মুম্বাই ইন্ডিয়ান্স এ আসতে পারে ৩জন খেলোয়াড়, জেনে নিন তারা কে কে 1

গত সিসনের এবং ৫বার এর আই পি এল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এ বছর শুরুটা ভালো না করলেও তারা আস্তে আস্তে নিজেদের খেলা দেখানো শুরু করেছে। এ বছর যেহেতু সমস্ত দল আলাদা আলাদা ভেনু তে খেলছে তাই মুম্বাই তাদের খেলা শুরু করেছিল চেন্নাই এর চিপক স্টেডিয়াম থেকে। যেহেতু বরাববের মতো চিপক মুম্বাই এর ঘরের মাঠ নয় তাই মুম্বাই ইন্ডিয়ান্স এর পক্ষে মানিয়ে নেওয়া টাও কঠিন হয়ে পড়েছিলো।

মুম্বাই ইন্ডিয়ান্স এ আসতে পারে ৩জন খেলোয়াড়, জেনে নিন তারা কে কে 2

চেন্নাই এ মুম্বাই এর সেই চেনা ওপেনিং জুটি কে খেলতে দেখা যায়নি, মাঝের দিক এ হার্দিক পাণ্ড্য র ব্যাট ও এ বার ঝলসে ওঠেনি | তেমন ই অবস্থা ছিল বোলিং বিভাগেও | বুমরাহ এবং বোল্ট কে অতিরিক্ত দায়িত্ব সামলাতে হয়েছে আর তার সাথে একমাত্র সফল স্পিনার রাহুল চাহার।

মুম্বাই যখন দিল্লীর অরুন জেটলি স্টেডিয়াম এ নামলো তারপর থেকে মুম্বাই আবার নিজেদের পুরোনো খেলা শুরু করলো এবং এই মাঠ এই তারা আইপিএল ইতিহাস এর দ্বিতীয় এবং নিজেদের আইপিএল ইতিহাস এর প্রথম সফল রান তাড়া করে চেন্নাইকে হারালো। তারপরও মুম্বাই চাইবে তাদের দলে কিছু পরিবর্তন করতে যাতে তারা ৬বার এবং পরপর ৩বার হ্যাটট্রিক করে আইপিএল ট্রফি জিততে পারে।

মুম্বাই ইন্ডিয়ান্স এ আসতে পারে ৩জন খেলোয়াড়, জেনে নিন তারা কে কে 3

যে ৩জন খেলোয়াড়কে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দল নিয়ে আস্তে পারে :
করুন নায়ার: করুন নায়ার একজন ভারতীয় নির্ভরযোগ্য ব্যাটসম্যান। নায়ার কে এই বছর কে কে আর তাদের দল এ অন্তর্ভুক্ত করিয়েছে কিন্তু এখনো অব্দি একটাও ম্যাচ সে খেলেনি | তাই নায়ার যদি মুম্বাই ইন্ডিয়ান্স এর দল এ যুক্ত হয় তাহলে সূর্যকুমার যাদব এর সাথে একটা ভালো নির্ভরযোগ্য ব্যাটসম্যান পাবে যে দল এর রান টা কে অনেক দূর অব্দি নিয়ে যেতে সাহায্য করবে, কারণ ঈশান কিষান কে মুম্বাই তাদের প্লেয়িং ১১এর বাইরে রেখেছে এবং কুনাল পাণ্ড্য র পারফর্মেন্স সেই ভাবে চোখে পরে নি এখনো।

উমেশ যাদব : উমেশ যাদব আইপিএল এ দিল্লি ক্যাপিটালস এর সাথে যুক্ত। ভারতীয় এই ফাস্ট বোলার এখনো অব্দি একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স এখনো অব্দি তাদের দুজন ফাস্ট বোলার বুমরাহ এবং বোল্ট এর এই বেশি ভরসা রেখেছে কারণ তাদের হাত এ বাকি যে দুজন ফাস্ট বোলার আছে তারা সে ভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। তাই মুম্বাই যদি উমেশ যাদব কে নিজেদের দল এ আনে তাহলে বুমরাহ এবং বোল্ট এর ওপর চাপ ও কিছুটা কমবে এবং একজন ৩নাম্বার ফাস্ট বোলার এর সমস্যাটাও কমবে।

মুম্বাই ইন্ডিয়ান্স এ আসতে পারে ৩জন খেলোয়াড়, জেনে নিন তারা কে কে 4

জলজ সাক্সেনা : জলজ সাক্সেনা একজন ভালো অফস্পিনার এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান। সাক্সেনা এখনো অব্দি ১টা মাত্র ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস এর হয়ে। যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে কোনো ভালো অফস্পিনার নেই তাই মুম্বাই জলজ সাক্সেনা কে নিজেদের দল এ নেবার কথা ভাবতে পারে। জয়ন্ত যাদব মুম্বাই এর হয়ে কটা ম্যাচ খেলেছে কিন্তু সেই ভাবে নিজের ছাপ ফেলতে পারেনি এবং রাহুল চাহার এর সঙ্গ দিতে পারেনি। তাই জলজ সাক্সেনা মুম্বাই ইন্ডিয়ান্স এ খুব ভালো জায়গা নিতে পারে যদি মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিজেদের দল এ অন্তর্ভুক্ত করে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *