ire-vs-ind-3rd-t20-weather-and-pitch

IRE vs IND: বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ইতিমধ্যেই সিরিজ’ও নিজেদের ঝুলিতে পুরে ফেলেছে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) দল। সেই কারণেই তৃতীয় ম্যাচটি হয়ে পড়েছে স্রেফ নিয়মরক্ষার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপ্রত্যাশিত ভাবে কুড়ি-বিশের সিরিজ খোয়ানোর পর ভারত যে বুধবার ডাবলিনে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তা বলাই বাহুল্য। অপরপক্ষে আয়ারল্যান্ডের কাছে লড়াই সম্মানরক্ষার।

গত ম্যাচের হারের পর তাদের অধিনায়ক পল স্টার্লিং (Paul Stirling) জানিয়েছিলেন  দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেষ ম্যাচে ‘অঘটনের’ লক্ষ্যে ঝাঁপাবে তাঁর দল। অধিনায়কের লক্ষ্য কতদূর পূরণ হয় নজর থাকবে সেইদিকে।শেষ ম্যাচে জাতীয় দলের হয়ে স্বপ্নের সূচনা দেখা গিয়েছে রিঙ্কু সিং-এর (Rinku Singh) ব্যাটে। প্রথম ম্যাচেই ঝোড়ো ৩৮ রানের ইনিংস খেলে তিনি হয়েছেন ম্যাচের সেরা। রান পেয়েছেন সঞ্জু স্যামসন এবং ঋতুরাজ গায়কোয়াড়’ও। ভারতের তোলা ১৮৫ রানের জবাবে আয়ারল্যান্ড পৌঁছেছিলো ১৫২তে। ৭২ রান করে নজর কাড়েন অ্যান্ড্রু বালবার্নি (Andrew Balbirnie)। টিম ইন্ডিয়ার পক্ষে জোড়া উইকেট পান অধিনায়ক বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) এবং রবি বিষ্ণোই।

সিরিজের শেষ ম্যাচে নজর থাকবে তাঁদের দিকে। মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রকৃতির দিকেও নজর রাখতে হচ্ছে দুই শিবিরকে। ইতিমধ্যেই প্রথম টি-২০তে থাবা বসিয়েছিলো আবহাওয়া। বর্ষণের জেরে শেষ করা যায় নি ম্যাচ। ডাকওয়ার্থ ল্যুইস নিয়মের ফেরে জেতে ভারত। শেষ ম্যাচেও ‘ভিলেন’ হতে পাবে বৃষ্টি? দ্বিতীয় ম্যাচে দেখা গিয়েছে ম্যালাহাইডের পিচ ব্যাটিং সহায়ক, আবহাওয়াজনিত কারণে কি বদল আসবে পিচের চরিত্রে? যাবতীয় প্রশ্নের উত্তর রইলো এই প্রতিবেদনে।

Read More: Asia Cup 2023: এই ৩ কারণে এবারের এশিয়া কাপ জিততে চলেছে টিম ইন্ডিয়া !!

IRE vs IND ম্যাচের ক্রীড়াসূচি-

ভারত বনাম আয়ারল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ

স্থান দ্য ভিলেজ, ম্যালাহাইড, ডাবলিন

তারিখ ২৩/০৮/২০২৩

সময় সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

The Village Pitch Report (পিচ রিপোর্ট)-

The Village, Dublin | IRE vs IND | Image: Getty Images
The Village, Dublin | Image: Getty Images

১৮৬১ সালে প্রতিষ্ঠিত ডাবলিনের ‘দ্য ভিলেজ’ মাঠে ভারত বনাম আয়ারল্যান্ড (IRE vs IND) সিরিজের তিনটি টি-২০ ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে। ২০১৫ সালে প্রথম এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিলো। এখনও অবধি ১টি টেস্ট, ১৮টি আন্তর্জাতিক টি-২০ এবং ২২টি একদিনের ম্যাচ আয়োজন করেছে দ্য ভিলেজ। এই মাঠে সর্বোচ্চ রান তোলার কৃতিত্ব স্কটল্যান্ডের। ২০১৯ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তারা ২০ ওভারে ২৫২ তুলেছিলো ৩ উইকেটের বিনিময়ে। সর্বনিম্ন রান তোলার নজির রয়েছে আয়ারল্যান্ডেরই। স্বাগতিক দেশ ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে মাত্র ৭০ রানে গুটিয়ে গিয়েছিলো এই মাঠে।

শুরুর ওভারগুলিতে স্যুইং কার্যকরী হলেও, এখানে খেলা যত গড়ায় ব্যাটাররা সাহায্য পান।আয়ারল্যান্ড এখানে মাত্র ২ ম্যাচ জিতেছে। পক্ষান্তরে ভারত ৬টি ম্যাচ খেলে জিতেছে ৬টিতেই। যে ১৮ টি আন্তর্জাতিক টি-২০ এই মাঠে আয়োজিত হয়েছে তার মধ্যে ৮টি ম্যাচে জয় এসেছে প্রথম ব্যাট করে। আর ১০টিতে জয় এসেছে রান তাড়া করে। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাবে আগে ব্যাটিং করার তুলনায় রান তাড়া করেই এখানে জয়ের সংখ্যা বেশী। জসপ্রীত বুমরাহ হোন বা পল স্টার্লিং-যেই অধিনায়কই দ্বিতীয় ম্যাচে টস জিতুন না কেন, প্রথমে বোলিং করতেই চাইবেন।

Dublin Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Dublin Weather | IRE vs IND | Image: Twitter
Dublin Weather | Image: Twitter

ম্যালাহাইডের মাঠে আইরিশ দলের মুখোমুখি হওয়ার কথা ভারতীয় দলের। আয়ারল্যান্ড বনাম ভারত (IRE vs IND) সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ করা যায় নি। ভার জেতে ডিএলএস পদ্ধতিতে। রবিবার দ্বিতীয় ম্যাচে অবশ্য আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায় নি। রোদ ঝলমলে দিনে টি-২০’র লড়াই উপভোগ করতে পেরেছিলেন দর্শকেরা। বুধবার অবশ্য আবহাওয়ার পূর্বাভাস ফের কপালে চিন্তার ভাঁজ ফেলছে ক্রিকেটপ্রেমী জনতার। ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তৃতীয় ম্যাচের দিন। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বর্ষণের সম্ভাবনা ৬০ শতাংশ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ থাকার সম্ভাবনা। এছাড়া ম্যাচের সময় ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহিত হতে পারে।

তৃতীয় টি-২০ ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ-

ভারত-

Indian Cricket Team | IRE vs IND | Image: Getty Images
Indian Cricket Team | IRE vs IND | Image: Getty Images

যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণা।

আয়ারল্যান্ড-

Ireland Cricket Team | IRE vs IND | Image: Getty Images
Ireland Cricket Team | Image: Getty Images

অ্যান্ড্রু বালবার্নি, পল স্টার্লিং (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল, ক্রেগ ইয়ং, বেঞ্জামিন হোয়াইট।

Also Read: Asia Cup 2023: দল ঘোষণার পর বড় খোলাশা অজিত আগরকারের, চোট থাকা সত্ত্বেও শ্রেয়স-রাহুলকে দিলেন জায়গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *