চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে সুযোগ না পেয়ে ধোনির বিরুদ্ধে এমন কথা বলতে পারলেন হরভজন সিং!

মুম্বই: এবার জাতীয় দলের নি্র্বাচকদের একহাত নিলেন হরভজন সিং। ভারতিয় ক্রিকেট দল নির্বাচনের সময় তিনি মহেন্দ্র সিং মতো ‘বিশেষ সুবিধা’ পাননি বলে গুরতর অভিযোগ আনলেন ভারতের এই অভিজ্ঞ অফস্পিনার। প্রসঙ্গত, আগামী ১ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে জায়গা পাননি ভাজ্জি। প্রত্যাশিতভাবে সেই দলে রয়েছেন ধোনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ধোনির থাকার প্রসঙ্গে বোর্ডের নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ বলেছিলেন, ‘আইপিএলে ধোনির ব্যাটিং নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু ভুললে চলবে না এখনও ও বিশ্বের সেরা উইকেটরক্ষক। আর ধোনির ক্রিকের মস্তিষ্কের কোন তুলনা নেই ওর অভিজ্ঞতা আমাদের অবশ্যই কাজে লাগবে।’    সেই প্রসঙ্গ টেনে ভাজ্জি নির্বাচকদের ওপর কার্যত তোপ দেগে বলেন, ‘আমারও প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আর শুধু বোলিং বা ব্যাটিং দিয়ে নয়, দলকে আমি অনেক পরামর্শ দিয়েছি ।তা সত্ত্বেও আমাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জন্য ভাবাই হয়নি।’ এরই পাশাপাশি প্রাক্তন ভারত অধিনায়ক ও একসময়ের সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিয়ে ভাজ্জি বলেন, ‘ফর্মে থাকুন বা না থাকুন, ধোনি দলকে সবসময়ই সাহায্য করেছে। এটা অস্বীকার করার কোন জায়গা নেই। ধোনি একজন প্রাক্তন অধিনায়ক, আর খেলাটা ও অন্যদের থেকে অনেক বালো বোঝে। দলকে মিডল অর্ডারে ও ভরসা জোগায়।’ তবে ব্যাটিং নিয়ে ধোনিকে খোঁচা দিতে ছাড়েননি হরভজন। বলে দেন, ‘এটা মানতে হবে যে ধোনি আগে যেভাবে বল হিট করতো সেটা ও এখন আর পারে না। আর দলে থাকা প্রসঙ্গে এটা বলতেই হবে যে, নিবাচনের সময় ধোনি একটা বিশেষ সুবিধা ভোগ করে থাকে, তেমনটা অবশ্য আমার ক্ষেত্রে হয় না।’