এই তিন ভারতীয় যুব প্রতিভা, মাতাবে এবারের আইপিএল, মনে করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান 1

 

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বেছে নিলেন এবারের আইপিএলে সম্ভাবনাময় তিন যুব ভারতীয় ক্রিকেট প্রতিভা’কে,যারা মাতাবেন এবারের আইপিএল।তারা হলেন রাজস্থান রয়‍্যালসের যশশ্বী জয়সোয়াল,কিংস ইলেভেন পান্জাবের রবি বিশনোই এবং সানরাইজার্স হায়দ্রাবাদের আব্দুল সামাদ।

টুইট করে ইরফান জানিয়েছেন,” এবারের আইপিএলে যশ্বশ্বী জয়সোয়াল,রবি বিশনোই এবং আব্দুল সামাদের খেলা দেখার জন্য মুখিয়ে আছি।আমি নিশ্চিত তারা প্রত‍্যেকে নিজেদের নিজেদের ফ্রান্চাইজির জন্য দারুন কিছু একটা করে দেখাবে।আপনাদের সবচেয়ে বেশী পছন্দ কাকে ? ”

এই তিন ভারতীয় যুব প্রতিভা, মাতাবে এবারের আইপিএল, মনে করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান 2
২০২০ সালে অনুর্ধ – ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স দিয়েছেন যশশ্বী ।
গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি করেছিলেন মোট ৪০০ রান।নির্বাচিত হন প্লেয়ার অফ দ‍্য টুর্নামেন্ট।ওর বিষয়ে সবচেয়ে মজার পরিসংখ্যান গোটা টুর্নামেন্ট জুড়ে একটিও ম‍্যাচে ৫৯ রানের নিচে আউট হয়নি ও‌।

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ভাবে নিজের জানান দেয় যশশ্বী।সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে দ্বিশতরান করেছিলেন তিনি।২০১৯ সালে বিজয় হাজারে ট্রফিতে এই রেকর্ড গড়েছিলেন তিনি।নিঃসন্দেহে এবারের আইপিএল মরসুমে রাজস্থান র‍য়‍্যালসের ওপেনিং করার ক্ষেত্রে বিরাট ভূমিকা গ্রহণ করতে চলেছেন তিনি।

এই তিন ভারতীয় যুব প্রতিভা, মাতাবে এবারের আইপিএল, মনে করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান 3
ব‍্যাট হাতে যেমন যশ্বশী ,তেমন বল হাতে ২০২০ অনুর্ধ – ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স দিয়েছিলেন রবি বিশনোই।গোটা টুর্নামেন্টে তার সংগ্রহ করা উইকেটের সংখ্যা ১৭ ।তার গুগলি গোটা বিশ্বকাপ জুড়ে সমস‍্যায় ফেলেছে বিপক্ষের ব‍্যাটসম‍্যানদের।এবার কিংস ইলেভেন পাঞ্জাব দলে আছেন, দলের হেডকোচ অনিল কুম্বলের তত্ত্বাবধানে আরও সমৃদ্ধ হয়ে উঠবেন তিনি সে বিষয়ে নিশ্চিত থাকা যায়।

এই তিন ভারতীয় যুব প্রতিভা, মাতাবে এবারের আইপিএল, মনে করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান 4
আব্দুল সামাদের খেলা মুগ্ধ করেছিল ইরফান পাঠান’কে।এতোটাই যে স্বয়ং এই তারকা অলরাউন্ডার নিজে সানরাইজার্স হায়দ্রাবাদ দলকে অনুরোধ করেন সামাদ’কে দলে নিতে।বছর আঠেরোর জম্বু- কাশ্মীরের এই ক্রিকেটারের মধ্যে পাওয়ার হিটিং ক্ষমতা আছে যা তার দলের অন‍্যতম সম্পদ হয়ে উঠতে পারে।

নিঃসন্দেহে এবার সকল ক্রিকেট ভক্তদের চোখ থাকবে এই তিন তারকা ক্রিকেটারদের দিকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *