দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে মুম্বই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়ার্স পৌঁছে গিয়েছে WPL-এর এলিমিনেটরে। যদিও প্রথম থেকেই টুর্নামেন্টে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং তারা পৌঁছে গিয়েছে এই স্থানে। প্রথম ৫ টি ম্যাচের জয়ের রেকর্ড তাদের ভেঙে দেয় ইউপি দল। আর সেই ইউপি দলের মুখোমুখি হয়েছে আজ মুম্বই ইন্ডিয়ান্স।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে আবার টস হারলেন ভারত তথা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হারমানপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ৯ টি ম্যাচের মধ্যে ৮ টি টস হেরে হারমানের দল প্রথমে ব্যাটিং করতে এসে বেশ দারুন একটি শুরু করেছিল। কিন্তু পাওয়ার প্লেতেই অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারালেন ইয়াস্তিকা ভাটিয়া (Yastika Bhatia)। ১৮ বলে ২১ করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
দুরন্ত প্রদর্শন দেখালো মুম্বই দল
এরপর ব্যাটিং করতে আসেন ন্যাট স্কিভার ব্রান্ট (Nat Sciver Brunt)। যদিও প্রথমে একটি জীবন দান পেয়ে যান তিনি। অন্যদিকে হাইলি মাথিউসকে (Hayley Mathews) বড় শট খেলতে দিচ্ছিল না প্রতিপক্ষ দল। ২৬ বলে ২৬ করেন তিনি। এছাড়া অধিনায়ক হারমানের ব্যাট থেকে এসেছিল ১৫ বলে ১৪ করেন। আমেলিয়া কের ১৯ বলে ২৯ করেন। শেষে ৪ বলে ১১ রান করেন পূজা বস্ত্রকার (Pooja Vastrakar)। তবে ৩৮ বলে ৭২ রানের দুরন্ত নক খেলেন ন্যাট স্কিভার ব্রান্ট।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ইউপি ওয়ারিয়ার্স এর হয়ে ২ টি উইকেট নেন সোফিয়া এসকেলিটন (Sophie Ecclestone)। ১ টি করে উইকেট নিয়েছেন অঞ্জলি সার্বানি (Anjali Sarvani) এবং ১ উইকেট নিয়েছিলেন পর্ষাভি চোপড়া (Parshvi Chopra) । ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১৮২ রান করে । জবাবে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লেতেই এলিসা হিলি (Allyssa Healey), শ্বেতা শেরাবত (Shweta Sehrawat) ও তাহিলা ম্যাকগ্রা (Tahila Mcgrath) আউট হয়ে গেলে মুম্বইয়ের দিকে খেলাটা অনেকটা ঘুরে যায়। এরপর ইসি উং (ISSY WONG), ২ উইকেট নিয়েছিলেন সাইকা ইসহাক (SAIKA ISHAQUE), ন্যাট স্কিভার ব্রান্ট ও হাইলি মাথিউস ১ টি করে উইকেট নিয়েছিলেন এবং ইউপি দলের হয়ে সর্বাধিক রান করেন কিরণ নাবগিরে (KIRAN NAVGIRE) ।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur