‘নকল হইতে সাবধান !’ ‘বিরাট’ বেশে পসরা সাজিয়েছেন অন্য কেউ? বিরক্ত কোহলি ক্ষোভ উগড়ে দিলেন ইন্সটাগ্রামে !! 1

টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli)।  অস্ট্রেলিয়াতে ব্যাটে রান এসেছে তাঁর। সাদা বলের ক্রিকেট’কে সাময়িক পিছনের সিটে রেখে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে বাইশ গজে ফিরবেন তিনি। তবে ক্রিকেট মাঠে ধুন্ধুমার ব্যাটিং আর মাঠের বাইরে নিজের ফিটনেস চর্চার জন্য প্রায়ই সমাজমাধ্যমে আলোচনায় থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক, আজ খবরের শিরোনামে এসেছেন একদম অন্য কারণে। বলা ভালো বিরাট নয়, বরং খবরের শিরোনামে হুবহু তাঁর’ই মত দেখতে এক ব্যক্তি। নিজেকে বিরাট বলে ভক্তের সাথে সেলফি’ও তুলেছে সে। ইন্সটাগ্রামের মাধ্যমে এই নকল বিরাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেছেন ভারতের ক্রিকেটনক্ষত্র।

কোহলি’র নাম ভাঙিয়ে পসরা সাজালেন ব্যক্তি-

impersonator | image: Instagram
Virat Kohli took to his Instagram to complain about someone misusing his identity.

সুকুমার রায়ের ‘গোঁফ চুরি’ কবিতা মনে আছে? সেখানে হেড অফিসের বড়বাবু লোক’টি এমনিতে শান্ত হলেও ‘গোঁফ চুরি’ গিয়েছে বলে প্রায় ক্ষেপে উঠেছিলেন তিনি। আর এক্ষেত্রে একেবারে পরিচয়টাই বেমালুম খোয়া গেলো ক্রিকেট নক্ষত্র কোহলির (Virat Kohli)? চুপ করে বসে থাকা কি সম্ভব? বসে থাকেন নি বিরাট’ও। মুম্বইয়ের লিঙ্কিং রোডে গতকাল অবিকল বিরাটের মত এক ব্যক্তি’কে ‘পুমা’ (PUMA) কোম্পানি’র সামগ্রী বিক্রি করতে দেখা যায়। হুবহু এক মুখের ছাঁচ, দাড়িও একই স্টাইলে ট্রিম করা সেই ব্যক্তি’র। স্বভাবতই তাঁকে বিরাট (Virat Kohli) ভেবে ভুল করেন অনেকে। অনেক ভক্ত’কে দেখা যায় সেই ব্যক্তির সাথে দাঁড়িয়ে ছবিও তুলতে। বিষয়টি নজরে আসে স্বয়ং কোহলি’র। আমেরিকান টিভি শো দ্য অফিস-এ একটি লাইন ছিলো, “আইডেন্টিটি থেফট ইজ নট আ জোক জিম…”, বিষয়টিকে মজা হিসেবে নেন নি কোহলি’ও। সটান পুমা’কে (PUMA) ট্যাগ করে একটি ইন্সটাগ্রাম স্টোরি দেন তিনি। তাতে লেখেন, “কেউ একজন নিজেকে আমি বলে পরিচয় দিয়ে মুম্বইয়ের লিঙ্কিং রোডে ‘পুমা’র সামগ্রী বিক্রি করছে। বিষয়টি দেখার অনুরোধ রইলো।” বিরাটের ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ২২৪ মিলিয়ন। মুহূর্তে চাউর হয়ে যায় খবর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *