World Cup 2023: ক্রিকেটপ্রিয় দেশ ভারতবর্ষ। আপাতত আগামী এশিয়া কাপ এবং বিশ্বকাপে (ICC World Cup) জাতীয় দলের সাফল্য চাইছেন দেশের ১৪০ কোটি জনতা। ২০১৮ সালের পর এশিয়া কাপ জেতে নি ভারত। বিশ্বকাপের জন্য অপেক্ষার আরও বেশী দিনের। ২০১১ সালে শেষবার নিজেদের নামের পাশে বিশ্বজয়ীর তকমা লাগাতে সক্ষম হয়েছিলো ‘মেন ইন ব্লু।’ তারপর ২০১৫ এবং ২০১৯ সালে অন্যতম ‘ফেভারিট’ হিসেবে শুরু করলেও সেমিফাইনালেই থেমেছে ভারতের দৌড়। ২০২৫তে অস্ট্রেলিয়া এবং ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। সেই ব্যর্থতার স্মৃতিকে পিছনে ফেলে এসে ২০২৩ সালে সাফল্যের নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)।
৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ (ICC World Cup)। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, চেন্নাইয়ের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এখন থেকেই সেই ম্যাচের উত্তাপ অনুভব করা যাচ্ছে ক্রিকেটমহলের অন্দরে উঁকি মারলেই। এছাড়া ১৪ তারিখের পাকিস্তান ম্যাচ নিয়েও দিনরাত চলছে জল্পনা-কল্পনা। ক্রিকেটজ্বরে আক্রান্ত দেশে আজকের দিনটা অবশ্য ব্যতিক্রম। আজ ক্রিকেট নয়, দেশের জনগণের চোখ চাঁদের দিকে। প্রথম দেশ হিসেবে ভারত আজ সম্ভব করেছে অসম্ভবকে। সোভিয়েত রাশিয়া, আমেরিকা, চীন-জাপানের মহাকাশ গবেষণা সংস্থা যা করতে পারে নি, সেটাই করে দেখিয়েছে ভারতের ইসরো (ISRO)। পৌঁছেছে চাঁদের দক্ষিণ মেরুতে। চন্দ্রযান-৩-এর সাফল্য উদযাপনে এক ক্রিকেটীয় ট্যুইস্ট জুড়ে দিতে দেখা গেলো মুম্বই ইন্ডিয়ান্সকে (MI)। আইপিএল ফ্র্যাঞ্চাইজির ট্যুইট বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Read More: “দেশের ইতিহাসে অন্যতম সাফল্যের দিন…”, চাঁদের মাটিতে চন্দ্রযান সফট ল্যান্ডিং করতেই উল্লাসে মাতলেন বিরাট-রোহিত’রা !!
ইতিহাস গড়লো ইসরো, চোখ রাখলো টিম ইন্ডিয়া-

বিশ্বজয়ের আগেই ভারতকে মহাবিশ্ব জয়ের স্বাদ এনে দিলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। বুধবার সন্ধ্যে ৬টা ৪ মিনিটে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চাঁদের মাটিতে পা রাখলো ভারতের বিক্রম ল্যান্ডার (Vikram Lander)। সফল হলো চন্দ্রযান-৩ মিশন। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ‘সফট’ ল্যান্ডিং করতে সক্ষম হলো ভারত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন কেবলমাত্র চাঁদের মাটি ছুঁয়েছে। কিন্তু চাঁদের দক্ষিণ মেরু এর আগে জয় পারে নি কেউই। ভারত ২০১৯ সালের চন্দ্রযান-২ মিশনের সময় প্রয়াস করেছিলো। কিন্তু শেষ মুহূর্তে পৃথিবীর সাথে ল্যান্ডারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যর্থ হয় অভিযান। দিনকয়েক আগে রাশিয়ার প্রয়াস ব্যর্থ হয় লুনা-২৫ মহাকাশযান ভেঙে পড়ায়। ২০১৯-এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইসরো (ISRO) সেখানে নয়া ইতিহাস লিখলো।
সঠিক ভাবে ‘সফট ল্যান্ডিং’ সম্পন্ন হওয়ার পরেই দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তা ভেসে আসছে ইসরোর জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) BRICS সম্মেলনে যোগ দিতে রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। তিনি সেখান থেকেই দেশের জনতার উদ্দেশ্যে বার্তা দেন। নাসা (NASA), ইউরোপীয় স্পেস এজেন্সি’র (ESA) তরফ থেকেও এসেছে শুভেচ্ছা এসেছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরাও ট্যুইটবার্তায় মেতেছেন ইসরো বন্দনায়। ব্যতিক্রম নয় ভারতীয় দলও। জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বর্তমানে রয়েছে আয়ারল্যান্ডে। আজ ম্যালাহাইডের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ রয়েছে তাদের। সেখানেও অনুশীলনের ফাঁকে টেলিভিশনের পর্দায় চোখ ছিলো দলের। বিক্রম মাটি ছোঁওয়ার পর হাততালিতে ফেটে পড়েন রিঙ্কু সিং (Rinku Singh), যশস্বী জয়সওয়ালরা।
চন্দ্রযানের মত বিশ্বকাপেও আসবে সাফল্য?

ব্যর্থতায় ভেঙে পড়ার চেয়ে ব্যর্থতাকেই যে সাফল্যের সিঁড়ি বানিয়ে এগিয়ে যাওয়া যায়, তা আজ বুঝিয়ে দিয়েছে ইসরো (ISRO)। ২০১৯-এর ৬ সেপ্টেম্বর মধ্য রাতে যে হৃদয়বিদারক অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয়েছিলো গোটা দেশকে, তার ঠিক চার বছর পর জয় হাসিল করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বুঝিয়ে দিলো কারও থেকে পিছিয়ে নেই তারা। চন্দ্রযান-৩ এর সাফল্যকেই আসন্ন ওডিআই বিশ্বকাপের সাথে মিলিয়ে দেওয়ার প্রয়াস করতে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স’কে (MI)। আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করার কিছু পরেই একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে।
ছবিতে দেখা যাচ্ছে চন্দ্রযান-২ এর ব্যর্থতার পর তৎকালীন ইসরো প্রধান ডঃ কে সিভান’কে (Dr. K Sivan)। ছবিতে হতাশ বিজ্ঞানী রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আলিঙ্গনবদ্ধ। স্পষ্টতই ডঃ সিভানকে স্বান্তনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। পাশে ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মার (Rohit Sharma) হতাশ মুখের একটি ছবি। সেবার ইংল্যান্ডের মাঠে পাঁচটি শতরান করলেও ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেন নি হিটম্যান। দুই ছবির উপরেই লেখা রয়েছে ২০১৯। এর নীচে ডান দিকে রয়েছে বর্তমান ইসরো প্রধান শ্রীধর পানিকর সোমনাথের (S P Somnath) ছবি। গর্বিত মুখে তিনি ঘোষণা করছেন চন্দ্রযান-৩-এর সাফল্যের কথা। পাশের ছবিতে ‘লোডিং’-এর চিহ্ন দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। দুই ছবির উপরেই লেখা ২০২৩। চন্দ্রযানের মতই চার বছর আগের ব্যর্থতা ভুলে ভারতও বিশ্বকাপ (ICC World Cup) জিতবে বলে ইঙ্গিত আইপিএল ফ্র্যাঞ্চাইজির।
দেখে নিন ট্যুইট’টি-
𝗕𝗘𝗟𝗜𝗘𝗩𝗘 🇮🇳#OneFamily #Chandrayaan_3 #Ch3 #Chandrayaan3 #VikramLander pic.twitter.com/kU9InzTlD4
— Mumbai Indians (@mipaltan) August 23, 2023