হায়দরাবাদ, ১৩ ফেব্রুয়ারি: হায়দরাবাদ টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে কোহলি ব্রিগেড। পদ্মাপারের দেশের বিরুদ্ধে ২০৮ রানে জয় পেল ভারতীয় দল। এই জয়ের পিছনে অবদান রয়েছে গোটা দলের। তবে ম্যাচের পঞ্চম দিন ইশন্ত শর্মার বোলিং আলাদা করে নজর কেড়েছে। চোটের জন্য চলতি মরশুমের বেশিরভাগ সময়টাই মাঠের বাইরে বসে কাটাতে হয়েছে ভারতীয় দলের এই তারকা পেসারকে। তবে এ দিন নিজের সেরা ছন্দে বল করলেন তিনি। শর্ট পিচ বল করে বারবার সমস্যার মুখে ফেললেন বাংলাদশি ব্যাটসম্যানদের। এরই মাঝে সাব্বির রহমানের সঙ্গে কথার লড়িয়ে জড়িয়ে পড়েন তিনি। তবে তাঁর বলেই এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় সাব্বিরকে।
http://bengali.sportzwiki.com/1718/hot-pics-of-dhonis-girl-friend/
ম্যাচের পর ইশন্ত জানিয়ে দেন, নিজের আগ্রাসী মেজাজটা বোলিং করার সময় দেখাতে চেয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘বলটা যখন রিভার্স সিং করছিল তখন ঠিক করে ফেলি যা করার এখনই করতে হবে। আমি দু’দিকেই বল মুভ করাতে পারি। আমরা বিশ্বের এক নম্বর দল এবং আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলছি। আমারা দেখিয়েছি যে আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে পারি।’ এরই সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘উমেশ ও ভুবিও দারুণ বল করেছে। ওরা দেখিয়ে দিয়েছে কীভাবে পাটা উইকেটে ভালো বল করতে হয়। সত্যি বলতে এই পিচে বল সহজ কাজ ছিল না। তবে উইকেটের জন্য ঠান্ডা মাথায় অপেক্ষা করতে পারলে অবশ্যই পুরস্কার পাওয়া যায়।’
শুধু ইশন্ত নয়, এ দিন টেস্ট জেতার পর মুখ খুলেছেন চেতেশ্বর পুজারাও। ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান বলেন, ‘আজ আমার বিবাহ বার্ষিকী। ম্যাচটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় আমি খুব খুশি। এই মাঠেই আমি টেস্টে প্রথম শতরান করেছিলাম। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি। তবে বেশ কিছু ম্যাচে আমি ৭০-৮০ করেই আউট হয়ে যাচ্ছি। তবে সব মিলিয়ে আমি ভাল ফর্মেই রয়েছি।’