বিশ্ব ক্রিকেটে চমক, জাপানের জার্সিতে বিরাট কোহলি? উঠছে গুঞ্জন !! 1

বিশ্ব ক্রিকেটে চমক! দল বদলাতে চলেছেন ভারতীয় দলের কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের হয়ে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ তিনি খেলবেন কিনা সে বিষয়ে রয়েছে সংশয়। মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) মন্তব্য করে জানিয়েছেন তিনি এখনও রোহিত ও কোহলির বিশ্বকাপে (World cup qualification scenario) অংশ গ্রহন নিয়ে স্পষ্ট নন। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার প্রায় এক দশকের বেশি সময় ধরেই ভারতীয় ক্রিকেটের হয়ে একেরপর এক রুদ্ধশ্বাস পারফরম্যান্স দেখিয়ে আসছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে কোহলিকে আর নীল রঙের জার্সিতে দেখতে পাওয়া যায়নি। আগামী ১৯ অক্টোবর থেকে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে চলেছে। সেই সিরিজেই দলে জায়গা বানিয়ে নিয়েছেন কোহলি ও রোহিত দুজনেই।

দেশের জার্সিতে ফিরছেন বিরাট

Virat Kohli, t20 world cup 2024
Virat Kohli | Image: Getty Images

শোনা যাচ্ছে, ভারতীয় ব্যাটিং মহারথী বিরাট কোহলি আগামী মৌসুমে ভারতীয় ক্রিকেট দল ছেড়ে দিতে চলেছে। সমাজ মাধ্যমে (Social Media) বিরাটকে নিয়ে বেশ গুঞ্জন উঠেছে যে তিনি নাকি ভারতীয় দল ছেড়ে জাপান ক্রিকেট দলের হয়ে খেলতে পারেন। এই খবর প্রকাশের পর থেকেই ক্রিকেট দুনিয়ায় (Cricket world) তোলপাড় পড়ে গেছে। নীল জার্সিতে ফেরার আগে, গোলাপি জার্সিতে কোহলির একটি ছবি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে। জাপান ক্রিকেট দল সোশ্যাল মিডিয়ায় কিং কোহলির (King Kohli) জার্সিতে একটি ছবি পোস্ট করেছে যেটি ভক্তদের হতবাক করে দিয়েছে।

Read More: স্কোয়াড ঘোষণা হতেই বদলে গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক, দায়িত্ব পেলেন এই তারকা !!

বিরাট কোহলির জাপান দল একটি ছবি পোস্ট করেছে জাপান ক্রিকেট দল। বিরাট কোহলির গোলাপি জার্সিতে একটি ছবি পোস্ট করেছে, যার ক্যাপশনে লেখা হয়েছে, “যদি এটা হয় ?” ছবিটি সামনে আসতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। ছবিটি দেখে ভক্তরা অবাক হয়েছে। ভক্তরা ভাবছেন কোহলি কি তাহলে সত্যি সত্যিই জাপানের হয়ে খলবেন ?

জাপানের হয়ে দেখা যাবে কোহলিকে ?

বিরাট কোহলি
Virat Kohli | Image: Twitter

প্রসঙ্গত, কোহলি ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এমনকি তিনি টি-টোয়েন্টি এবং টেস্ট থেকেও অবসর নিয়েছেন। অন্যদিকে, জাপান বর্তমানে আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর একটি, এবং তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে মরিয়া। আর কোহলির মতন অভিজ্ঞ একজন খেলোয়াড়কে দলে পেলে সুবিধা হবে দেশের ক্রিকেটের।

সূত্রের খবর, জাপানের সরকার ও ক্রিকেট বোর্ড মিলে কোহলিকে ক্রিকেট অ্যাম্বাসেডর হিসেবেও দেখতে আগ্রহী। অন্যদিকে বিরাট কোহলি, বর্তমানে ভারতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। তাঁর পরবর্তী লক্ষ হতে চলেছে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। বিশ্বকাপ খেলেই আলবিদা ঘোষণা করবেন কোহলি।

Read Also: “মেয়েদের কাছেও হারবে..”, সালমান আলীদের কটাক্ষ করে শোয়েব আখতারের বিস্ফোরক মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *