এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানী। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) সাথে জয়সলমিরে এক জাঁকজমকে পরিপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। হাইভোল্টেজ এই বিয়ে নিয়ে আগ্রহ রয়েছে জনমানসে। বিয়ে উপলক্ষে উপস্থিত ছিলেন ফিল্ম জগতের মহাতারকারা। মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক মুকেশ আম্বানির পরিবারের সঙ্গেও পরিচয় রয়েছে কিয়ারা (Kiara Advani)। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কন্যা ঈশা আম্বানি (Isha Ambani) কিয়ারার বাল্যকালের বন্ধু। দেশের অন্যতম ধনী শিল্পপতির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন রূপোলি পর্দার দুই তারকার বিবাহবাসরে। তবে ক্রিকেটের সঙ্গে কিয়ারার সম্বন্ধ কেবল আম্বানিদের সাথে পরিচয়েই শেষ নয়। ভারতের ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বায়োপিক “MS Dhoni: The Untold Story” সিনেমায় ধোনির ভূমিকায় ছিলেন সুশান্ত সিং রাজপুত। আর তাঁর বিপরীতে ধোনির স্ত্রী সাক্ষীর (Sakhshi Singh Dhoni) ভূমিকায় সেলুলয়েডের পর্দায় দেখা গিয়েছিলো কিয়ারাকে। সিনেমায় কিয়ারার (Kiara Advani) অভিনয় বেশ তারিফ কুড়িয়েছিলো। তিনি যে একজন আদ্যপান্ত ক্রিকেটভক্ত তা বিভিন্ন সাক্ষাৎকারে বহুবার বলেছেন কিয়ারা। জানিয়েছেন নিজের প্রিয় ক্রিকেটারের নামও।
কিয়ারা আদবানীর পছন্দের তালিকায় কোন ক্রিকেটার ?

মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে কাজ করার সময় বহুবার সংবাদমাধ্যম’কে কিয়ারা (Kiara Advani) জানিয়েছিলেন যে আদ্যপান্ত একজন ক্রিকেটভক্ত। ছোটো থেকে বড় হয়ে ওঠার সময় ক্রিকেট অনেকটা সময় জুড়ে ছিলো তাঁর সাথে। ২০১৮ সালে এক ভক্তের প্রশ্নের উত্তরে নিজের প্রিয় ক্রিকেটারদের নাম জানিয়েছিলেন অভিনেত্রী। একজন নয়, বরং দু’জনকে এই তালিকায় রেখেছেন তিনি। সিনেমায় যাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সেই মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) এই তালিকায় রেখেছেন কিয়ারা (Kiara Advani)। পাশাপাশি তাঁর পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) । ছোটোবেলা থেকেই তিনি শচীনভক্ত বলে ট্যুইটবার্তায় লিখেছিলেন কিয়ারা। সমাজমাধ্যমের দেওয়ালে লেখেন, “ছোটোবেলা থেকেই শচীন (তেন্ডুলকর)’কে দেখছি। পাশাপাশি ধোনির বায়োপিকে কাজ করেছি। এই দুজনই আমার প্রিয়।”