সদ্য সমাপ্ত হলো এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023)। অষ্টম বারের জন্য এশিয়ার চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে ফাইনালে ৮ উইকেটে পরাজিত করে এশিয়ার নয়া রাজা হলো টিম ইন্ডিয়া। গতকাল ম্যাচে কামাল করেছেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। বল হাতে লঙ্কান লায়ন্সদের বদ করলেন সিরাজ, প্রথম ১৬ বলেই ৫ উইকেট তুলে নেন সিরাজ। তাছাড়া পুরো ম্যাচে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন সিরাজ। মাত্র ৫০ রানেই ভেস্তে যায় শ্রীলঙ্কার ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে আসেন শুভমান গিল (Shubman Gill) ও ঈশান কিষান (Ishan Kishan)। ৬.১ বলেই প্রয়োজনীয় রান সংখ্যা তুলে ভারতের জয় সুনিশ্চিত করলেন।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
ভাইরাল হলো ঈশান কিষানের নকল করার ভিডিও
গতকাল খেলা শেষে ভারতীয় প্লেয়ারদের বেশ খোশমেজাজে দেখা যাচ্ছিল। আসলে, খেলা শেষে ঈশান কিষানের (Ishan Kishan) একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) আর সেদিন টুয়েলথ ম্যান হয়ে বেশ মস্তি করেছেন বিরাট। এমনকি ওদিন বিরাট বেশ হাসির ভঙ্গিতে হাঁটছিলেন ও দৌড়াচ্ছিলেন। আর গতকাল, বিরাটের হাঁটার স্টাইল নকল করেছেন ঈশান। বিরাট কোহলিকে দেখিয়েই ঈশান কিষান নকল করছিলেন তাঁর হাঁটার স্টাইল।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
সেই সময় একসাথে ছিলেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শুভমান গিল (Shubman Gill) ও মহম্মদ সিরাজরা (Mohammed Siraj)। ঈশানের নকল করা প্রথমে পছন্দ করেননি বিরাট, নিজেই ঈশানকে শেখালেন হাঁটার পদ্ধতি। তারপর আবার সকলের সামনে সঙ্গে সঙ্গে তিনিও ইশানের হাঁটা নকল করেন। এই ভিডিওটি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
Virat Kohli – What a character.
Ishan walking like Kohli and then Kohli did Kohli things – The unity in the team is something else. pic.twitter.com/W7sLnPrKgd
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad