IPL 2023: ফের একটা রোমহর্ষক ম্যাচের সাক্ষী থাকার সুযোগ হলো চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটজনতার। এর আগে এই মাঠেই লক্ষ্ণৌ, চেন্নাইয়ের বিরুদ্ধে রোমাঞ্চকর ক্রিকেট দেখা গিয়েছিলো। কিন্তু সেই দুটি ম্যাচেই হারতে হয়েছিলো ‘হোম টিম’ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)। আজ হাসি মুখে ঘরে ফিরবেন আরসিবি সমর্থকেরা। লীগ শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসকে (RR) হাড্ডাহাড্ডি ম্যাচে ৭ রানে হারিয়ে ২ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তাদের প্রিয় দল। ফাফ দু প্লেসির (Faf Du Plessis) পাঁজরের চোট থাকায় আজও কেবল ইমপ্যাক্ট প্লেয়ায় হিসেবে ব্যাটিং করলেন তিনি। নেতৃত্বভার ছেড়ে দিলেন বিরাট কোহলির (Virat Kohli) কাঁধে। টসভাগ্য আজও সাথ দিলো না তাঁর। রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) প্রথমে বেঙ্গালুরুকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানান।
আজ ওপেন করতে নেমে খাতাই খুলতে পারেন নি বিরাট কোহলি (Virat Kohli)। শূন্য রানে আউট হন তিনি। তিনে নামা শাহবাজ আহমেদও আউট হন দ্রুত। এরপর বেঙালুরু ইনিংসকে টানলেন ফাফ দু প্লেসি (Faf Du Plessis) এবং গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ১২৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। টপ অর্ডারের দুই মহারথী আউট হতেই মন্থর হয়ে পড়ে বেঙ্গালুরু ইনিংসের চাকা। শেষ অবধি ২০ ওভাএ ১৮৯ রান করে তারা। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই জস বাটলারকে (Jos Buttler) হারিয়েছিলো রাজস্থান। কিন্তু তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেন যশস্বী জয়সোয়াল এবং দেবদত্ত পাডিক্কাল। যশস্বী ৪৭ এবং দেবদত্ত ৫২ রান করেন। স্যামসন (Sanju Samosn), হেটমায়াররা (Shimron Hetmyer) আজ বিশেষ রান না পেলেও তরুণ ধ্রুব জুড়েলের (Dhruv Jurel) ব্যাটে ভর করে লড়াইতে টিকে ছিলো রাজস্থান। কিন্তু ১৮১ রানের বেশী এগোতে পারলো না তারা। আজকে হেরে আট পয়েন্টে আটকে থাকলো রাজস্থান (RR), মরসুমের চতুর্থ জয় ছিনিয়ে নিয়ে পয়েন্টের নিরিখে তাদের সমকক্ষ হয়ে উঠে আইপিএল জমিয়ে দিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
RCB বনাম RR ম্যাচের উল্লেখযোগ্য রেকর্ড-
১) IPL-এ শতক ছুঁলেন ট্রেন্ট বোল্ট-
পাওয়ার প্লে’তে ট্রেন্ট বোল্টের বিধ্বংসী ফর্ম অব্যাহত রইলো আজও। ইনিংসের প্রথম বলেই তিনি ফেরান বিরাট কোহলিকে। সাথে সাথেই আইপিএল কেরিয়ার ১০০ উইকেট শিকারের নজির গড়ে ফেললেন কিউই পেসার। পরের ওভারে শাহবাজ আহমেদকেও আউট করেন তিনি। বোল্টের বর্তমানে উইকেট সংখ্যা ১০১।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
২) রাজস্থানের বিরুদ্ধে সফলতম ফাফ-ম্যাক্সওয়েল-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সর্বোচ্চ তৃতীয় উইকেট পার্টনারশিপ গড়ার রেকর্ড গড়লেন ফাফ দু প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। দু’জনে মিলে ১২৭ রান যোগ করেন একত্রে। ফাফ ও ম্যাক্সওয়েল ভাঙলেন এবি ডিভিলিয়ার্স এবং মনদীপ সিং-এর রেকর্ড। ২০১৫ সালে রাজস্থানের বিরুদ্ধে তাঁরা ১১৩ রানের জুটি গড়েছিলেন তৃতীয় উইকেটের জন্য।
৩) ১০০০ রানের মাইলস্টোন ম্যাক্সওয়েলের-
পঞ্চম ক্রিকেটার হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে ১০০০ বা তার বেশী রান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারের বর্তমানে রান সংখ্যা ১০৬৭। তাঁর আগে এই নজির গড়েছেন-
- বিরাট কোহলি (৬৯০৩ রান)
- এবি ডিভিলিয়ার্স (৪৪৯১ রান)
- ক্রিস গেইল (৩১৬৩ রান)
- জ্যাক ক্যালিস (১১৩২ রান)
৪) গোল্ডেন ডাকে দ্বিতীয় কোহলি-
রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম বলে শূন্য রান করে আউট হলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশীবার ‘গোল্ডেন ডাক’ বা প্রথমে বলে আউট হওয়ার ক্ষেত্রে তিনি এখন দ্বিতীয় স্থানে। তাঁর সাথে এই রেকর্ড ভাগ করে নিয়েছেন সুনীল নারাইন এবং হরভজন সিং। শীর্ষে অবশ্য রয়েছেন রশিদ খান। আফগানিস্তানের স্পিনার ১০ বার প্রথম বলে কোনো রান না করেই আউট হয়েছেন।
৫) রান-আউটে শীর্ষে কার্তিক-
অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লেন দীনেশ কার্তিকও। আইপিএলে মোট ৩৮ বার রান-আউটের সাথে যুক্ত রইলেন তিনি। রোহিত শর্মা (৩৭)’কে পিছনে ফেলে শীর্ষে এককভাবে জায়গা করে নিলেন কার্তিক।
৬) ক্যাচের শতক কোহলির-
রাজস্থানের বিরুদ্ধে দুটি ক্যাচ তালুবন্দী করেন বিরাট কোহলি। দেবদত্ত পাডিক্কালের ক্যাচটি ধরার সাথে সাথে তৃতীয় ফিল্ডার হিসেবে আইপিএলে ১০০ বা তার বেশী ক্যাচ নেওয়ার তালিকায় নাম তুললেন তিনি। পরে যশস্বী জয়সোয়ালকেও তালুবন্দী করে তিনি নিজের পরিসংখ্যান নিয়ে যান ১০১-এ। তালিকায় বিরাট ছাড়াও রয়েছেন-
- সুরেশ রায়না (১০৯ ক্যাচ)
- কিয়েরন পোলার্ড (১০৩ ক্যাচ)
- বিরাট কোহলি (১০১* ক্যাচ)
৭) অপেক্ষার অবসান ঘটালেন দেবদত্ত পাডিক্কাল-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৫২ রানের ইনিংস খেলেন দেবদত্ত পাডিক্কাল। ১৫ ইনিংস পর অর্ধশতরানের গণ্ডী পেরোলেন তিনি। এর আগের অর্ধশতকটি এসেছিলো ২০২২-এ দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে।
৮) পাওয়ার-প্লে’তে ঝড় তুললো বেঙ্গালুরু-
দুই উইকেট হারালেও দু প্লেসি এবং ম্যাক্সওয়েলের সৌজন্যে পাওয়ার-প্লে’তে ঝড়ের গতিতে রান তুললো বেঙ্গালুরু। প্রথম ছয় ওভারে ৬২ রান করে তারা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এটা বেঙ্গালুরুর তৃতীয় সর্বোচ্চ রান পাওয়ার-প্লে’তে।
- ৬৬/০ (জয়পুর, ২০১১)
- ৬৪/১ (বেঙ্গালুরু, ২০১৮)
- ৬২/২* (বেঙ্গালুরু, ২০২৩)
৯) টি-২০ ক্রিকেটে ৯০০০ রান সম্পুর্ণ করলেন ফাফ দু প্লেসি। বর্তমানে কুড়ি-বিশের ক্রিকেটে তাঁর মোট রান ৯০১১।
১০) কমলা টুপির মালিক দু প্লেসি-
দুর্দান্ত ছন্দে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। ৭ ইনিংসে ৬৭.৫০ গড়ে তাঁর সংগ্রহে বর্তমানে ৪০৫ রান। এই মরসুমে ইতিমধ্যেই পাঁচটি অর্ধশতরান করে ফেলেছেন তিনি। আজও রাজস্থানের বিরুদ্ধে তিনি করেন ৬২ রান।
১১) সবুজ জার্সিতে আজ ১২তম ম্যাচ খেললো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এটা সবুজ জার্সিতে তাদের চতুর্থ জয়। ৭টি ম্যাচে তারা হেরেছে এই জার্সিতে। আর একটি ম্যাচ অমীমাংসিত থেকে গিয়েছিলো।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023