joginder-sharma-views-on-coach-gambhir

গত ৯ জুলাই টিম ইন্ডিয়ার (Team India) নতুন কোচ হিসেবে ঘোষিত হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-২০ বিশ্বকাপের পরেই যে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়, তা টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দিয়েছিলো বিসিসিআই। তখন থেকেই শুরু হয়েছিলো নতুন কোচের সন্ধান। আবেদনের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় বোর্ডের তরফ থেকে। সময়সীমা ছিলো ২৭ মে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা অবধি। প্রথমে দৌড়ে এগিয়ে ছিলেন রিকি পন্টিং, অ্যান্ডি ফ্লাওয়ার, জাস্টিন ল্যাঙ্গারের মত পরিচিতি বিদেশী মুখেরা। কিন্তু আইপিএলে (IPL) নাইট রাইডার্সের মেন্টর হিসেবে সাফল্য আদায় করে নিয়ে বাকিদের পিছনে ফেলেন গৌতম গম্ভীর। শেষমেশ শিকে ছেঁড়ে তাঁরই ভাগ্যে। ‘গুরু’ গম্ভীর (Gautam Gambhir) দায়িত্ব পাওয়ার পরেই তাঁকে নিয়ে আশা-আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন অনেকেই। সেই তালিকায় যুক্ত হয়েছে যোগিন্দর শর্মা’র নাম’ও।

২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন যোগিন্দর শর্মা (Joginder Sharma)। হরিয়ানার ক্রিকেটারের হাতেই ম্যাচের শেষ ওভারে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। হরভজন সিং-এর মত অভিজ্ঞ বোলারের কোটা সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও যোগিন্দরকে আক্রমণে এনে ফাটকা খেলতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। কাজে এসেছিলো তা। স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে শ্রীশন্থের (S Sreesanth) হাতে মিসবাহ-উল-হক ধরা পড়তেই উৎসবে মেতেছিলো গোটা ভারতবর্ষ। সেই সাফল্যের পর অবশ্য দীর্ঘায়িত হয় নি যোগিন্দরের আন্তর্জাতিক (Joginder Sharma) কেরিয়ার। বর্তমানে তিনি হরিয়ানা পুলিসের উচ্চপদে কর্মরত। ক্রিকেটদুনিয়া থেকে লম্বা সময় দূরেই সরে ছিলেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর (Gautam Gambhir) সম্পর্কে তাঁর কিছু মন্তব্য হয়েছে ভাইরাল।

Read More: শ্রীলঙ্কা সিরিজের মাঝে বড় খবর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শিখর ধাওয়ান !!

গম্ভীরের কোচিং ভবিষ্যৎ নিয়ে অকপট যোগিন্দর-

Joginder Sharma | Gautam Gambhir | Image: Twitter
Joginder Sharma | Image: Twitter

সম্প্রতি শুভঙ্কর মিশ্র’র ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন যোগিন্দর শর্মা (Joginder Sharma)। সেখানে প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিং ভবিষ্যত নিয়ে মুখ খুলেছেন তিনি। বিতর্ক বাড়িয়েছে তাঁর মন্তব্য। যোগিন্দর বলেন, “গৌতম গম্ভীর দলের দায়িত্ব নিতে চলেছে। কিন্তু আমার মনে হয় না ও লম্বা সময় টিকতে পারবে। কারণ ও নিজে নিজের সিদ্ধান্ত গুলো নেয়। ওর সাথে কোনো না কোনো ক্রিকেটারের ঝামেলা লেগে যেতেই পারে। আমি বিরাট কোহলির কথা বলছি না। তবে গম্ভীরের সিদ্ধান্তগুলো অনেক সময়ই এমন হয় যা অনেকের পছন্দ নাও হতে পারে।” ঠোঁটকাটা, একগুঁয়ে বলে পরিচিত প্রাক্তনীর পক্ষে দলের সকলের সাথে মানিয়ে নিয়ে এগিয়ে চলা যে কঠিন হতে পারে তা স্পষ্ট যোগিন্দরের মন্তব্য থেকে। সেখানেই থামেন নি তিনি। গম্ভীর জমানা নিয়ে করেছেন আরও ভবিষ্যদ্বাণী।

স্তাবকতা না করা যে চ্যালেঞ্জ হতে পারে গম্ভীরের (Gautam Gambhir) জন্য, তাও জানিয়েছেন যোগিন্দর। তাঁর বক্তব্য, “গম্ভীর সোজাসাপ্টা কথাবার্তা বলতে পছন্দ করে। কারও মন যুগিয়ে চলে না। আমরা প্রশংসা করলেও ও কেবল নিজের কাজটাই করতে চায়। যে কাজ ও করে সেটা সম্পূর্ণ হৃদয় দিয়ে করে, সততা দিয়ে করে।” বিসিসিআই নাকি খেলোয়াড়দের স্টার পাওয়ার-গম্ভীরের প্রশংসার পাশাপাশি কাকে নিশানা করেছেন যোগিন্দর (Joginder Sharma)? সেই প্রশ্নেরই এখন জবাব খুঁজছে ক্রিকেটমহল। প্রসঙ্গত এই সাক্ষাৎকার সামনে আসার পর যোগিন্দর শর্মা’র একটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির সাথে সম্প্রতি সাক্ষাৎ করেন তিনি। সেই ছবি ইন্সটাগ্রামে দিয়ে লিখেছেন, “মহেন্দ্র সিং ধোনির সাথে দীর্ঘদিন পর দেখা হয়ে ভালো লাগছে। ১২ বছর পর সাক্ষাতের আনন্দটাই অন্যরমক।”

দেখুন যোগিন্দরের ইন্সটাগ্রাম পোস্ট-

Also Read: IND vs SL 2nd ODI: ত্রাসের নাম ভাণ্ডেরসে, ভারতকে ৩২ রানের ব্যবধানে হারিয়ে দিলো শ্রীলঙ্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *