ভিডিও: কিডন্যাপারদের কবলে পড়লেন MS Dhoni, জীবন বাঁচাতে করলেন এই কাজ !! 1

ভারতীয় ক্রিকেটে ‘অধিনায়ক’ বলতেই যে নাম’টি সকলের আগে মাথায় আসে তিনি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) । ২০০৭ সালে ভারতের তরুণ টি-২০ টিমের দায়িত্ব নিয়েছিলেন নেতা হিসেবে। একদিনের বিশ্বকাপে পর্যুদস্ত হয়ে রীতিমত টানাপোড়েনের মধ্যে তখন ভারতের ক্রিকেট। সেই তরুণ দল’কে নিয়েই জিতিয়েছিলেন কুড়ি-বিশের বিশ্বকাপের শিরোপা। এরপর ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জিতেছেন। জিতেছেন ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম অধিনায়ক হিসেবে ৩ টি আইসিসি ট্রফি জয় ছাড়াও ভারত’কে নিয়ে গিয়েছেন টেস্ট র‍্যাঙ্কিং-এর শীর্ষে। একদিনের ম্যাচে ১০০০০ এর বেশী রান’ও করেছেন ‘মাহি।’ মাঠ এবং মাঠের বাইরে তাঁর নানা কর্মকাণ্ডের জন্য ধোনি’র ভক্ত সংখ্যা অগণিত। প্রিয় ‘এমএসডি’কে একবার চোখের দেখা দেখতে দেশের এ প্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে যান বহু মানুষ। কোটি ভক্তের নয়নমণি এহেন মহেন্দ্র সিং ধোনি কিনা শেষে হলেন কিডন্যাপিং-এর শিকার। নেটমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই হইচই ক্রিকেটভক্তদের মধ্যে।

ভাইরাল ভিডিও’তে অপহৃত ধোনি

ভিডিও: কিডন্যাপারদের কবলে পড়লেন MS Dhoni, জীবন বাঁচাতে করলেন এই কাজ !! 2

সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে একটি চেয়ারে বসে রয়েছেন ধোনি(MS Dhoni)। চেয়ারের সাথে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে তাঁকে। যাতে কোনোভাবেই পালানো সম্ভব না হয় প্রায় অন্ধকার ঘরে ‘মাহি’কে ঘিরে দাঁড়িয়ে বেশ কয়েকজন। তাদের দাবী ত্রিশ লক্ষ টাকা মুক্তিপণ না দিলে ছাড়া হবে না মাহি’কে। আচমকা এত অর্থ আসবে কোথা থেকে? ঋণ নেবেন বলে মনস্থির করেন ‘মাহি।’ নিরুপায় ধোনি ফোন্ করতে থাকেন বিভিন্ন ব্যাঙ্ক এবং ঋণদানকারি প্রতিষ্ঠানগুলিতে। কিন্তু দীর্ঘসূত্রিতা’র জালে তাঁকে জড়াতে ব্যস্ত সবাই। অগত্যা উপায়? মুশকিল আসান হয়ে এগিয়ে এসেছে ‘নাভি’ নামে একটি নতুন অ্যাপ। সেখানে চাওয়ামাত্র’ই পাওয়া যাবে ঋণের সুবিধা, এমনটাই দাবী অ্যাপের তরফ থেকে। উৎকন্ঠার  কোনো কারণ নেই ধোনি ভক্তদের’ও। সত্যি সত্যি নয়, বরং এই অ্যাপের বিজ্ঞাপনের জন্যই ‘অপহৃত’ হয়েছিলেন ভারতের সুপারস্টার অধিনায়ক।

এখানে দেখে নিন সেই ভিডিও’টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *