“আমি তো কেবল ৭১তম চেয়েছিলাম, কিন্তু…” বিশেষ দিনে বিরাট কোহলি ভক্তের পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 1

ব্যাট হাতে চেনা ছন্দে ফিরেছেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে গত বছরের শেষ একদিনের ম্যাচে শতরান করেই ইঙ্গিত দিয়েছিলেন ফর্মে ফেরার। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের ব্যাটে রানের বন্যা জানান দিলো ‘কিং কোহলি’র প্রত্যাবর্তনের। তিন ম্যাচের প্রথমটি ছিলো গুয়াহাটিতে। বর্ষাপাড়া স্টেডিয়ামে বিরাটের ব্যাট থেকে আসে ১১৩ রান। কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচে ৪ রান করে ফিরতে হলেও তৃতীয় একদিনের ম্যাচে ফের একবার জ্বলে ওঠেন কোহলি। ১১০ বলে ১৬৬* রানের চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি। বিরাটের (Virat Kohli) ব্যাটিং বিক্রম থেকে স্পষ্ট যে একদিনের বিশ্বকাপে ফের একবার নিজের জাত চেনাতে পুরোপুরি তৈরি তিনি। কঠিন সময় কাটিয়ে বিরাটকে চেনা ছন্দে দেখে মোহিত ভারতীয় ক্রিকেটের অনুরাগীরা। এই ছন্দ যেন ধরে রাখেন কোহলি। সেই প্রার্থনাই এখন চলছে দেশ জুড়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস যেদিন খেললেন ‘কিং কোহলি,’ সেইদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর এক একনিষ্ঠ ভক্তের পোস্ট। ক্রিকেট মাঠে শুধুমাত্র ভারতকে জেতালেন না সেদিন বিরাট (Virat Kohli), এক ভক্তকে কথা রাখতেও সাহায্য করলেন। একই সাথে উপরি পাওনা হিসেবে দিলেন বিশেষ উপহার।

আগুনে ফর্মে থাকা বিরাটের সামনে নয়া রেকর্ডের হাতছানি-

Virat Kohli | image: twitter
Virat Kohli can break Sachin Tendulkar’s record of most ODI centuries

২০১৯ থেকে প্রায় ৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো শতরান আসে নি বিরাটের (Virat Kohli) ব্যাটে। অনেকেই মনে করেছিলো ফুরিয়ে গিয়েছেন বিরাট কোহলি। কিন্তু সকল নিন্দুকের মুখ বন্ধ করে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ শতরান করে সেঞ্চুরির খরা কাটান বিরাট। তারপর থেকে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ খেলছেন তিনি। বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে শতরান করেছিলেন। তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে জোড়া সেঞ্চুরি। ৩ ইনিংসে ১৪১.৫০ ব্যাটিং গড় ও ১৩৭.৩৭ স্ট্রাইক রেটে করেছেন ২৮৩ রান। চার একদিনের ইনিংসে এসেছে ৩ শতরান। আগুনে ফর্মে রয়েছেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া শতরানের পর ODI-তে বিরাটের শতকের সংখ্যা এখন ৪৬। সামনে কেবল শচীন তেন্ডুলকর। একদিনের খেলায় তাঁর শতরানের সংখ্যা ৪৯। মাত্র তিন ধাপ দূরে রয়েছেন আধুনিক ক্রিকেটের শ্রেষ্ঠতম ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে এখন ৭৪টি শতরান রয়েছে বিরাটের (Virat Kohli)। পন্টিং’কে টপকে আগেই দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক শতরানের মালিক হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের পর সেটাকে আরও খানিকটা পাকাপোক্ত করে নিলেন। বিরাটের সামনে রয়েছেন ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। নিজের ২৪ বছর ব্যাপী ক্রিকেট জীবনে ১০০ বার শতরানের গণ্ডী পেরিয়েছিলেন শচীন। তাঁকে ছোঁয়ার জন্য আর ২৬টি শতরান লাগবে বিরাটের। আরও ৫-৬ বছর খেললে অসম্ভব নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ভক্তের বিশেষ দিনে বিশেষ উপহার দিলেন ‘কিং কোহলি’-

Virat Kohli | image: twitter
Virat Kohli gave a special gift to his fan on his wedding day

২০১৯ এর পর থেকে যখন ব্যাটে রান আসছিলো না বিরাটের (Virat Kohli) তখনও তাঁর পাশে ছিলেন ফ্যানেরাই। নিন্দুকদের একটানা সমালোচনার দাঁত নখ ভোঁতা করে প্রিয় তারকাকে তাঁর উচ্চাসন থেকে একচুল নড়তে দেন নি ভক্তেরা। তেমনই একজন একনিষ্ঠ বিরাট কোহলি ভক্ত আমন আগরওয়াল (Aman Agarwal) । কিছুদিন আগে ক্রিকেট মাঠে আমনের হাতে ধরা একটি পোস্টার নজরে পড়েছিলো সকলের। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ‘পিঙ্ক বল’ টেস্টে কেরিয়ারের ৭০তম শতরানের পর তিন অঙ্কের রানে পৌঁছাতে পারছিলেন না কোহলি। শতরান খরায় ভুগতে থাকা বিরাটের (Virat Kohli) উদ্দেশ্যে তাঁর ভক্তের আর্জি ছিলো যে যত দিন না নিজের ৭১তম শতরান করছেন কোহলি, তিনি বিয়েই করবেন না। গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচে শতরান করে ৭১-এ পৌঁছান কোহলি। আর তিরুঅনন্তপুরমে গত রবিবার করলেন নিজের ৭৪তম শতরানটি। সেদিনই আরও একবার ভাইরাল হলো আমন আগওয়ালের (Aman Agarwal)  ট্যুইটার পোস্ট। বিরাট ৭১তম শতরান করায় বিয়ের পিঁড়িতে বসতে আর কোনো বাধা ছিলো না আমনের। সেই কথা উল্লেখ করে তিনি  পাশাপাশি দুটি ছবি পোস্ট করেন। একটিতে তাঁর হাতে রয়েছে সেই দিনের পোস্টার। আর পাশের দিনে বর বেশে দাঁড়িয়ে আমন। রবিবারই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। আমন (Aman Agarwal) ক্যাপশনে লেখেন, “আমি তো কেবল ৭১তম শতরান চেয়েছিলাম। বিয়ের দিনে ৭৪তম বিরাট আমায় উপহার দিলেন।” রীতিমত ভাইরাল হয়ে যায় আমনের এই পোস্টটি। ট্যুইটারে দশ লক্ষের বেশী মানুষ দেখে ফেলেছেন সেটি।

দেখে নিন সেই ট্যুইটটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *