সদ্য মহিলা বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম আইসিসি শিরোপা জয়লাভ করেছে ভারত। ভারতীয় দলের এই সাফল্য ভাগ করে নিয়েছিলেন সাবেক ভারতীয় মহিলা দলের খেলোয়াড় ঝুলন গোস্বামীও (Jhulan Goswami)। ভারতের হয়ে দীর্ঘদিন ধরে খেলেছেন ঝুলন। ঝুলনের আত্মজীবনীর গল্প নিয়ে প্রকাশিত হওয়ার কথা ছিল ‘চাকদা এক্সপ্রেস’। জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) পত্নী অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) অভিনয় করেছেন ঝুলনের চরিত্রে। ঝুলন ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি এবং মহিলা ক্রিকেটের অন্যতম বড় নাম। ঝুলনের আত্মজীবন নিয়ে তৈরি হওয়া বায়োপিকটি এখনও পর্যন্ত প্রকাশিত হওয়ার ছাড়পত্র পায়নি। তবে, ভারতের এই বিশ্বকাপ জয়ের পর ঝুলনের বায়োপিকটি প্রকাশ্যে আসার বড় সম্ভবনা রয়েছে।
ঝুলন গোস্বামীর বায়োপিকে লিড রোলে কাজ করেছেন অনুষ্কা

বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ হলেন অনুষ্কা শর্মা। তাঁকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে। সেই ছবিতে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর ঝুলন গোস্বামীর জীবনের ওপর ভিত্তি করে তৈরি তাঁর পরবর্তী ছবি ‘চাকদা এক্সপ্রেস’–এর শুটিং তিনি অনেক আগেই সম্পন্ন করেছেন। তবে, ছবিটি এখনও মুক্তির মুখ দেখেনি। সূত্রের খবর, প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস ও নেটফ্লিক্স ইন্ডিয়ার মধ্যে মতভেদের কারণে প্রায় তিন বছর ধরে ছবিটি আটকে রয়েছে। তাদের দাবি, বায়োপিকটি নেটফ্লিক্স শীর্ষ কর্মকর্তাদের প্রত্যাশা পূরণে ব্যার্থ হয়েছে। যার ফলে মুক্তি বিলম্বিত হয়েছে। অন্যদিকে, প্রযোজক সংস্থার দাবি – ঝুলন গোস্বামীর মতো এক কিংবদন্তির জীবনী নিয়ে তৈরি শক্তিশালী এই চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি।
Read More: বিশ্বকাপ জয়ের পরও বিতর্ক, অধিনায়ক পদ ছাড়ার পরামর্শ পেলেন হারমানপ্রীত কৌর !!
সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর, ‘চাকদা এক্সপ্রেস’–এর প্রযোজকরা ছবিটি মুক্তির জন্য আরও আগ্রহী হয়ে উঠেছেন। প্রযোজকের দাবি, “ঝুলন দির মতন একজন প্রেরণাদায়ক ব্যক্তিত্বের গল্প দেশের প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করবে। এই চলচ্চিত্রটি দর্শকদের সামনে আসা প্রয়োজন।” সূত্রের দাবি, মহিলা বিশ্বকাপ জয়ের পর নেটফ্লিক্স ও প্রযোজনা সংস্থার মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং এই মাসের মধ্যেই ‘চাকদা এক্সপ্রেস’–এর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে।
ঝুলন গোস্বামীর ক্রিকেট ক্যারিয়ার

অন্যদিকে ঝুলন গোস্বামীর কথা বলতে গেলে, ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন ঝুলন। এই সময় কালে ১২টি টেস্টে ঝুলনের সংগ্রহ ৪৪টি উইকেট। ২০৪ ওডিআই ম্যাচে তিনি নিয়েছেন ২৫৫ উইকেট এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৫৬টি উইকেট তুলে নিয়েছিলেন। বর্তমানে তিনি মহিলা প্রিমিয়ার লীগের (WPL) মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্স উইমেন্স দলের মেন্টর ও বোলিং কোচের ভূমিকা পালন করেন।