আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু খেলা চলাকালীনই পিঠে চোট পান তিনি। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান ‘বালজিং ডিস্ক’-এর সমস্যা রয়েছে তাঁর। অস্ত্রোপচারের পরামর্শও দেওয়া হয়েছিলো শ্রেয়সকে (Shreyas Iyer)। আইপিএলে অংশ নেওয়ার পরিকল্পনা থাকায় অস্ত্রোপচার এড়ানোর কথা ভেবেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার। তবে শেষ অব্ধি বিকল্প চিকিৎসা পদ্ধতিতে কাজ না হওয়ায় শল্য চিকিৎসার পথেই হাঁটতে হয় তাঁকে। লন্ডনে অস্ত্রোপচারের পর এখন রিহ্যাব চলছে শ্রেয়সের (Shreyas Iyer)। মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন তিনি।
চোটের কারনে আইপিএল খেলা হয় নি শ্রেয়সের (Shreyas Iyer)। খেলতে পারেন নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। আসন্ন এশিয়া কাপকে পাখির চোখ করে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন তিনি। সম্প্রতি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) তাঁকে দেখা গিয়েছে রিহ্যাব করতে। ক্রিকেট থেকে আপাতত দূরে থাকলেও ফুরফুরে মেজাজেই রয়েছেন শ্রেয়স। তার প্রতিফলন দেখা গেলো এক ভাইরাল ভিডিওতে। সতীর্থদের সঙ্গী করে গলা ছেড়ে গান গাইতে শোনা গেলো তাঁকে। শ্রেয়সের গান ভাইরাল হওয়ার পর আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) প্রতিক্রিয়া ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
Read More: World Cup 2023: পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই বড় শর্ত মানতে হল আইসিসি’কে, এবার ভারতের হল বড় ক্ষতি !!
চোট সারিয়ে ফেরার পথে একাধিক ক্রিকেটার-
কেবল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) নয়, বর্তমানে ভারতীয় দলের একাধিক ক্রিকেটার চোটের কারনে বাইশ গজ থেকে দূরে রয়েছেন। গত বছরের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় আহত ঋষভ পন্থকেও (Rishabh Pant) অস্ত্রোপচার করাতে হয়েছিলো হাঁটুতে। দীর্ঘসময় ক্রাচের সাহায্য নিয়ে হাঁটতে হচ্ছিলো তাঁকে। বর্তমানে কোনো অবলম্বন ছাড়াই হাঁটতে পারছেন তিনি। কবে মাঠে ফিরতে পারবেন সে সম্পর্কে নিশ্চিত নন চিকিৎসকেরা। এশিয়া কাপের আগে শ্রেয়স আইয়ার মাঠে ফেরার প্রচেষ্টায় থাকলেও বিশেষ আশার বাণী শোনাতে পারছেন না এনসিএ-র চিকিৎসকেরা। শোনা যাচ্ছে বেঙ্গালুরুতেও ইঞ্জেকশন নিতে হয়েছে তাঁকে।
পিঠের সমস্যায় দীর্ঘ সময় মাঠের বাইরে জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah)। গত বছরের এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ এবং এই বছরের আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি মাঠে নামতে পারেন নি। নিউজিল্যান্ডে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। রিহ্যাব চলছে তাঁরও। সব কিছু ঠিকঠাক থাকলে অগস্টের মাঝামাঝি বা সেপ্টেম্বরের শুরুতে ম্যাচ ফিট হয়ে যাবেন তিনি। এশিয়া কাপে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। আইপিএল চলাকালীন চোট পান কে এল রাহুলও (KL Rahul)। লন্ডনে থাইয়ের অপারেশন হয় তাঁর। এশিয়া কাপকে সামনে রেখে ফেরার প্রচেষ্টায় তিনিও। বিশ্বকাপে ভারতের বড় বাজি হয়ে উঠতে পারেন বুমরাহ ও রাহুল।
শ্রেয়সের ‘গানের গুঁতো’ইয় কাহিল লক্ষ্ণৌ ফ্র্যঞ্চাইজি-
কথায় আছে ‘যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন।’ তেমনই নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর সোশ্যাল মিডিয়ায় রাখতে চেয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । রিহ্যাবের ফাঁকে সতীর্থদের নিয়ে গানের আসর বসিয়েছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্স (KKR) অধিনায়কের গলায় শোনা গেলো জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের (Kailash Kher) গাওয়া ‘সাঁইয়া’ গানটি। বর্তমানে ইন্সটাগ্রামে ‘ট্রেন্ডিং’ এই গানটি শ্রেয়স গাইতে শুরু করেন। তাল মেলান আশেপাশে বসে থাকা সতীর্থরাও। তবে ক্রিকেটার হিসেবে তিনি যতটা দড়, গায়ক হিসেবে যে তার ধারেকাছেও না তা বোঝা গেলো গান শুনেই। সুরের ছিঁটেফোঁটাও ছিলো না তাঁর গায়কীতে।
শ্রেয়সের গান দিল্লী থেকে বর্মা পাড়ি না দিক, লক্ষ্ণৌ অবধি যে পাড়ি দিয়েছে তা দিব্যি বোঝা গেলো। তাঁর ‘গানের গুঁতো’য় কাহিল হয়ে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (Shreyas Iyer) ফ্র্যাঞ্চাইজিকে ক্ষমা প্রার্থনা করতে দেখা গেলো কৈলাশ খেরের কাছে। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের এই পোস্টটি। প্রায় ৬৬ হাজার বার ভিডিওটি দেখেছেন ক্রিকেট অনুরাগীরা। ‘লাইক’-এর সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার।
দেখুন সেই ভিডিওটি-
We’re sorry, Kailash Kher 😅 pic.twitter.com/U88ueEaRkd
— Lucknow Super Giants (@LucknowIPL) June 26, 2023