IND VS NZ: টি টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া নিউজিল্যান্ড, দলে সুযোগ পেতে চলেছেন এই ঘাতক ক্রিকেটার !! 1

IND VS NZ : জমে উঠেছে ভারত বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ, সিরিজের প্রথম ম্যাচেই ভারতীয় দলকে মাত দেয় নিউজিল্যান্ড দল, ২১ রানে পরাজিত করে সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড দল, তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই লখনৌ তে দেখা যায় ঘূর্ণি পিচ, টি টোয়েন্টি খেলায় সাধারণত এধরনের পিচ দেখা যায়না, তবে এই পিচে দুই দলের স্পিনারদের জমিয়ে বোলিং করতে দেখা গেল, বছরের শুরুতেই শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজে পরাজিত করে ২-১ ব্যাবধানে, এবার পালা নিউজিল্যান্ডকে হারানোর, ইতিমধ্যে সিরিজে ১-১ ব্যাবধানে রয়েছে ভারতীয় দল।  লখনৌ-এর ঘূর্ণি পিচে ভারতীয় বোলাররা ৯৯ রানে বেঁধে রাখে কিউইদের। অধিনায়ক মিচেল স্যান্টনার নিজেই, দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ১৯ রান করেন , ভারতীয় দলের হয়ে ২ টি উইকেট নেন আরশদীপ সিং (Arshdeep Singh), ১ টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ওয়াসিংটন সুন্দর (Washington Sundar), চাহাল (Yuzvendra Chahal), দীপক হুডা (Deepak Hooda) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। যদিও সামান্য ১০০ রান তুলতে কালঘাম ছুটে যায় ভারতীয় দলের, ওপেনিং ব্যাটিং করতে এসে ভারতীয় দলকেও চাপের মুখে দেখা যায়, শুভমান গিল (Shubman Gill) ও ঈশান কিষান (Ishan Kishan) কে আবার সমস্যায় পড়তে দেখা যায়,  দলের হয়ে সর্বাধিক রান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav),  সূর্যের ব্যাট দিয়ে আসে ৩১ বলে ২৬ রান। ভারতীয় দল ১৯.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলতে সক্ষম হয় ও সিরিজে সমতা ফেরায়, তৃতীয় ম্যাচে ১-১ ফলাফল নিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে চলেছে দুই দল, হতে চলেছে একটি মারকাটারি ম্যাচ।

IND vs NZ সময়সূচী-

তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ

স্থান- নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

তারিখ- ১ ফেব্রুয়ারি, ২০২৩

সময়- সন্ধে ৭ টা  (ভারতীয় সময়)

IND vs NZ 3rd T20I: নরেন্দ্র মোদি স্টেডিয়াম পিচ রিপোর্ট

IND VS NZ: টি টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া নিউজিল্যান্ড, দলে সুযোগ পেতে চলেছেন এই ঘাতক ক্রিকেটার !! 2

ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে । এই স্টেডিয়াম বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম, এখানে বাউন্ডারি অন্যন্য মাঠের থেকে তুলনামুক বড় ও উইকেট ব্যাটিং সহায়ক। দুই ইনিংসেই দুরন্ত ব্যাটিং প্রদর্শন দেখানোর সম্ভবনা রয়েছে দুই দলের ব্যাটসম্যান দের, তবে ম্যাচের শেষের দিকে পেসাররা সহায়তা পেতে পারেন কিন্তু মিডিল ওভার গুলিতে স্পিন বোলিং হবে গুরুত্বপূর্ণ অস্ত্র। এখানে খেলা নয়টি টি-টোয়েন্টিতে পাঁচটি ম্যাচ জিতেছে সেই দল যারা প্রথমে ব্যাট করেছে।

IND vs NZ 3rd T20I: আহমেদাবাদ আবহাওয়ার পূর্বাভাস

IND VS NZ: টি টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া নিউজিল্যান্ড, দলে সুযোগ পেতে চলেছেন এই ঘাতক ক্রিকেটার !! 3

আগামী শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের সময়ে তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে, আদ্রতা থাকবে ২৯ শতাংশ খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। অর্থাৎ একটি চমৎকার ম্যাচ হওয়ার সম্ভবনা রয়েছে, ম্যাচের সময় ৮ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে যেটি একটি খুব সুন্দর ক্রিকেটিং আবহাওয়ার তৈরি করবে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। আগামীকাল সব মিলিয়ে একটা ধুন্ধুমার  ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

তৃতীয় টি টোয়েন্টি তে সম্ভাব্য প্রথম একাদশ (Probable XI)-

IND VS NZ: টি টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া নিউজিল্যান্ড, দলে সুযোগ পেতে চলেছেন এই ঘাতক ক্রিকেটার !! 4

নিউজিল্যান্ডের সম্ভাব্য প্লেয়িং একাদশ – ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *