"ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন..." বুমরাহকে নিয়ে ইরফান পাঠানের নামে মিথ্যাচার, সেচ্ছার প্রাক্তন তারকা !! 1

Irfan Pathan: ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২২ রানের ব্যাবধানে তৃতীয় টেস্ট ম্যাচটি হারতে হয়েছে ভারতীয় দলকে। ভারতীয় দলের এই পরাজয়ের পর চলতি সিরিজে ভারতীয় দল ১-২ ব্যাবধানে সিরিজে পিছিয়ে পড়েছে। ইংল্যান্ড টেস্টে তৃতীয় ম্যাচে ভারতের পরাজয়ের পর চুলচেরা বিশ্লেষণ চলছে।পাশাপশি, চতুর্থ দিনে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) দিয়ে আরও বোলিং করানো যেত কি না, সেটা নিয়েও চর্চাও হচ্ছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের (Irfan Pathan) নামে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে দোষারোপ করার একটি অভিযোগ উঠেছে। তবে, পাঠান জানিয়ে দিলেন, তিনি এরকম কোনও মন্তব্য করেননি।

বুমরাহকে নিয়ে ইরফানের নামে মিথ্যাচার

Ind vs eng,virat kohli,irfan pathan
Jasprit Bumrah | Image: Twitter

এক্স হ্যান্ডলে পাঠান স্পষ্ট জানিয়েছেন, তাঁর নামে মিথ্যাচার হচ্ছে। এই ধরনের ‘ভুয়ো খবর’ বন্ধ করা উচিত। যে কারণে তিনি তার এক্স হ্যান্ডেলে বিষয়টির খোলাসা করেছেন। পাঠানের মতে, একাধিক সংবাদমাধ্যমে বলা হয়, তিনি নাকি বলেছেন, চতুর্থ দিনে বুমরাহকে দিয়ে আরও বোলিং করানোর প্রয়োজন ছিল। বিশেষ করে যখন জো রুট (Joe Root) ব্যাটিং করছিলেন। এছাড়াও, তাঁর নামে আরও একটি অভিযোগ উঠেছে যে, তিনি নাকি বলেছিলেন, পঞ্চম দিনে কেএল রাহুলের সামনে টানা ৯ ওভারের স্পেল করেছিলেন বেন স্টোকস, অর্থাৎ সেরার বিরুদ্ধে সেরার লড়াই হওয়াটাই উচিত ছিল।

Read More: “বুমরাহ সর্বশ্রেষ্ঠ…” পেস তারকার প্রশংসায় ব্রায়ান লারা, সেরাদের তালিকায় ঠাঁই হলো না কোহলি’র !!

প্রকাশ্যে আশা সংবাদ পত্রের খবর অনুযায়ী, ইরফান পাঠান (Irfan Pathan) ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) উদাহরণ তুলে ধরে বুমরাহকে আরও ভালোভাবে কাজে লাগানোর কথা বলেছেন। বেন স্টোকস যেমন কেএল রাহুলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ১৯৩ রান তাড়া করার ভারতীয় আশায় বড় ধাক্কা দিয়েছিলেন। তেমন, ভারতের উচিত ছিল রুটের সামনে বুনরাহকে দিয়ে লম্বা স্পেল করানোর। পাঠান আরও বলেন যে কাজের চাপ নিয়ে উদ্বেগ কোনও সমস্যা হওয়া উচিত ছিল না কারণ বুমরাহ ইতিমধ্যেই এজবাস্টনে দ্বিতীয় টেস্টে না খেলার কারণে যথেষ্ট বিশ্রাম পেয়েছিলেন।কিন্তু পাঠানের সাফ দাবি, তিনি এরকম কিছু বলেননি।

মুখ খুললেন ইরফান

Irfan pathan
Irfan Pathan | Image: Getty Images

এক্স হ্যান্ডলে পাঠান লিখেছেন, “যদি জসপ্রীত বুমরাহ আরও বোলিং করতে চাইত অথবা জো রুট ব্যাটিং করতে আসার পর তিনি যদি অধিনায়ককে আরও বোলিং করানোর অনুরোধ করতেন, আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট বা দলের কেউ ওকে থামাত। ফলে এরকম ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক। আমি টিম ইন্ডিয়াকে এই নিয়ে প্রশ্ন করিনি।

যদিও, জসপ্রীত বুমরাহকে সঠিক ভাবে ব্যাবহার করতে হবে ক্যাপ্টেন শুভমান গিলকে। কারণ, বুমরাহের ওয়ার্ক লোড ম্যানেজ করতে হবে। বুমরাহ, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তিনটি খেলবেন বলে জানিয়ে দিয়েছিলেন। তাই তার কাজের চাপের কথা মাথায় রেখেই এদিন বুমরাহকে হয়তো খুব বেশি ব্যবহার করেননি ক্যাপ্টেন গিল।

Read Also: “সাহস হয় কি করে ?…” জার্সি বিতর্কে বৈভব সূর্যবংশী, সোশ্যাল মিডিয়ায় কোহলি অনুরাগীদের নিশানায় কিশোর তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *