IRE vs IND: রাহুল দ্রাবিড় নন Team India-র ডিরেক্টর হবেন VVS Laxman, সামনে এল বিসিসিআইয়ের বয়ান

২০২২ সালে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) সম্পূর্ণভাবে ব্যস্ত থাকবে। আগামী ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের পর ভারতীয় দল ২৬ জুন থেকে আয়ারল্যান্ড সফরে (Ireland Series) যাবে আর সেই সময় ভারতীয় টেস্ট দল ২৪ জুন থেকে লিসেস্টরশায়ারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলতে ব্যস্ত থাকবে, ফলে ভারতের ২টি আলাদা আলাদা দল একই সময়ে খেলবে। এর মধ্যে খবর রয়েছে যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে (IRE vs IND) টি-২০ খেলার জন্য ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় দলের ডিরেক্টর হিসেবে পাঠানো হতে পারে।

VVS Laxman-কে IRE vs IND সিরিজে করা হতে পারে ডিরেক্টর

IRE vs IND: রাহুল দ্রাবিড় নন Team India-র ডিরেক্টর হবেন VVS Laxman, সামনে এল বিসিসিআইয়ের বয়ান 5

ভারতীয় দল ইংল্যান্ডের সঙ্গে গত বছরের টেস্ট সিরিজের বাকি থাকা ১টি টেস্ট ম্যাচ খেলবে। এর মধ্যে আয়ারল্যান্ডের সঙ্গে ২টি ম্যাচের টি-২০ সিরিজেরও আয়োজন করা হবে। এই অবস্থায় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে টেস্ট ম্যাচের জন্য দিগগজ খেলোয়াড়দের পাঠানো হবে। যা নিয়ে রবিবার ভারতীয় দল ঘোষণাও কর হয়ে গিয়েছে।

অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হতে পারে, সেই সঙ্গে ভিভিএস লক্ষ্মণকে তরুণ দলের নির্দেশক হিসেবে পাঠানো হতে পারে। বিসিসিআইয়ের ঘনিষ্ঠ একটি সূত্র এএনআইকে জানিয়েছেন যে,

“হ্যাঁ, এটা সম্ভবত যে দুটি দল একই সময়ে যাত্রা করবে। যে দল আয়ারল্যান্ড যাবে সম্ভবত সেই দলের সঙ্গে ভিভিএস লক্ষ্মণকে কোচিংয়ের বজায় দলের নির্দেশক পদ দেওয়া হবে। যার জন্য দলের কিছু আধিকারিক লক্ষ্মণের সঙ্গে যোগাযোগে রয়েছেন”।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল

IRE vs IND: রাহুল দ্রাবিড় নন Team India-র ডিরেক্টর হবেন VVS Laxman, সামনে এল বিসিসিআইয়ের বয়ান 6

প্রসঙ্গত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজের শুরু ৯ জুন থেকে হতে চএলছে। রবিবার এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দলও ঘোষণা করে দিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা আর জসপ্রীত বুমরাহকে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয় আর কেএল রাহুলকে ভারতের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে। এর সঙ্গেই দলে দীনেশ কার্তিক আর হার্দিক পাণ্ডিয়ার দলে প্রত্যাবর্তন হয়েছে, সেই সঙ্গে উমরান মালিক আর অর্শদীপ সিংকে প্রথমবার ভারতীয় দলে শামিল হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ভারত আর দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ১৮ সদস্যের দল আপনারা নীচে দেখে নিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *