইয়ার…” গৌতম গম্ভীরের মন্তব্য ঘিরে শোরগোল ক্রিকেটদুনিয়ায় !! 1

World Cup 2023: পাঁচ বছরের অপেক্ষা শেষে এশিয়া কাপ (Asia Cup 2023) খেতাব জিতেছে ভারত। কলম্বোর মাঠে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে চূর্ণ করে ট্রফি জিতেছেন রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার পরবর্তী লক্ষ্য এখন বিশ্বকাপ (ICC World Cup 2023)। দেশের মাটিতেই হবে প্রতিযোগিতা। বারো বছর আগে ভারতে শেষ যেবার বিশ্বকাপ আয়োজিত হয়েছিলো তখন মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ট্রফি এসেছিলো ‘মেন ইন ব্লু’ শিবিরে। ২০১১-র সাফল্যের পুনরাবৃত্তি ২০২৩ সালেও দেখতে চান ভারতবাসী। ২০১৫ এবং ২০১৯ সালে সেমিফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবার ব্যর্থতা ভুলে ট্রফির লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া ভারতও। জোরকদমে চলছে প্রস্তুতি। দলের ক্রিকেটারদের পরখ করে দেখার মঞ্চ হিসেবে এশিয়া কাপ’কে বেছে নিয়েছিলেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)।

ব্যাট হাতে ভালো প্রদর্শন করেছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল। অধিনায়ক রোহিত নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ঝোড়ো অর্ধশতক করেছেন। শুভমানের (Shubman Gill) ব্যাটেও এসছে একটি শতক, একাধিক অর্ধশতক। বিরাট কোহলি, কে এল রাহুলদের ব্যাটেও দেখা গিয়েছে রানের ফুলঝুড়ি। চোট সারিয়ে এসে রাহুল শতরান করেছেন। হার্দিক পান্ডিয়া, ঈশান কিষণের (Ishan Kishan) পারফর্ম্যান্স নিয়েও নিঃসন্দেহে সন্তুষ্ট হবেন কোচ। ভারতকে ভরসা যুগিয়েছে বোলিং বিভাগও। চায়নাম্যান বোলার কুলদীপ যাদব টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ’রাও ভালো বোলিং করেছেন প্রতি ম্যাচেই। বিশ্বকাপের (ICC World Cup 2023) আগে কেবল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ফিটনেস নিয়ে ভাবনায় থাকতে হচ্ছে টিম ম্যানেজমেন্ট’কে।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

ফের চোটের শিকার শ্রেয়স-

Shreyas Iyer | বিশ্বকাপ | Image: Twitter
Shreyas Iyer | Image: Twitter

পিঠের নীচের অংশে বালজিং ডিস্কের সমস্যার কারণে লম্বা সময় ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিলো শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। লন্ডনে অস্ত্রোপচার হয় তাঁর। গোটা আইপিএল মরসুম খেলেন নি, খেলতে পারেন নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। তিনি ছিলেন না ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর এশিয়া কাপের (Asia Cup 2023) আগে ফিট সার্টিফিকেট পান। শ্রেয়স ফিট হলে টিম ইন্ডিয়ার চার নম্বরে পজিশনে একজন নির্ভরযোগ্য ব্যাটার পাওয়া যাবে, আশাবাদী ছিলেন ভক্তেরা। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে শ্রেয়সকে (Shreyas Iyer) একাদশে দেখে স্বস্তি বোধ করেছিলেন অনেক বিশেষজ্ঞ। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয় নি।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

গ্রুপ পর্বের দুটি ম্যাচে একাদশে ছিলেন শ্রেয়স। পাকিস্তানের বিরুদ্ধে ৯ বলে ১৪ রান করে আউট হয়ে যান দুর্ভাগ্যবশত। নেপালের বিরুদ্ধে তাঁর ব্যাট হাতে নামারই প্রয়োজন হয় নি। বিপত্তি বাঁধে সুপার ফোর পর্ব শুরু হওয়ার পর। শেষ চারে ভারতের প্রথম ম্যাচ ছিলো পাকিস্তানের বিরুদ্ধেই। খেলার দিন সকালে অনুশীলনেও দেখা গিয়েছিলো শ্রেয়সকে (Shreyas Iyer)। কিন্তু নেটে শর্ট বলের বিরুদ্ধে অনুশীলন চালানোর সময় ফের পিঠে টান ধরে তাঁর। আর বাকি টুর্নামেন্টে খেলতে পারেন নি। চোটের কারণেই ছিটকে গিয়েছেন, নাকি বিশ্বকাপের (ICC World Cup 2023) আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে বাইরে রাখা হয়েছে তা নিয়ে অন্ধকার দূর করতে এগিয়ে আসে নি বিসিসিআই। ফলে মুম্বইয়ের তরুণ ক্রিকেটার ক্রিকেটের বৃহত্তম মঞ্চে আদৌ অংশ নেবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

বিশ্বকাপে শ্রেয়সকে দেখছেন না গম্ভীর-

Gautam Gambhir | বিশ্বকাপ | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

শ্রেয়স আইয়ারের চোট কতটা গুরুতর সেই সম্পর্কে এখনও কোনোরকম তথ্য সামনে আনে নি বিসিসিআই। সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ রয়েছে ভারতের। সেখানেও তিনি আদৌ খেলবেন কিনা তা নিশ্চিত নয়। বিশ্বকাপের আগে এহেন অনিশ্চয়তার বাতাবরণ পছন্দ নয় গৌতম গম্ভীরের। এশিয়া কাপে ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন “পারফর্ম্যান্স একটা আলাদা বিষয়। এটা ভাবনার বিষয়। তুমি লম্বা সময় মাঠের বাইরে ছিলে, এশিয়া কাপে মাঠে ফিরে একটা ম্যাচ খেলেই আনফিট হয়ে গেলে। আমার মনে হয় না এর পর এত বড় একটা টুর্নামেন্টে টিম ম্যানেজমেন্ট ওকে বেছে নেবে। “দেখে নেবেন আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে যে আইয়ার (বিশ্বকাপ) স্কোয়াডের অংশ নয়। অন্য কেউ ওর জায়গায় সুযোগ পেয়েছে। বিশ্বকাপে সবসময় ফিট খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিৎ।”

চাঁচাছোলা ভাষাতেই গম্ভীর (Gautam Gambhir) জানিয়েছেন, “ভাবুন যদি পেশীতে টান বা এই জাতীয় চোট হয়, তাহলে বিকল্পও পাওয়া যাবে। তাই যদি আইয়ার ফিট না হয় তাহলে ওর বিশ্বকাপ দলের অংশ হওয়া খুবই কঠিন। আমরা জানিও না ও কেমন ফর্মে রয়েছে। যে ফর্ম ওর ছিলো, তা অন্তত ৭-৮ মাস আগের। তারপর ও মাত্র একটা ম্যাচ খেলেছে।” শ্রেয়স (Shreys Iyer) খেলতে না পারলে সম্ভবত তিলক বর্মা এবং সঞ্জু স্যামসনের মধ্যে কাউকে বেছে নেবে বিসিসিআই। খেলোয়াড়দের ফিটনেস সমস্যা নিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকেও (NCA) কাঠগড়ায় তুলেছেন গম্ভীর (Gautam Gambhir)। বলেন, “যদি প্রশ্ন করতেই হয় তাহলে এনসিএ-কে করা উচিৎ। কারণ ও (শ্রেয়স) ওখানে অনেক মাস ছিলো, ওদের থেকে সবুজ সংকেত নিয়েই এসেছিলো। কে জানে, হয়ত ওরা চটজলদি ওকে ছাড়পত্র দিয়ে দিয়েছে।”

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *