“ক্রিকেট তো আর থেমে থাকে না…” রায়পুরে ম্যাচ জিতিয়ে জসপ্রীত বুমরাহ’র ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি!! 1

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি গতকাল খেলা হলো রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের ৫০তম একদিনের ক্রিকেট ভেন্যু হিসেবে পথচলা শুরু করলো ছত্তীশগড়ের এই স্টেডিয়াম। নয়া স্টেডিয়ামের প্রথম ম্যাচটি জয় দিয়েই স্মরণীয় করে রাখলেন ভারতের ক্রিকেটাররা। প্রথম ম্যাচে হায়দ্রাবাদে কষ্টার্জিত জয় পেয়েছিলো ভারত। তবে দ্বিতীয় ম্যাচে মহম্মদ শামি, সিরাজদের সৌজন্যে নিউজিল্যান্ডকে হারাতে বিশেষ ঘাম ঝরাতে হলো না ‘টিম ইন্ডিয়া’কে। টসে জিতে ব্যাটিং নয়, বরং বোলিং বেছে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে ভারত। রায়পুরের পিচে সফল মহম্মদ সিরাজ (Mohammed Siraj), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) থেকে দলের বোলিং আক্রমণের সকলেই। ছন্দে না থাকায় বেশ কিছুদিন ভারতীয় দলে মহম্মদ শামির (Mohammed Shami) সুযোগ পাওয়া নিয়ে চর্চা চলছিলো। নিন্দুকদের মুখ বন্ধ করে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিলেন বাংলা পেসার। মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে শামি’ই কিউই ব্যাটিং-এর মেরুদণ্ডে আঘাত করেন। ভারত ৮ উইকেটে জেতার পর ম্যাচের সেরাও বেছে নেয়ে হয় শামি’কে। ম্যাচ জিতিয়ে মহম্মদ শামি’র মুখ থেকে শোনা গেলো তাঁর বোলিং পার্টনার জসপ্রীত বুমরাহ’র কথা। চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে বুমরাহ (Jasprit Bumrah)। বাইশ গজে বুমরাহ’র ভবিষ্যৎ কি, তা নিয়ে মুখ খুললেন শামি।

চোট পেয়ে ক্রিকেট থেকে দূরে রয়েছেন বুমরাহ-

Jasprit Bumrah | image: twitter
Jasprit Bumrah is currently out of the Indian squad due to an injury

পিঠের চোটে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টি-২০ বিশ্বকাপের দলে প্রাথমিকভাবে তাঁকে রাখা হলেও শেষ মুহূর্তে বাদ দিতে হয় বুমরাহ’কে। পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেন মহম্মদ শামি (Mohammed Shami)। প্রতিযোগিতায় দলের সেরা পেস অস্ত্রের অভাব অবুভব করেছিলো ভারতীয় দল। তারপর নিউজিল্যান্ড সফরেও খেলতে পারেন নি তিনি। প্রাথমিকভাবে মনে করা হয়েছিলো ২০২২ এর শেষের দিকে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের এবং টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজে প্রত্যাবর্তন ঘটাবেন ডান হাতি পেসার। কিন্তু টাইগার্সদের বিরুদ্ধেও দেখা যায় নি বুমরাহকে। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ তে না হলেও একদিনের ক্রিকেট দলে তাঁর নাম ঘোষণা করে ভারতীয় বোর্ড। কিন্তু ম্যাচ শুরুর একদম আগে জানিয়ে দেওয়া হয় এক্ষুণি ফেরা হচ্ছে না তাঁর। চোট পাওয়ার পর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (NCA) বা এনসিএ’তে রিহ্যাব চলছিলো বুমরাহ’র (Jasprit Bumrah)। তাঁদের অনুরোধেই নাকি বুমরাহকে আরও কিছুদিন ফিট হতে সময় দেওয়া হচ্ছে। দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না তিনি। নেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও। বল হাতে অনুশীলন শুরু করেছেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছে যে হয় অজিদের বিপক্ষে শেষ দুই টেস্টে বা একদম আইপিএলের মঞ্চে কামব্যাক করতে পারেন জসপ্রীত বুমরাহ।

সতীর্থের ভবিষ্যৎ সম্পর্কে মুখ খুললেন মহম্মদ শামি-

Shami and Bumrah | image: twitter
Mohammed Shami talked about teammate Jasprit Bumrah in a press conference

কথায় বলে ফাস্ট বোলারস হান্ট ইন পেয়ারস। অর্থাৎ ফাস্ট বোলাররা জুটিতে উইকেট নেন। মার্শাল-হোল্ডিং, ওয়াকার-ওয়াসিম, অ্যান্ডারসন-ব্রডের মত বহু ফাস্ট বোলার জুটিকে পাওয়া যাবে বিশ্ব ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে। তেমনই শামি (Mohammed Shami) এবং বুমরাহ (Jasprit Bumrah)। দেশের মাটিতে হোক বা বিদেশের পিচে, একসাথে দুরন্ত বোলিং করে দুজনে বহু ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছেন। শনিবারের ম্যাচের সেরা মহম্মদ শামি যখন ম্যাচ জিতিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তখন সংবাদমাধ্যমের এক প্রতিনিধি তাঁকে জিজ্ঞাসা করেন যে তিনি নিজের বোলিং পার্টনার বুমরাহ’কে ‘মিস’ করছেন কিনা। জবাবে শামি (Mohammed Shami) বলেন্‌ “দেখুন ভালো খেলোয়াড়দের অভাব তো সবসময় অনুভূত হয়, কিন্তু একজন চোট পেলে তার জন্য তো আর খেলা থেমে থাকে না। বুমরাহ’র অভাব অবশ্যই অনুভব করছি। ও একজন অসাধারণ খেলোয়াড়।” এরপর সাংবাদিকদের তরফ থেকে শামিকে জিজ্ঞাসা করা হয় বুমরাহ’র (Jasprit Bumrah) ভবিষ্যের ব্যাপারে। কবে মাঠে ফিরতে পারবেন ভারতের পেস অস্ত্র? নিশ্চিত করে বলতে পারছেন না রায়পুর ম্যাচের নায়ক। শুধু জানিয়েছেন, “আমরা শুধু প্রার্থনা করতে পারি যে বুমরাহ দ্রুত দলে যোগ দিক। ও যোগ দিলে আমাদের দল আরও শক্তিশালী হয়ে উঠবে। বুমরাহ নিজের ফিটনেস সমস্যা কাটিয়ে দ্রুত দলের সাথে যোগ দিক, সেই প্রচেষ্টাই জারি রয়েছে।” জসপ্রীত বুমরাহ’র অনুপস্থিতিতে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন মহম্মদ সিরাজ। হায়দ্রাবাদী তারকার উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মুখে।

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *