IPL 2023: ২০২১ সালের আইপিএলে বিশেষজ্ঞদের নজরে এসেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। সারা বিশ্বের তাবড় ক্রিকেটারদের পিছনে ফেলে সেই বছর জিতে নিয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি। পিছনে ফেলেছিলেন ফাফ দু প্লেসি,শিখর ধাওয়ানদের মত তারকাদের। এই বছর গুজরাত টাইটান্সকে হারিয়ে চেন্নাইয়ের পঞ্চম খেতাব জয়ের পিছনেও তাঁর অবদান যথেষ্ট। ফাইনালে ডেভন কনওয়েকে সাথে নিয়ে শুরুটা দারণ করেছিলেন। ২০২৩-এর প্রতিযোগিতায় মহারাষ্ট্রের ২৬ বর্ষীয় তরুণ ৪২.১৪ গড়ে করেছেন ৫৯০ রান। ১৬ ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ১৪৭.৫০।
সময়টা বেশ ভালো যাচ্ছে ঋতুরাজ গায়কোয়াডের। দিনকয়েক আগেই জিতেছেন কেরিয়ারের দ্বিতীয় আইপিএল খেতাব। শোনা যাচ্ছে এবার সাত পাকেও বাঁধা পড়তে চলেছেন তিনি। দীর্ঘ সময় নিজের ব্যক্তিগত জীবনকে সংবাদমাধ্যমের নজরের আড়াল করে রেখেছিলেন তিনি। অবশেষে আইপিএল-এর ফাইনালের পর হবু স্ত্রীর সাথে দেখা দিলেন প্রকাশ্যে। আইপিএল ট্রফি নিয়ে একসাথে পোজ দিতে দেখা গিয়েছে দুজনকেই। মঙ্গলবার সেই ছবি সামনে আসার পর থেকেই সমাজমাধ্যমে নেটিজেনরা কৌতূহল প্রকাশ করেছিলেন ঋতুরাজের হবু স্ত্রীয়ের ব্যাপারে। আসুন চিনে নেওয়া যাক জীবনের বাইশ গজে চেন্নাই ওপেনারের ব্যাটিং পার্টনারকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে ঋতুরাজ-

আইপিএলের ফাইনালের আগে থেকেই খবর উড়ছিলো চেন্নাই সুপার কিংস শিবির থেকে। খুব শীঘ্রই নাকি বিয়ের সানাই বাজতে চলেছে দলের অন্দরে। জানা যায় গাঁটছড়া বাঁধতে চলেছেন ঋতুরাজ। তখন থেকে হবু স্ত্রীয়ের পরিচয় জানতে উঠেপড়ে লাগে সংবাদমাধ্যম। এর আগে মারাঠি অভিনেত্রী সায়ালি সঞ্জীবের সাথে ঋতুরাজের সম্পর্ক নিয়ে একপ্রস্থ জলঘোলা হয়েছিলো। কিন্তু অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছিলেন যে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক নেই তাঁদের দুজনের।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
সংবাদমাধ্যম সূত্রে খবর যে ঋতুরাজের হবু স্ত্রীয়ের নাম উৎকর্ষা অমর পাওয়ার। পুণের মেয়ে উৎকর্ষার সাথে নাকি দুই বছরের প্রেমের সম্পর্ক ঋতুরাজের। তা এতদিন লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন চেন্নাই সুপার কিংস তারকা। অ্যালিসা হিলি- মিচেল স্টার্ক, ক্যাথরিন ব্রান্ট- ন্যাটালি সিভার ব্রান্টের মত ক্রিকেটখেলিয়ে দম্পতি বিশ্বে রয়েছেন বেশ কয়েকজন। সেই তালিকায় জুড়তে চলেছে ঋতুরাজ এবং উৎকর্ষার নামও। কারণ উৎকর্ষার পেশাগত জগতে একজন ক্রিকেটার। মহারাষ্ট্র রাজ্য দলেরও প্রতিনিধিত্ব করেছেন তিনি। ডান হাতি ব্যাটার এবং ডান হাতি মিডিয়াম পেসার উৎকর্ষার বয়স এখন ২৪। তিনি ১১ বছর বয়স থেকেই ক্রিকেট খেলা শুরু করেছিলেন।তিনি পুণের ইন্সটিটিউট অফ নিউট্রিশন ফিটনেস সায়েন্সের (INFS)- এর ছাত্রীও।
WTC ফাইনালে থাকছেন না ঋতুরাজ-

আইপিএল খেতাব জিতে ট্রফি হাতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ঋতুরাজ। তারই একটিতে দুপাশে মহেন্দ্র সিং ধোনি এবং উৎকর্ষাকে সাথে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। ঋতুরাজের কোলে শোভা পাচ্ছে সোনালী রঙা আইপিএল ট্রফিটি। ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার জীবনের দুই বিশেষ মানু্ষের সাথে।”
শোনা যাচ্ছে আগামী মাসের ৩ তারিখ বিয়ে করতে চলেছেন ঋতুরাজ ও উৎকর্ষা। ভারতীয় বোর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ‘টিম ইন্ডিয়া’র যে দল ঘোষণা করেছিলো,তাতে স্ট্যান্ডবাই হিসেবে সূর্যকুমার যাদব এবং মুকেশ কুমারের সাথে নাম ছিলো ঋতুরাজের। কিন্তু বিয়ের জন্য ইংল্যান্ড যেতে পারছেন না তিনি। অব্যাহতি চেয়ে নিয়েছেন বোর্ডের থেকে। বদলে ইংল্যান্ডগামী বিমানে জায়গা করে নিয়েছেন তরুণ যশস্বী জয়সওয়াল। আইপিএলে ২০২৩ মরসুমে ৬২৫ রান করে সেরা উঠতি ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন তিনি।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023