Shreyas Iyer

ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে বাংলাদেশে। একদিনের সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল।পরপর দুই ম্যাচ হেরে একদিবসীয় সিরিজ হেরে বসেছে ভারতীয় দল। দুই ম্যাচেই প্রতিপক্ষকে বাগে পেয়েও কফিনে শেষ পেরেকটি পুঁতে দিতে পারেন নি ভারতের বোলাররা। সেইজন্য বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন শার্দূল ঠাকুর,দীপক চাহাররা। দলে সুযোগ পাওয়া বোলাররা যখন টাইগারবাহিনীর ব্যাটিংয়ের সামনে বেলাইন হয়ে পড়েছেন তখন বাংলাদেশের মাটিতে দুরন্ত ফর্মে থাকা নভদীপ সাইনিকে (Navdeep Saini) দলে সুযোগই দিলো না ভারত। দীর্ঘ ১৭ মাস জাতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছে না তাঁকে। সুযোগ না দিয়ে প্রতিভাকে নষ্ট করছে BCCI। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

২০১৯ সালে জাতীয় দলে হয়েছিলো নভদীপের অভিষেক-

Navdeep Saini | image: twitter
Navdeep Saini is not getting his Team India call up despite his good performances for India-A.

আইপিএলে দুর্দান্ত গতিতে বোলিং করে বিশেষজ্ঞদের নজরে এসেছিলেন হরিয়ানার নভদীপ সাইনি(Navdeep Saini)। তাঁকে স্বতন্ত্র করে তুলেছিলো তাঁর ইয়র্কার দেওয়ার সহজাত ক্ষমতা। ২০১৯ সালে উইন্ডিজ দলের বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক ঘটিয়েছিলেন নভদীপ সাইনি(Navdeep Saini)। এছাড়াও সেই একই বছরে ক্যারিবিয়ানদের বিপক্ষেই টি-২০ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের স্মরণীয় বর্ডার গাওস্কর ট্রফি জয়েও ভূমিকা ছিলো তাঁর। কিন্তু তারপর থেকে নভদীপের কপালে জুটেছে শুধুই উপেক্ষা। আর ভারতীয় দলের দরজা খোলে নি তাঁর কাছে। ‘টিম ইন্ডিয়া’র হয়ে ৮ টি একদিনের ম্যাচে তিনি নিয়েছেন ৬ টি উইকেট। ১১ টি টি-২০ ম্যাচে সুযোগ পেয়ে তুলে নিয়েছেন ১৩ টি উইকেট। লাল বলের ক্রিকেটে ২ টেস্টে নিয়েছেন ৪ উইকেট।

বাংলাদেশেও দুর্দান্ত ফর্মে রয়েছেন নভদীপ-

Navdeep Saini | image: twitter
Navdeep Saini was in sublime touch against Bangladesh- A.

সিনিয়র দলে জায়গা না পেলেও ভারতীয়-এ দলের হয়ে নিয়মিত খেলছেন নভদীপ সাইনি(Navdeep Saini)। ভারত-এ বনাম বাংলাদেশ-এ দলেত মধ্যে লাল বলের মোকাবিলায় নজর কেড়েছেন সাইনি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা জাহির করেছেন তিনি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার বল করে ৫৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন তিনি।তবে চমকে দিয়েছেন ব্যাটসম্যান নভদীপ। ৬৮ বলে করেছেন ৫০ রান। নিজের ইনিংসে ৫ টি চার এবং ২ টি ছক্কা। সিনিয়র দল যেখানে বাংলাদেশের বিপক্ষে হতদ্যম হয়ে পড়েছে,সেখানে অভিমণ্যু ঈশ্বরণের অধিনায়কত্বে বাংলাদেশ-এ দলকে এক ইনিংস এবং ১২৩ রানে হারিয়েছে ভারত-এ। সাইনির(Navdeep Saini) ভালো পারফর্ম্যান্স তাঁর জন্য জাতীয় দলের দরজা আরও একবার খুলে দেয় কিনা সেই দিকেই নজর থাকবে সকলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *