গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ উত্তেজনার এক চরম সীমায় পৌঁছে ছিলো।ম্যাচের অন্যতম একজন ধারাভাষ্যকার ছিলেন সুনীল গাভাস্কার।সুপার ওভারে ম্যাচ গড়ালে মুম্বাই সেট ব্যাটসম্যান ইশান কিষান’কে না নামিয়ে পোলার্ডের সাথে নামান হার্দিক পান্ডিয়াকে।রোহিতের দলের এই সিদ্ধান্তের দারুণ সমালোচনা করলেন সুনীল গাভাস্কার।
ম্যাচ টাই হওয়ার মুম্বাইয়ের হয়ে পোলার্ড এবং হার্দিক’কে নামতে দেখেই এই সিদ্ধান্তের চরম সমালোচনা শুরু করেন সুনীল গাভাস্কার এবং কেভিন পিটারসেন।এক্ষেত্রের গাভাস্কারের বক্তব্য, দারুণ ছন্দে ছিলো ইশান।ওকেই শেষ ছয়টা বল খেলতে দেওয়া উচিত ছিলো।
” সুপার ওভারের জন্য আলাদা করে ভাবনা চিন্তা করার কোনও সময় থাকেনা।সবচেয়ে বাজে বিষয় অধিনায়ক এবং কোচকে এই ছোটো সময়ের মধ্যে তাদের নেওয়া সিদ্ধান্তের কথা দলের১৫ জনকে জানাতে হয়।তবে আমার মনে হয় ৮ থেকে ১৮ রানের মধ্যে লক্ষ্য মাত্রা না থাকলে আমার মনে হয় আরসিবি শুভম দুবে’কে পাঠাতো ব্যাটিং করতে পাঠাতো,” মন্তব্য সুনীলের।
প্রসঙ্গত,সুপার ওভারে প্রথম ব্যাটিং করতে নেমে মাত্র সাত রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।অন্তিম বল মিস করে হার্দিক পান্ডিয়া।জবাবে আরসিবি’র হয়ে চেজ করতে নামে এ বি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলি।এবং সহজেই ম্যাচ জিতে যায় তারা।
ম্যাচের পরবর্তী সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হয় কেনো তিনি ব্যাটিং করতে পাঠালেন না ইশান’কে সুপার ওভারে।জবাবে তার বক্তব্য,ওইরকম বিধ্বংসী একটা ইনিংস খেলার পর ক্লান্ত হয়ে পড়েছিলেন ইশান।তাই প্রথমে তাকে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত নিলেও,পরবর্তী সময়ে সেই চিন্তা থেকে সরে আসতে বাধ্য হয়েছিলো টিম ম্যানেজমেন্ট।তাই তার বদলে ভরসা রাখা হয়েছিলো হার্দিকের উপরে।