করোনার প্রকোপ গোটা বিশ্ব জুড়ে অতিমহামারী’র রুপ গ্রহণ করার পর থেকে এবছর আইপিএল আয়োজন ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন।একাধিক সময় তৈরি হয়েছে একাধিক জল্পনা, যদিও কখনও সেই সব জল্পনায় শিলমোহর বসানো হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।একাধিক বার তাদের তরফে জানানো হয়েছিল গোটা বিষয়টি একটা ভাবনা – চিন্তার স্তরে আছে।প্রসঙ্গত গত ২৮ শে মার্চ থেকে ২৪ শে মে জুড়ে ভারতে আইপিএল আয়োজনের কথা থাকলেও লকডাউনের জেরে তা স্থগিত হয়ে যায়।এরপর থেকে গোটা বিষয়টি নিয়ে পর্যবেক্ষণর আওতায় রেখেছে দেশের ক্রিকেট বোর্ড।এইমুহুর্তে দেশের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তারা।
কিন্তু এইমুহুর্তের যা খবর সেক্ষেত্রে এইবছর সেপ্টেম্বর মাসেই এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।প্রস্তাবিত তারিখ ২৬ শে সেপ্টেম্বর।সম্প্রতি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ক্লোজড ডোর, দর্শক শূন্য স্টেডিয়ামে আইপিএল আয়োজনে প্রস্তুত তারা।এরপর মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন যে সম্ভব নয়, তা জানিয়ে দেওয়া হয় একপ্রকার।সরাসরি ঘোষণা করার বিষয়টি এইমুহুর্তে খালি সময়ের অপেক্ষা।
” সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের প্রথম কয়েকদিন ধরে আয়োজিত হতে পারে এই টুর্নামেন্ট।খুব বেশি স্পষ্ট করে বলতে হলে সম্ভবত সেপটেম্বর মাসের ২৬ তারিখ থেকে নভেম্বর মাসের ৮ তারিখ জুড়ে আয়োজিত হতে পারে এই টুর্নামেন্ট।অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে গেলেই পরিস্কার হয়ে যাবে বিষয়টি ” । এমনটাই জানিয়েছে মুম্বাইয়ের একটি দৈনিক।
সেপটেম্বরে আইপিএল শুরু হলে টুর্নামেন্টের সব ম্যাচ আয়োজনের সম্ভাবনা বেশি বেঙ্গালুরু এবং চেন্নাই জুড়ে।কারণ সেই সময় বৃষ্টির প্রাদুর্ভাব তেমন একটা দেখা যায়না সেখানে।অন্যদিকে বিসিসিআই এক্ষেত্রে এগিয়ে রাখতে চাইবে মুম্বাই’কে, কিন্তু করোনা যেভাবে প্রভাব সৃষ্টি করেছে সেক্ষেত্রে সেখানে এই টুর্নামেন্ট আয়োজন ঘিরে তৈরী হতে পারে প্রশ্নচিহ্নের।
কিন্তু পরবর্তী সময় যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হতে পারে মুম্বাইয়ে।খেলা আয়োজিত হতে কর্নাটক এবং তামিলনাড়ুর প্রিমিয়ার লিগ আয়োজিত হওয়া মাঠ গুলোতেও।মুম্বাইয়ের যা ব্যবস্থা সবক্ষেত্রে, এক্ষেত্রে এই টুর্নামেন্টের আয়োজনের সম্ভাবনা সেখানেই বেশি।কিন্তু দিন দিন সেখানে করোনা পরিস্থিতি যা কঠিন আকার ধারণা করছে সেক্ষেত্রে সেখানে এই রাজ্যে এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয় একপ্রকার।যদিও এবিষয়ে এখনও সরকারি ভাবে জানানো হয়নি কিছুই।