IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধেও বন্ধই রইলো জাতীয় দলের দরজা ! বিদায়ের ঘন্টাধ্বনি শুনতে পারছেন এই ভারতীয় ক্রিকেটার !! 1

IND vs SL: নতুন বছরে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ক্রিকেট যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রতিবেশী দেশের বিরুদ্ধে তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ‘টিম ইন্ডিয়া।’ গতকাল দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে BCCI-এর নির্বাচক কমিটি। বরখাস্ত হওয়ার পরেও কাজ চালিয়ে যাচ্ছেন চেতন শর্মা, দেবাশীষ মোহান্তিরাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁরাই বেছে নিয়েছেন দল। টি-২০ সিরিজের দলে নেই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মত সিনিয়র ক্রিকেটাররা। দুই সিরিজ থেকেই বাদ পড়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নানান চমকের মাঝেও ক্রিকেটবোদ্ধাদের নজর এড়ায় নি দীনেশ কার্তিকের (Dinesh Karthik) অনুপস্থিতি। বিগত আইপিএলের পর যেভাবে রকেটের গতিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছিলেন তেমনই উল্কার বেগে তিনি জাতীয় দলের পরিসরের বাইরে চলে গিয়েছেন বলে ধারণ বিশেষজ্ঞদের। টি-২০ বিশ্বকাপের পর আর জাতীয় দলের নীল জার্সিতে দেখা যায় নি ‘ডিকে’কে।

IPL-এ সফল হলেও বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ কার্তিক –

Dinesh Karthik | image: twitter
Dinesh Karthik failed to make his mark at the T20 World Cup in Australia

২০২২ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের জার্সিতে মাঠে নেমেছিলেন ৩৭ বর্ষীয় দীনেশ কার্তিক (Dinesh Karthik)। মরসুমে ‘ফিনিশার’ হিসেবে খেলে ১৬ ম্যাচে ৩৩০ রান করেন তিনি। ব্যাটিং গড় ৫৫। লোয়ার অর্ডারে ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে কার্তিকের ব্যাটিং দেখে জাতীয় দলের হয়ে তাঁকে ফেরানোর দাবী উঠতে থাকে নানান মহলে। জায়গা করে নিয়েছিলেন এশিয়া কাপের দলে। এশিয়া সেরা হওয়ার যুদ্ধে অবশ্য বিশেষ রান আসে নি তাঁর ব্যাট থেকে। তবুও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টি-২০ আন্তর্জাতিক অর্ধশতক করে ফর্মে আছেন বলেই ইঙ্গিত দিয়েছিলেন কার্তিক (Dinesh Karthik)। এমনকি টি-২০ বিশ্বকাপেও উইকেটরক্ষক হিসাবে ভারতের প্রথম পছন্দ ছিলেন তিনিই। টুর্নামেন্ট শুরুর আগে তাঁএক প্রশংসায় ভরিয়েছিলেন অস্ট্রেলীয় কিংবদন্তী রিকি পন্টিং (Ricky Ponting)। সাফল্য অবশ্য দীর্ঘস্থায়ী হয় নি। কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের শুরু থেকেই কার্তিকের ব্যাটে ব্যর্থতার বান ডাকে। একটি ম্যাচেও ‘ফিনিশিং’ তো দূর অস্ত, দশ রানের গণ্ডীও পেরোন নি তিনি। বাধ্য হয়েই জিম্বাবুয়ের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে কার্তিককে (Dinesh Karthik) বাইরে বসিয়ে ঋষভ পন্থকে (Rishabh Pant) সুযোগ দেয় ‘মেন ইন ব্লু।’

টি-২০ বিশ্বকাপের পর থেকে নেই জাতীয় দলে-

Dinesh Karthik | image: twitter
Dinesh Karthik has not played for the Indian Team since T20 World Cup exit

কুড়ি-বিশের বিশ্বকাপে অনেক আশা নিয়ে গিয়েছিলো ভারতীয় দল। দেড় দশক বাদে দ্বিতীয় ট্রফির লক্ষ্যে অভিযান শুরুও করেছিলো দুর্দান্তভাবে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে হার স্বপ্ন চুরমার করে দেয় ১৪০ কোটি ভারতীয়ের। দলের সিনিয়ররা টি-২০’র মত দ্রুতগতির খেলার সাথে মানিয়ে নিতে পারছেন না,এমন অভিযোগ ঊঠতে শুরু করে। পরবর্তী টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চায় ভারতীয় বোর্ড, সংবাদমাধ্যম সূত্রে জানা যায় এমনটাই। তাঁদের পরবর্তী টি-২০ বিশ্বকাপের পরিকল্পনায় যে ভারতের জার্সিতে ৬০ টি-২০ ম্যাচে ৬৮৬ রান করা দীনেশ কার্তিক (Dinesh Karthik) নেই এমন আভাস টি-২০ বিশ্বকাপ শেষেই পাওয়া গিয়েছিলো BCCI সূত্রে। সেই ইঙ্গিত সত্যি হতে দেখা যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দলে কার্তিকের নাম না দেখে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্যও ভাবা হয় নি ‘ডিকে’কে। আর গতকাল শ্রীলঙ্কা সিরিজেও তাঁকে দলে না রেখে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন বোর্ড কর্তারা। জাতীয় দলের সঙ্গে কার্তিকের (Dinesh Karthik) পথচলা যে শেষ তা এখন দিনের আলোর মতই প্রায় পরিষ্কার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *