কার্তিক নয়,বরং নাইটরাইডার্স'কে নেতৃত্ব দিক এই ক্রিকেটার ,চান শ্রীসন্থ 1

ফের ব‍্যার্থ দীনেশ কার্তিক।ব‍্যাট হাতে কলকাতার হয়ে প্রতাশাপূরনে ব‍্যার্থ তিনি।ভারতীয় পেসার শ্রীসন্থ তাকে চাইছেন না কলকাতা নাইট রাইডার্স দলের নেতৃত্বের ভূমিকায় ।তাহলে কাকে চাইছেন তিনি ? আসুন তা জেনে নেওয়া যাক।

দিল্লি ক‍্যাপিটালসের দেওয়া পাহাড় প্রমাণ ২২৯ রানের লক্ষ‍্যমাত্রা চেজ করতে নেমে এদিন ফিকে দেখিয়েছে কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক’কে।এবারের টুর্নামেন্টের শুরু থেকেই একেবারে ছন্দে নেই তিনি।এদিন পাঁচ নম্বরে ব‍্যাটিং করতে নেমে বিশেষ কিছু করে উঠতে পারেনি তিনি।

কার্তিক নয়,বরং নাইটরাইডার্স'কে নেতৃত্ব দিক এই ক্রিকেটার ,চান শ্রীসন্থ 2
আস্কিং রেট যখন দশের উপর ,তখন নাইটদের হয়ে কার্তিকের অবদান ৮ বলে ছয়।টানা তিন ম‍্যাচ ব‍্যাট হাতে দশ রান করতে পারলেন না কার্তিক।গত দুই ম‍্যাচ যথাক্রমে রাজস্থান এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে তার স্কোর ১ এবং ০।

দিল্লির ম‍্যাচে ব‍্যাট হাতে তিনি ব‍্যার্থ হলে ভারতীয় পেসার শ্রীসন্থ টুইট করে জানান ,দীনেশ কার্তিক নয়, বরং কলকাতা নাইট রাইডার্স’কে নেতৃত্ব দিক বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ইওন মর্গ‍্যান।

” আমার মনে হয় ইওন মর্গ‍্যান’কেই নেতৃত্ব দেওয়া উচিত এই কলকাতা দলকে।বিশ্বকাপ জয়ী অধিনায়কের উপর তুলে দেওয়া উচিত দলের দায়িত্ব।আমি আশা করছি কলকাতা ম‍্যানেজমেন্ট এই বিষয়টার দিকে নজর দেবে এবার।সামনের থেকে একজন নেতা নেতৃত্ব দেওয়ার একান্ত প্রয়োজন এই দলের যেমনটা করতে দেখা যায় ধোনি, রোহিত, বিরাটদের”।

কার্তিক নয়,বরং নাইটরাইডার্স'কে নেতৃত্ব দিক এই ক্রিকেটার ,চান শ্রীসন্থ 3
এদিন কলকাতা নাইট রাইডার্স’কে ১৮ রানে হারানোর মধ্যে লিগ টেবিলের শীর্ষে উঠে আসলো দিল্লি ক‍্যাপিটালস।শেষের দিকে কলকাতার হয়ে ব‍্যাট হাতে জ্বলে উঠেছিলো ইওন মর্গ‍্যান (৪৪) এবং রাহুল ত্রিপাঠী (৩৬)।কলকাতা ইনিংস শেষ করে ২১০/৮ এ।পৃথ্বী শাহ এবং শ্রেয়স আইয়ারের ঝোড়ো অর্শশতরানের ইনিংসের সৈজন‍্যে এদিন নাইটদের বিরুদ্ধে ২২৮/৪ এর লক্ষ‍্যমাত্রা রাখে দিল্লি।যা এবারের আইপিএলে সর্বোচ্চ টোটাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *