ফের চোটের হানা কলকাতা নাইট রাইডার্স শিবিরে, আঘাত পাওয়ার জেরে এবারের আইপিএলে আর খেলা হয়ে উঠলো না মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্ট বোলার আলী খানের।যদিও দলের তরফে তার আঘাতের বিষয়ে বিস্তারিত ভাবে কিছুই জানানো হয়নি।প্রসঙ্গত, এবারের কলকাতা দলে তার সুযোগ হয়েছিল ইংল্যান্ড পেসার হ্যারি গার্নি চোট পেলে।
২০২০ সালের আইপিএল শুরুর আগে গার্নির কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল এরপর এবারের আইপিএল থেকে সরে দাড়াতে একপ্রকার বাধ্য হয়েছিলেন তিনি। এরপর তার বদলি হিসেবে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম খেলোয়াড় হয়ে তার বদলি হিসাবে খানকে নেন দলে।
“কলকাতা নাইট রাইডার্স আহত হ্যারি গার্নির বদলি হিসেবে দলে নিয়েছিলো আলী খানকে । প্রথম মার্কিন ক্রিকেটার হিসেবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি স্বাক্ষরিত ক্রিকেটার হলেন খান । দুর্ভাগ্যক্রমে, চোট পাওয়ার দরুণ এবারের আইপিএলের বাকি অংশ মিস করবেন তিনি” এমনটাই জানানো হয়েছে,আইপিএলের সরকারি বিবৃতিতে।
আইপিএলের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম খেলোয়াড় খান’কে অবশ্য টুর্নামেন্টে কেকেআর যে চারটি ম্যাচ খেলেছে তার মধ্যে একটিতেও প্রথম একাদশে দেখা যায়নি।
ডানহাতি এই ফাস্ট বোলার আইপিএলে এসেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ত খেলার মধ্যে দিয়ে।২০২০ সালে সিপিএল চ্যাম্পিয়ান হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স । টানা ১২ ম্যাচ জিতে টুর্নামেন্ট জেতে এই দল। এই দলের হয়ে আট উইকেট নিয়েছিল খান।
আজ শেখ জায়েদ স্টেডিয়ামে খেলতে নামছে দীনেশ কার্তিক নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স।বিপক্ষে ধোনির চেন্নাই সুপার কিংস।