IRE vs IND,2nd T20i, Toss Report: টসে জিতলো আয়ারল্যান্ড, আজই সিরিজ পকেটে পুরতে আক্রমণাত্মক ক্রিকেটের ভাবনা বুমরাহ-বাহিনীর !! 1

IRE vs IND: ম্যালাহাইডের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সম্পূর্ণ ম্যাচ না হলেও ডাকওয়ার্থ ল্যুইস নিয়মের সুবাদে ২ রানে জিতে ১-০ এগিয়ে গিয়েছে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) দল। আজ একই মাঠে দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে সিরিজ নিজেদের মুঠোয় ভরে নেওয়ার লড়াই ভারতের। দিনকয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুড়ি-বিশের ক্রিকেটে অপ্রত্যাশিত সিরিজ হারের পর জয়ের সরণিতে প্রত্যাবর্তনের মরিয়া প্রয়াস থাকবে ভারতের তরুণ ব্রিগেডের। অন্যদিকে আগের ম্যাচে হারলেও যথেষ্ঠ লড়াই উপহার দিয়েছে আয়ারল্যান্ড। আজও ‘মেন ইন ব্লু’র সাথে সমানে সমানে টক্কর দেওয়ার প্রয়াস থাকবে আইরিশদের।

গত ম্যাচের মত আজও স্পটলাইট থাকবে জসপ্রীত বুমরাহ’র উপর। প্রায় এক বছর পর মাঠে ফিরেছেন তিনি। আগের ম্যাচে দুই উইকেট নিয়ে সেরা ক্রিকেটারের পুরষ্কারও জিতেছেন। আজ সেই ছন্দ বজায় রাখতে পারেন কিনা সেদিকে নজর থাকবে ক্রিকেটজনতার। পেস বিভাগে বুমরাহ’র সঙ্গী হবেন আর্শদীপ (Arshdeep Singh) এবং প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। টপ অর্ডারে যশস্বী-ঋতুরাজ জুটির সামনে ফের একবার সুযোগ থাকবে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর। মিডল অর্ডার সামলাবেন তিলক বর্মা (Tilak Varma) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। গত ম্যাচে ব্যাট হাতে নামা হয় নি শিবম দুবে এবং রিঙ্কু সিং-এর (Rinku Singh)। আজ ডাবলিনে দ্বিতীয় সুযোগ পাবেন তাঁরাও। স্পিন বিভাগের দায়িত্ব থাকবে রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) কাঁধে। আগের ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন তিনি। আজও মাঝের ওভারে উইকেট তোলার ভার দেওয়া হবে তাঁকেই।

প্রথম টি-২০তে ভারতীয় বোলিং-এর বিরুদ্ধে শুরুতে চাপে পড়তে দেখা গিয়েছিলো আইরিশ টপ অর্ডারকে। অধিকাংশ ক্ষেত্রেই ভুল শট খেলে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন লোরকান টাকার (Lorcan Tucker), অ্যান্ড্রু বালবির্নিরা (Andrew Balbirnie)। রবিবার সেই ভুলচুক দ্রুত সংশোধনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আয়ারল্যান্ড। ওপেনিং-এ বালবির্নি-স্টার্লিং জুটিরই খেলার সম্ভাবনা। তিনে নামবেন উইকেটরক্ষক-ব্যাটার টাকার। চার নম্বরে আইরিশ দলের অন্যতম প্রধান ভরসা হ্যারি টেকটর (Harry Tector)। ভারতের বিরুদ্ধে ভালো খেলার নজির রয়েছে তাঁর। রবিবার তার পুনরাবৃত্তির প্রয়াস করবেন তিনি। থাকবেন ব্যারি ম্যাকার্থি (Barrt McCarthy)এবং কার্টিস ক্যাম্ফারও। তাঁদের ৫৭ রানের জুটিই আগের দিন লড়াইতে ফিরিয়েছিলো আয়ারল্যান্ডকে। বোলিং বিভাগকে ভরসা যোগাবেন ক্রেগ ইয়ং, জশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইটরা।

Read More: Asia Cup 2023: চাকরি হারাচ্ছেন হার্দিক পান্ডিয়া, এশিয়া কাপে ভারতীয় দলের ভাইস-ক্যাপ্টেন হচ্ছেন জসপ্রীত বুমরাহ !!

IRE vs IND ম্যাচের ক্রীড়াসূচি-

ভারত বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ

স্থান দ্য ভিলেজ, ম্যালাহাইড, ডাবলিন

তারিখ ২০/০৮/২০২৩

সময় সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

The Village Pitch Report (পিচ রিপোর্ট)-

IRE vs IND,2nd T20i, Toss Report: টসে জিতলো আয়ারল্যান্ড, আজই সিরিজ পকেটে পুরতে আক্রমণাত্মক ক্রিকেটের ভাবনা বুমরাহ-বাহিনীর !! 2

১৮৬১ সালে প্রতিষ্ঠিত ডাবলিনের ‘দ্য ভিলেজ’ মাঠে ভারত বনাম আয়ারল্যান্ড (IRE vs IND) সিরিজের তিনটি টি-২০ ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে। ২০১৫ সালে প্রথম এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিলো। এখনও অবধি ১টি টেস্ট, ১৬টি আন্তর্জাতিক টি-২০ এবং ২২টি একদিনের ম্যাচ আয়োজন করেছে দ্য ভিলেজ। এই মাঠে সর্বোচ্চ রান তোলার কৃতিত্ব স্কটল্যান্ডের। ২০১৯ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তারা ২০ ওভারে ২৫২ তুলেছিলো ৩ উইকেটের বিনিময়ে। সর্বনিম্ন রান তোলার নজির রয়েছে আয়ারল্যান্ডেরই। স্বাগতিক দেশ ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে মাত্র ৭০ রানে গুটিয়ে গিয়েছিলো এই মাঠে।

শুরুর ওভারগুলিতে স্যুইং কার্যকরী হলেও, এখানে খেলা যত গড়ায় ব্যাটাররা সাহায্য পান।আয়ারল্যান্ড এখানে মাত্র ২ ম্যাচ জিতেছে। পক্ষান্তরে ভারত ৫টি ম্যাচ খেলে জিতেছে ৫টিতেই। যে ১৭ টি আন্তর্জাতিক টি-২০ এই মাঠে আয়োজিত হয়েছে তার মধ্যে ৭টি ম্যাচে জয় এসেছে প্রথম ব্যাট করে। আর ১০টিতে জয় এসেছে রান তাড়া করে। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাবে আগে ব্যাটিং করার তুলনায় রান তাড়া করেই এখানে জয়ের সংখ্যা বেশী। এমনকি সিরিজের প্রথম ম্যাচেও রান তাড়া করেই ডিএলএস মেথডে জয় পেয়েছে ভারত। জসপ্রীত বুমরাহ হোন বা পল স্টার্লিং-যেই অধিনায়কই দ্বিতীয় ম্যাচে টস জিতুন না কেন, প্রথমে বোলিং করতেই চাইবেন।

Dublin Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

IRE vs IND,2nd T20i, Toss Report: টসে জিতলো আয়ারল্যান্ড, আজই সিরিজ পকেটে পুরতে আক্রমণাত্মক ক্রিকেটের ভাবনা বুমরাহ-বাহিনীর !! 3

ম্যালাহাইডের মাঠে আইরিশ দলের মুখোমুখি হওয়ার কথা ভারতীয় দলের। সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ করা যায় নি। ভারত জেতে ডিএলএস পদ্ধতিতে। দ্বিতীয় ম্যাচটি রয়েছে রবিবার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬৫ শতাংশ। ম্যাচের সময় ২৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা।

প্রথম ম্যাচে বৃষ্টি বাধা দেওয়ায় সিরিজের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা ছড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে রবিবারের ম্যাচ নিয়ে আশ্বস্ত থাকতে পারেন তাঁরা। বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা নেই সেদিন। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্ষণের সম্ভাবনা মাত্র ২০ শতাংশ। আশা করা যায় প্রকৃতির বাধা অতিক্রম করে সম্পূর্ণ ৪০ ওভারের ক্রিকেটীয় রোমাঞ্চ উপভোগ করার সুযোগ থাকবে দর্শকদের জন্য।

টসের পর দুই অধিনায়কের বক্তব্য-

পল স্টার্লিং-

আমরা প্রথমে বোলিং করবো। দেখে মনে হচ্ছে পিচ বেশ ভালো, আশা করি ম্যাচেও বাইশ গজ ভালোই আচরণ করবে। সাধারণত এখানে বড় রান ওঠে। আমরা একই দল নিয়ে আজ মাঠে নামছি।

জসপ্রীত বুমরাহ-

আমরা প্রথম ব্যাটিং করতেই চেয়েছিলাম। আজ আবহাওয়া বেশ ভালো। আমরা স্কোরবোর্ডে বড় রান তুলতে চাই। আমার শরীর ঠিকই রয়েছে। প্রথমে একটু সাবধানতা অবলম্বন করছিলাম। তারপর আত্মবিশ্বাস ফিরে পাই। বেশ ভালোই অনুভূতি। আমরাও একই দল নিয়ে আজ মাঠে নামছি।

IRE vs IND দ্বিতীয় টি-২০তে দুই দলের একাদশ-

ভারত-

Indian Cricket Team | IND vs IRE | Image: Getty Images
Indian Cricket Team | IND vs IRE | Image: Getty Images

যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণা।

আয়ারল্যান্ড-

Ireland Cricket Team | IRE vs IND | Image: Getty Images
Ireland Cricket Team | Image: Getty Images

অ্যান্ড্রু বালবির্নি, পল স্টার্লিং (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল, ক্রেগ ইয়ং, বেঞ্জামিন হোয়াইট।

টস রিপোর্ট-

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলো আয়ারল্যান্ড।

Also Read: Asia Cup 2023: ঘোষণা হলো এশিয়া কাপের জন্য ভারতীয় দল, রবিচন্দ্রন আশ্বিন পেলেন জায়গা !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *