আম'ও গেলো, ছালাও গেলো ঈশান কিষণের, WTC ফাইনালের পর দলীপ ট্রফিতেও নেই ভারতের তারকা উইকেটরক্ষক !! 1

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয় হারের পর এখন এক মাসের বিরতি ভারতের সিনিয়র দলের সামনে। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় মাঠ থেকে সাময়িক ছুটিতে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও ঘরোয়া ক্রিকেটের মরসুম কিন্তু চলছে জোরকদমে। আগামী ২৮ জুন থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফি (Duleep Trophy)। ছয় দলীয় এই টুর্নামেন্টের জন্য বর্তমানে চলছে দল বেছে নেওয়ার পালা। মূলত রঞ্জি ট্রফির সেরা পারফর্মারেরাই এই প্রতিযোগিতায় অংশ নেন। দলীপ ট্রফি খেলে ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিতে দেখা গিয়েছে বহু তারকাকে। সম্প্রতি পূর্বাঞ্চলের দল বাছতে গিয়ে চমকের মুখে পড়তে হলো নির্বাচকদের। সাদা বলের ক্রিকেটে নিয়মিত ভারতীয় দলের সদস্য ঈশান কিষণ (Ishan Kishan) দলীপ ট্রফি খেলার ব্যাপারে সটান ‘না’ বলে দেওয়ায় বিকল্প উইকেটরক্ষকের খোঁজ করতে হলো তাঁদের।

Read More: IND vs WI: ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা নিশ্চিত হার্দিকের, এই ব্রহ্মাস্ত্রকেই করবেন প্রয়োগ !!

দলীপ ট্রফি খেলতে চাইছেন না ঈশান কিষণ-

Ishan Kishan | ঈশান কিষণ | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের জন্য যে দল ঘোষণা করা হয়েছিলো, তাতে প্রথমে জায়গা হয় নি ঈশান কিষণের (Ishan Kishan)। আইপিএল চলাকালীন কে এল রাহুল (KL Rahul) চোট পাওয়ায় বাধ্য হয়েই পরে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ঈশানকে ইংল্যান্ডে পাঠায় বিসিসিআই। তবে টেস্ট অভিষেকের সৌভাগ্য হয় নি তাঁর। উইকেটরক্ষক হিসেবে প্রথম দলে খেলেন কে এস ভরত (KS Bharat)। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতেও ভারতীয় স্কোয়াডে জায়গা হয়েছিলো ঈশানের (Ishan Kishan)। কিন্তু ঋষভ পন্থের অবর্তমানে উইকেটরক্ষক হিসেবে খেলেন ভরতই। পূর্বাঞ্চলের নির্বাচকেরা ভেবেছিলেন নিজের টেস্ট অভিষেকের সম্ভাবনা বৃদ্ধির জন্য দলীপ ট্রফিকেই ‘অডিশন’-এর মঞ্চ হিসেবে বেছে নেবেন ঈশান। কিন্তু দ্রুতই ভুল ভাঙলো তাঁদের। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। সেখানেই মনোনিবেশ করতে চান ঈশান (Ishan Kishan)। রাজী হন নি দলীপ ট্রফি খেলতে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর যে ঈশানের (Ishan Kishan সিদ্ধান্তে বেশ অবাক পূর্বাঞ্চলের নির্বাচকেরা। নাম গোপন রাখার শর্তে পূর্বাঞ্চল নির্বাচক কমিটির এক সদস্য জানিয়েছেন, “যেহেতু ও (ঈশান কিষণ) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে ছিলো, এবং যে ওই ম্যাচে উইকেটরক্ষা করেছে সেই কে এস ভরত দক্ষিণাঞ্চলের হয়ে খেলছে, আমরা জোনাল সিলেকশন কমিটির কনভেনর দেবাশীষ চক্রবর্তীকে জিজ্ঞাসা করেছিলাম, ঈশানকে পূর্বাঞ্চলের জন্য ভাবা যেতে পারে কিনা। যেহেতু ও সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে নিয়মিত পূর্বাঞ্চলের অধিনায়কত্বও ওকে দেওয়া হত। কিন্তু (দেবাশীষ) চক্রবর্তী ঈশানের সাথে খোঁজ নিয়ে জানান যে ও দলীপ ট্রফিতে খেলতে রাজী নয়। কোনো চোট-আঘাত বা কোনো কারণ জানানো হয় নি। শুধু বলা হয়েছে যে ও খেলতে রাজী নয়।”

মন জিতলেন ঋদ্ধিমান সাহা-

Wriddhiman Saha | ঈশান কিষণ | Image: Twitter
Wriddhiman Saha | Image: Twitter

ভারতীয় ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে অংশ নেন না বলেই টেস্ট ম্যাচে ‘টিম ইন্ডিয়া’র পারফর্ম্যান্সের দ্রুত অবনতি হচ্ছে, এই অভিযোগ ওঠে প্রায়ই। ঈশান কিষণ (Ishan Kishan দলীপ ট্রফি খেলতে অস্বীকার করায় নিঃসন্দেহে সেই অভিযোগের পালে হাওয়া লাগবে। তরুণ উইকেটরক্ষকের সিদ্ধান্ত যখন অবাক করেছে ক্রিকেটবোদ্ধাদের, তখন অভিজ্ঞ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) সিদ্ধান্তকে কুর্নিশ না জানিয়ে পারছেন না তাঁরা। বাংলা ছেড়ে ঋদ্ধিমান বর্তমানে পাড়ি দিয়েছেন ত্রিপুরাতে। আইপিএলে দুরন্ত পারফর্ম্যান্স করার পর তাঁকে ভারতীয় দলে ফেরানোর দাবী জোরালো হয়েছিলো। কিন্তু জেদ বজায় রাখেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ঋদ্ধিকে (Wriddhiman Saha) জায়গা না দিয়ে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয় ঈশান কিষণকে। অভিজ্ঞ ঋদ্ধিমানের বদলে উইকেটের পিছনে দ্রাবিড়ের পছন্দ ছিলেন কে এস ভরত।

ঈশান দলীপ ট্রফি খেলবেন না জানার পর ত্রিপুরার নির্বাচক জয়ন্ত দে যোগাযোগ করেন ঋদ্ধিমানের (Wriddhiman Saha) সঙ্গে। তাঁকে অনুরোধ করা হয় পূর্বাঞ্চলের হয়ে উইকেটের পিছনে দাঁড়ানোর জন্য। কিন্তু রাজী হন নি তিনি। জানান, “দলীপ ট্রফি তরুণদের জন্য। যাঁরা ভারতীয় দলে জায়গা করে নিতে চাইছে তাঁদের জন্য। আমাকে বলেই দেওয়া হয়েছে আর সুযোগ দেওয়া হবে না। আমি খেলে কোনো তরুণের জায়গা আটকে রাখতে চাই না।” নির্বাচকদের মনে ধরে ঋদ্ধিমানের যুক্তি। বাংলার তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে (Avishek Porel) বেছে নেওয়া হয় পূর্বাঞ্চলের জন্য। এবারের আইপিএলে দিল্লী ক্যাপিটালস (DC) দলের হয়ে উইকেটকিপিং-এ নজর কেড়েছিলেন তিনি। ঈশান না খেলায় পূর্বাঞ্চলের অধিনায়ক করা হয়েছে বাংলার অভিমণ্যু ঈশ্বরণকে (Abhimanyu Easwaran)। সহ-অধিনায়ক হয়েছেন শাহবাজ নাদীম।

Also Read: Team India: তরুণ ক্রিকেটারদের জন্য আত্মবলিদান দিলেন ঋদ্ধিমান সাহা, জাতীয় দলের দরজা করলেন বন্ধ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *