কেরালার হয়ে সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সকলের নজর কেড়ে নিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। কেরালার এই তরুণ ব্যাটসম্যান তারকা খচিত মুম্বইয়ের বিরুদ্ধে বিশাল রান তাড়া করতে গিয়ে মাত্র ৩৭ বলে শতরান হাঁকিয়েছিলেন। আর তার পর থেকেই অনেকে মনে করেছিলেন, এবারের নিলামে বেশ ভালো দাম পাবেন কেরালার এই ক্রিকেটার।
কিন্তু মহম্মদ আজহারউদ্দিনকে একেবারে বেস দামেই কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এর জেরে নিজেদের দুরন্ত ব্যাটিংকে আরও কিছুটা শক্তিশালী করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বেশ কয়েকটি সাক্ষাৎকারে আজহারউদ্দিন জানিয়ছিলেন যে তার স্বপ্ন পূরণের তালিকায় রয়েছে আইপিএল খেলা। আর সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে কেরালার এই তরুণের।
কেরালার হয়ে ২৪টি টি২০ ম্যাচ খেলেছেন মহম্মদ আজহারউদ্দিন, যেখানে ৪৫১ রান করেছেন তিনি। কিন্তু নজরকাড়া বিষয় হল তার স্ট্রাইক রেট, ১৪২ এর স্ট্রাইক রেটে ব্যাট করেন ২৬ বছরের এই ক্রিকেটার।