নজর কেড়েছেন পাকিস্তানের ২০ বর্ষীয় পেসার নাসিম শাহ (Naseem Shah)। তাঁর সাথে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফের রসায়ন পাকিস্তানকে গত কয়েক মাসে একদিনের ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিং-এ পয়লা নম্বরে পৌঁছতে যথেষ্ট সাহায্য করেছে। সম্প্রতি এশিয়া কাপের (Asia Cup 2023) ম্যাচেও বেশ ভালো বোলিং করছেন নাসিম। উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে মাত্র ১ উইকেট পেয়েছিলেন। এরপর ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের খেলায় মাত্র ৩৬ রান খরচ করে ৩ উইকেট নেন। নাসিমের (Naseem Shah) বোলিং-এর জবাব দিতে পারে নি বাংলাদেশও। ৩৪ রান খরচ করে শাকিবদের বিপক্ষে তিনি তুলে নেন আরও ৩ উইকেট। দুর্ভাগ্যের শিকার অবশ্য হন সুপার ফোর পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে। কোনো উইকেট পান নি। পাশাপাশি কাঁধে মারাত্মক চোট পেয়ে টুর্নামেন্ট থেকেও ছিটকে যান তিনি।
ভারতের বিরুদ্ধে সুপার ফোর পর্বের ম্যাচে বাকি বোলাররা যখন একেবারেই ছন্নছাড়া, তখন নাসিমের (Naseem Shah) নিয়ন্ত্রিত বোলিং মন ভরিয়েছে দর্শকদের। উইকেট না পেলেও সেইদিন নাসিম’ই ছিলেন পাকিস্তানের সেরা বোলার। আহত হয়ে এশিয়া কাপ স্বপ্ন ভেঙেছে নাসিম শাহ’র। কিন্তু বল হাতে অনবদ্য পারফর্ম করে অনেক নতুন অনুরাগী পেয়েছেন তিনি। সাধারণ সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞদের অধিকাংশেরই ধারণা আগামীর পেস মহাতারকা হতে চলেছেন নাসিম (Naseem Shah)। এর আগে নাসিম শাহের প্রশংসা শোনা গিয়েছিলো বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) মুখে। এবার তাঁর গুণমুগ্ধের তালিকায় যুক্ত হলেন আরেক অভিনেত্রী। ঈশা শাহ (Isha Shah) মাতলেন নাসিম বন্দনায়।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
অভিনেত্রী ঈশা শাহের বার্তা পেলেন নাসিম-

কেরিয়ারে এখনও অবধি ১৪টি একদিনের ম্যাচে ৩১টি উইকেট পেয়েছেন নাসিম শাহ (Naseem Shah)। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচটিতে কেবল উইকেটশূন্য ছিলো তাঁর ঝুলি। বাকি ১৩ ম্যাচের প্রতিটিতেই কোনো না কোনো সংখ্যা বসেছে তাঁর উইকেট কলামে। তরুণ তুর্কি নাসিমকে বোলিং করতে দেখে উচ্ছ্বসিত ঈশা শাহ (Isha Shah)। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “খুদা নে বনায়া তো ক্যায়া বনায়া, নাসিম শাহ বনায়া।” বাংলা করলে দাঁড়াল, “ঈশ্বর যখন সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? নাসিম শাহ সৃষ্টি করলেন।” পাক পেসারের প্রতি ভারতীয় ডিভার এহেন বার্তা ক্রিকেট আর বিনোদন দুই জগতেরই মনোযোগ আকর্ষণ করেছে।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
কাঁধের চোটের কারণে ঘোর সঙ্কটে নাসিম (Naseem Shah)। পাক বোর্ডের তরফে জানানো হয়েছে বোলিং আর্মের ঠিক নীচে পেশীতে আঘাত পেয়ছেন তিনি। প্রাথমিক স্ক্যানের রিপোর্ট দেখে এখনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে নারাজ চিকিৎসকেরা। তবে দ্বিতীয় দফায় স্ক্যান রিপোর্টে যদি কোনো উন্নতির চিহ্ন না মেলে তাহলে বিশ্বকাপে (ICC World Cup 2023) নাসিমের না খেলার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া ছাড়া উপায় থাকবে না তাঁদের। কেবলমাত্র বিশ্বকাপ নয়, আগামী বছরের গোড়ায় পাকিস্তানের হয়ে অস্ট্রেলিয়া সফরেও যাওয়া হবে না তাঁর। এমনকি ২০২৪ সালের পিএসএল থেকেই ছিটকে যেতে পারেন তিনি। এময়াবস্থায় গুণমুগ্ধ ঈশার (Isha Shah) বার্তা নিশ্চয়ই খানিক মানসিক স্বস্তি দেবে তাঁকে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur