এশিয়া কাপের ফাইনালে দুরন্ত বোলিং স্পেলে ওডিআই ক্রিকেটে নম্বর ওয়ান বলার হয়ে উঠলেন মোহাম্মদ সিরাজ !! 1

Mohammed Siraj: কিছুদিন আগেই সমাপ্ত হল এশিয়া কাপ অষ্টম বারের জন্য ভারতীয় দল এই কাপ নিজেদের নামে করল। ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরমেন্সের নমুনা দেখিয়েছেন প্রতিটি প্লেয়ার। সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে যেখানে ভারতীয় সিনিয়র দল বিশ্রামে ছিল ওই ম্যাচটিকে বাদ দিলে ভারতীয় দল প্রতিটি ম্যাচেই অসাধারণ পারফরমেন্স দিয়ে এশিয়া কাপ জিতে নেয়। তবে মেগা ফাইনালের কথা বলতে গেলে, ফাইনালে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মুখ থুবড়ে পড়েছিল মিয়া ম্যাজিকের (Mohammed Siraj) সামনে। শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সিরাজ ও শ্রীলঙ্কা ৫০ রানেই মিটমাট হয়ে যায়।

Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad 

শীর্ষ স্থানে পৌঁছে গেল সিরাজ

Mohammed Siraj, world cup 2023
Mohammed Siraj | Image: Getty Images

ম্যাচের সেরাও হন সিরাজ। সেরা হওয়ার পর এবার আইসিসির সেরা বলার হয়ে গেলেন ২৯ বছরের এই বোলারের। এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নেওয়ায় রেটিং পয়েন্ট বেড়েছে সিরাজের এবং এক লাফে শীর্ষে উঠে পড়েছেন তিনি। আপাতত তালিকায় শীর্ষে থাকা সিরাজের পয়েন্ট হলো ৬৯৪। ২০২২ সালের অক্টোবর মাস থেকে শুরু করে তিনি ১৯ টি ওডিআই ম্যাচ খেলে ১৫.২২ গড়ে ৪০ টি উইকেট নিয়েছেন তিনি। গতবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই  সিরিজ খেলার সময় সিরাজ এক নম্বর বলার  হয়েছিলেন। আবার তিনি এই স্থান দখল করে নিলেন। সিরাজের পয়েন্ট বাড়ার সাথে সাথে অজি পেসার জস হ্যাজলউডের পয়েন্ট কমে ৬৭৮ হয়েছে এবং তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তিন নম্বরে উঠে এসেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। তাঁর পয়েন্ট ৬৭৭।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

তালিকায় ভারতীয়দের আলোড়ন

Icc ranking, mohammed siraj
Indian Cricket Team | Image: Getty Images

পেসারদের পর তালিকায় রয়েছেন দুই স্পিনার। আফগান দলের দুই ম্যাচ উইনার মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman) ও রশিদ খান (Rashid Khan) ৬৫৭ ও ৬৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। সিরাজের পর ভারতীয় বোলারদের মধ্যে এশিয়া কাপের সেরা কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ৬৩৮ পয়েন্ট নিয়ে কুলদীপ নবম স্থানে রয়েছেন তিনি। পাশাপাশি, চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ৫৫৫ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে রয়েছেন। ব্যাটসম্যানদের কথা বলতে গেলে ৮৫৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের বাবর আজম প্রথম স্থানে রয়েছেন। তবে, দ্বিতীয় স্থানে ৮১৪ পায়েন্ট নিয়ে উঠে এসেছেন শুভমান গিল (Shubman Gill)। পাশাপাশি, তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বিরাট কোহলি ও দশম স্থানে রয়েছেন রোহিত শর্মা।

Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur 

Read More: World Cup 2023: বিশ্বকাপে এন্ট্রি নিলেন চাহাল, এই নতুন ভূমিকায় আসবে নজর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *