ভুল বসত বুমরাহকে ছাঁটাই করলো মুম্বই ইন্ডিয়ান্স, ম্যানেজমেন্টের মাথায় পড়লো বাজ !! 1

২০২৪ সালের আইপিএলে সিজিন জুড়ে চর্চায় ছিল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আইপিএল ২০২৪ শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক বদলের পর বদলে যায় মুম্বই ইন্ডিয়ান্স দলের রূপরেখা। গত আইপিএলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২৪ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স নজরকারা না হলেও আগামী মৌসুমে পুনরায় দল গঠনে আবার মুম্বাই ইন্ডিয়ান্সকে পুরনো ছন্দে দেখা যেতে পারে। সদ্য প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করেছে। সূত্রের খবর অনুযায়ী, রোহিতের উপরে পুনরায় আত্মবিশ্বাস দেখাতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যে কারণে MI টিম ম্যানেজমেন্ট পুনরায় রোহিত শর্মাকে মুম্বাই দলের অধিনায়কত্ব তুলে দিতে পারে।

রোহিতকে অধিনায়ক বানাবে মুম্বই

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

একটি সূত্রের খবর দাবি জানাচ্ছে যে বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা পুনরায় মুম্বাই ইন্ডিয়ান্স দলের দায়িত্ব নেবেন। ইতিমধ্যেই সংবাদমাধ্যমে তিনি আইপিএলে আরও কয়েকটি ট্রফি জেতার জন্য লড়াই চালাবেন বলে ঘোষণাও করেছেন। প্রসঙ্গত, মুম্বাই ইন্ডিয়ান্স তাদের সেরা চার জন খেলোয়াড় কে ধরে রাখতে দ্বিধায় পড়েছে। কারণ রোহিত শর্মা হচ্ছেন ভারতীয় দলের কিংবদন্তি খেলোয়াড় তাকে ধরে রাখতে গেলে মুম্বাইকে তাদের সব থেকে বেশি টাকা খরচা করতে হবে। অন্যদিকে এখন টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তাকেও ধরে রাখতে বেশ মোটা টাকা খরচা করতে হবে মুম্বাই পল্টনকে।

অন্যদিকে হার্দিক পান্ডিয়া যিনি একজন তুখোড় অলরাউন্ডার তাকে গত মৌসুমে প্রায় ১৫ কোটি টাকা দিয়ে গুজরাট টাইটান্স থেকে কিনে নেয় MI পল্টন। আর এই ৩ কিংবদন্তি খেলোয়াড়কে রিটেন করতে গিয়ে আর এক কিংবদন্তি পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) রিটেন করতে ভুলেই যাবে মুম্বাই টিম ম্যানেজমেন্ট। গত মৌসুমে বেশ কয়েকটি খবর সামনে এসেছিল, জানা গিয়েছিল হার্দিক অধিনায়ক হওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুম দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল।

বুমরাহকে রিটেন করবে না MI

Rohit Sharma and Jasprit Bumrah, ipl 2025
Rohit Sharma and Jasprit Bumrah | Image: Getty Images

একদিকে রোহিত শর্মার পক্ষে বেশ কয়েকজন সঙ্গ দিয়েছিলেন তো অন্যদিকে বেশ কয়েকজন খেলোয়াড় হার্দিক পান্ডিয়ার দোসর হয়ে উঠেছিলেন। তবে আসন্ন আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্স দল কোন চারজন খেলোয়াড়কে ধরে রাখবে সে নিয়ে রয়েছে প্রশ্ন। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম বড় ম্যাচ উইনার হলেন বুমরাহ, তিনি মোট ১৩৩টি আইপিএল ম্যাচ খেলেছেন ও ১৬৫ টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। পাশাপশি, ওভার পিছু কেবলমাত্র ৭.৩ রান করে দিয়েছেন। তাছাড়া পাঁচ উইকেট নিয়েছেন দুইবার। তার এই তুখর পারফরমেন্সের পরেও তাকে দলছুট হতে দেবে না ফ্রাঞ্চাইজি।

Read Also: আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব, মাথায় হাত MI ম্যানেজমেন্টের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *