জমে উঠেছে লিজেন্ডস লিগ ক্রিকেট (LLC 2023)। প্রতিটা ম্যাচই যেন উত্তেজনায় ভরপুর। শনিবার ইন্ডিয়া মহারাজা দল মুখোমুখি হয়েছে ওয়ার্ল্ড জায়েন্টসের। ইন্ডিয়া মাহারাজা দল এ দিন হরভজন সিং এবং প্রবীণ তাম্বের পারফরমেন্সের ওপর ভর করে নজর কাড়ে। এই দু’জনের জন্য একটি লড়াকু পারফরমেন্সের পর ভারতীয় মহারাজাদের সামনে এখন ১৬৭ রানের লক্ষ্য। অ্যারন ফিঞ্চ এবং শেন ওয়াটসন প্রথম দিকে ভারতীয় বোলিংকে ধ্বংস করে দেন। তবে ভাজ্জি এবং তাম্বে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন। ফিঞ্চ ৩১ বলে ৫৩ এবং ওয়াটসন ৩২ বলে ৫৫ রান করেন। হরভজন ৪/১৩ এবং তাম্বে ২/১৭ নিয়ে নজর কাড়েন।
এ দিন, ওয়ার্ল্ড জায়েন্টসের ব্যাটসম্যানদের সামনে কিছুটা কুঁকড়ে যায় ভারতীয় বোলিং। ফিঞ্চ-ওয়াটসনদের দাপটে বড় রান গড়ার দিকে এগিয়ে যায় তারা। তবে এর মধ্যে বুড়ো হারে ভেল্কি দেখান হরভজন সিং। তিনি যেভাবে এলবিডব্লু করে রস টেলরকে প্যাভিলিয়নে ফেরালেন তা এক কথায় অসাধারণ।
দেখে নিন সেই ভিডিও:
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) March 11, 2023