IPL 2023: আইপিএলের আজ নবমী নিশি। প্লে-অফ পর্বের দুটি খেলা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে সরাসরি ফাইনালে পা রেখেছে চেন্নাই সুপার কিংস। আর এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌকে গুঁড়িয়ে দিয়ে নিজেদের ষষ্ঠ খেতাবের দিকে আরও একধাপ এগিয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই ছেড়ে আহমেদাবাদে পাড়ি দিয়েছে আইপিএল। সেখানেই হবে এই মরসুমের শেষ দুই ম্যাচ- দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল। প্রথম কোয়ালিফায়ারে সুপার কিংস বাহিনীর বিরুদ্ধে পরাজিত গুজরাত টাইটান্সের সামনে আজ দ্বিতীয় সুযোগ। নিজেদের ঘরের মাঠ- নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। লক্ষ্ণৌকে হারিয়ে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে মুম্বই। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার গুজরাতের সামনে আজ লড়াই মর্যাদার। ধুন্ধুমার দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া।
আজকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পদ তাদের আত্মবিশ্বাস। এই বছর দুইবার মুখোমুখি হয়েছে দুই দল। ফলাফল ১-১। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জিতেছিলো গুজরাত। আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সূর্যকুমার যাদবের অনবদ্য শতরানে বলীয়ান হয়ে মুম্বই হারিয়ে দিয়েছিলো টাইটান্সদের। আজ এই পাল্লা নিজেদের দিকে ঝুঁকিয়ে নেওয়ার প্রচেষ্টাতেই মাঠে নামবেন রোহিত শর্মারা। গোটা মরসুম তাদের ভুগিয়েছে বোলিং। কিন্তু লক্ষ্ণৌর বিরুদ্ধে গত ম্যাচে আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডফরা যে বোলিং’টা করেছেন তা নিঃসন্দেহে স্বস্তি দেবে মুম্বই শিবিরকে। বিশেষ করে মাধওয়ালের ৫ রানে ৫ উইকেটের স্পেল আশার সঞ্চার ঘটিয়েছে মুম্বই সমর্থকদের মধ্যে। ব্যাটিং নিয়েও আত্মবিশ্বাসী থাকতে পারেন তাঁরা। সাম্প্রতিক ম্যাচগুলিতে ঈশান কিষণ। সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিনের মত তারকারা রান পেয়েছেন। লোয়ার অর্ডারে তিলক বর্মা, নেহাল ওয়াধেরারাও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে নামার আগে স্বস্তির ফুলের পাশাপাশি কাঁটা হয়ে মুম্বইকে বিঁধতে পারে অধিনায়ক রোহিত শর্মার ফর্ম।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
২০২২ সালে আবির্ভাবেই ট্রফি জিতে সকলকে চমকে দিয়েছিলো গুজরাত টাইটান্স। এবারও লীগ পর্বের শুরু থেকে শেষ অবধি দাপটের সাথেই খেলেছে গুজরাত টাইটান্স। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শেষ করে লীগ শীর্ষে। প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে প্লে-অফে। টানা দ্বিতীয় ট্রফি জয়ের দৌড়ে হার্দিকদের ফেভারিট বলছিলেন অনেকেই। কিন্তু চিপক স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার খানিক বেসামাল করে দিয়েছে তাদের। আজ আহমেদাবাদে পুরনো ভুলচুক আর করতে চাইবে না তারা। ঋদ্ধিমান সাহা গত কয়েকটি ম্যাচে ব্যর্থ। আজ তাঁর ব্যাট থেকে রানের আশায় থাকবে গুজরাত। আরেক ওপেনার শুভমান গিল ১৯ রান করলেই কমলা টুপির দৌড়ে সবার আগে চলে যাবে। তবে কেবল ১৯ নয়, আরও বড় রানের ইনিংস খেলতে মুখিয়ে থাকবেন তিনি। গত কয়েকটি ম্যাচে দানা বাঁধে নি গুজরাতের মিডল অর্ডার। আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হার্দিক, মিলারদের ব্যাটেও রান দরকার টাইটান্সদের। বোলিং বিভাগে পার্পল ক্যাপের জন্য সৌহার্দ্যপূর্ণ রেষারেষি চলতে পারে মহম্মদ শামি এবং রশিদ খানের মধ্যে। ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটে-বলে জ্বলে উঠেছিলেন রশিদ। সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তির আশায় থাকবেন সকলে। বোলিং বিভাগে শামির সাথে পেসার মোহিত শর্মাকে দেখা যাওয়ার সম্ভাবনা। স্পিন বিভাগ সামলাতে রশিদের সাথে থাকবেন তাঁরই স্বদেশীয় নূর আহমেদ। পরপর দুই ম্যাচে ব্যর্থতার পর দাসুন শানাকাকে সরিয়ে মিডল অর্ডারে ফেরানো হতে পারে অভিনব মনোহরকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
IPL ম্যাচের সময়সূচী-
গুজরাত টাইটান্স (GT) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)
ম্যাচ নং– ৭৩ (দ্বিতীয় কোয়ালিফায়ার)
তারিখ– ২৬/০৫/২০২৩
ভেন্যু– নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়– সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঁচটি কালো মাটির পিচ রয়েছে এবং ছয়টি লাল মাটির পিচ রয়েছে। কৃষ্ণমৃত্তিকার পিচগুলি সাধারণত পেসারদের সহায়তা দিয়ে থাকে। বাউন্স আদায় করে নিতে সুবিধা হয় বোলারদের। অন্যদিকে লাল মাটির পিচ সাধারণত স্পিনার সহায়ক হয়ে থাকে। তবে এই মাঠে নিয়মিত রান উঠতে দেখা গিয়েছে। চলতি আইপিএলেও দলগুলি এখানে বড় রানের ইনিংস খেলেছে।
আহমেদাবাদে ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ৪টি খেলায় প্রথমে ব্যাট করে জয় এসেছে। অন্যদিকে ৩টি খেলায় জয় এসেছে রান তাড়া করে। অপরদিকে ২০২০ সালে নয়া সাজে সজ্জিত এই মাঠের উদ্বোধনের পর এই মাঠে আইপিএলের ১২ টি ম্যাচ হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ৫ ম্যাচ। ৭ বার জয় এসেছে রান তাড়া করে।
চলতি আইপিএলে আহমেদাবাদের মাঠে খেলা হয়েছে ৭ টি ম্যাচ। চারটিতে দ্বিতীয় ইনিংসের ব্যাট করা দল জয়ের মুখ দেখেছে। আর তিনটিতে ম্যাচে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল। আজকের খেলায় হার্দিক পান্ডিয়া বা রোহিত শর্মা, যে অধিনায়কই টস জিতুন না কেন, সম্ভবত প্রথমে প্রতিপক্ষ দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানাতে চলেছেন তিনি।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

শুক্রবার অর্থাৎ ম্যাচের দিন আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ৪১ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বিনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে ৫৩ শতাংশের আশেপাশে। যা অস্বস্তি বাড়াতে পারে ক্রিকেটারদের। ম্যাচের সময় ২৭ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। আকাশ মেঘলা থাকতে পারে আজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে শুক্রবার বিকেলের দিকে আহমেদাবাদে বৃষ্টিপাত হতে পারে আজ। আবহাওয়াজনিত সমস্যা কাটিয়ে পুরো ম্যাচ হোক, এমনটাই চাইবেন ক্রিকেটপ্রেমীরা।
Live Streaming Details-
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে দেখা যাবে আইপিএল। এর জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না ক্রিকেটপ্রেমীদের।
সম্ভাব্য একাদশ-
ওপেনার– ঋদ্ধিমান সাহা, শুভমান গিল
মিডল অর্ডার– হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর
ফিনিশার– রাহুল তেওয়াটিয়া
বোলার– রশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদ, মোহিত শর্মা
উইকেটরক্ষক– ঋদ্ধিমান সাহা
মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে গুজরাত টাইটান্সের (GT) প্রথম একাদশ-
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদ, মোহিত শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার-
দাসুন শানাকা, আলঝারি জোশেফ, শিবম মাভি, সাই কিশোর, শ্রীকার ভরত
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023