IPL Final: সুরে-তালে জমজমাট সমাপ্তি অনুষ্ঠান, বৃষ্টির বিভীষিকাকে পিছনে ফেলে দুরন্ত ক্রিকেটের অপেক্ষায় দর্শকেরা !! 1

IPL Final: গত ৩১শে মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়েছিলো আইপিএলের ষোড়শ মরসুম। প্রায় দুই মাসের ব্যাট-বলের লড়াই শেষে ফের একবার আহমেদাবাদেই ফিরেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটমাঠে আজ যবনিকা পড়তে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের। গুজরাত বনাম চেন্নাই ম্যাচ দিয়ে মরসুম শুরু হয়েছিলো, আজকের ফাইনালেও মুখোমুখি সেই একই দুই দল। যেন বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে আহমেদাবাদের মাঠে। সূচী অনুযায়ী ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো গতকাল। কিন্তু অবিরাম বৃষ্টিতে এক বলও ক্রিকেট সম্ভব হয় নি রবিবার। ফলে বাধ্য হয়েই রিজার্ভ ডে’তে সরাতে হয়েছে খেলা। রবিবারের বদলে খেতাবী লড়াই দেখা যাবে সোমবার। তাতে অবশ্য বিন্দু মাত্র কমে নি প্রতিযোগিতার জৌলুস।

কোভিড প্রোটোকলের কারণে গত বেশ কয়েকটা বছর আইপিএলের চাকচিক্য কমেছিলো অনেকটাই। কঠোর বায়ো বাবলের মধ্যে থেকে ম্যাচ খেলতে হচ্ছিলো ক্রিকেটারদের। গ্যালারি রাখা হচ্ছিলো দর্শকশূন্য। এবার দীর্ঘ তিন বছর পর আইপিএল ফিরেছে নিজের ছন্দে। গ্যালারি খুলে দেওয়া হয়েছে অনুরাগীদের জন্য। মাঠে ভীড় জমাচ্ছেন হাজারে হাজারে মানুষ। গলা ফাটাচ্ছেন প্রিয় তারকাদের জন্য। টেলিভিশন বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে নিয়মিত কোটি ছাড়াচ্ছে দর্শকের সংখ্যা। তৈরি হচ্ছে নতুন রেকর্ড। বিনোদন আর ক্রিকেটের ককটেল তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দেশ-বিদেশের মানুষজন। কোভিডভীতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান ও সমাপ্তি অনুষ্ঠানও গিয়েছিলো বাতিলের খাতায়। এবার প্রত্যাবর্তন ঘটছে তারও। মার্চের ৩১ তারিখ আহমেদাবাদে জমকালো এক অনুষ্ঠান দিয়ে সূচনা হয়েছিলো আইপিএলের। বিদায়বেলাতেও আয়োজনে ত্রুটি রাখে নি বিসিসিআই। শেষের বেলাতেও দেখা গেলো তারকা সমারোহ।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

জমজমাট সম্পাতি অনুষ্ঠান আহমেদাবাদে-

IPL Final | King | image: twitter
Famous rapper King performed at the IPL closing ceremony on Monday

আইপিএলের সূচনালগ্নে নরেন্দ্র মোদী স্টেডিয়াম মাতিয়েছিলেন বলিউড ও দক্ষিণী ছবির তারকারা। গানের সুরে ১ লাখ ৩২ হাজার জনতার হৃদয়ে দোলা লাগিয়েছিলেন অরিজিৎ সিং। বর্তমান বলিউডের জনপ্রিয়তম গায়কের গলায় রাবতা, গেরুয়া বে লেহরা দো’র মত গান শুনে সুরের সাগরে ভেসেছিলেন সকলে। স্টেডিয়াম প্রদক্ষিণের সময় মহেন্দ্র সিং ধোনির সামনে অরিজিতের নতমস্তকে প্রণাম জানানোর দৃশ্য এবারের আইপিএলের অন্যতম সেরা ফ্রেম হয়ে রয়ে গিয়েছে। অরিজিৎ ছাড়াও নাচের বিভঙ্গে আসমুদ্র-হিমাচল কাঁপিয়েছিলেন দক্ষিণী সিনেমার দুই তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা। রশ্মিকাতে মুগ্ধ সুনীল গাওস্করকেও দেখা গিয়েছিলো নাচের তালে পা মেলাতে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আজ সমাপ্তি অনুষ্ঠানেও বিনোদনের যোগানে কোনো ঘাটতি রাখছে না বিসিসিআই। শুরুটা করেছিলেন অরিজিৎ সিং। আজ গানের সুরে স্টেডিয়ামের মন জেতার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন জনপ্রিয় র‍্যাপার অর্পণ কুমার। জনতা যাঁকে চেনে ‘কিং’ নামে। সম্প্রতি তাঁর ‘মান মেরি জান’ গানটি সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে। আজ আহমেদাবাদে কিং-এর গলায় ‘মান মেরি জান’-এর সাথে গলা মেলাতে দেখা গেলো ক্রিকেটজনতাকে। বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার আগে গতকালও সমাপ্তি অনুষ্ঠানের খানিকটা সম্পন্ন হয়েছিলো। গতকাল জনপ্রিয় ডিজে নিউক্লিয়ার সুরেও উদ্বেল হতে দেখা গিয়েছিলো আহমেদাবাদকে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *