IPL 2023: চলতি আইপিএলের সবচেয়ে চর্চিত ম্যাচের তালিকায় সবার উপরে নিঃসন্দেহে থাকবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাঠ ও মাঠের বাইরের লড়াইতে একানা স্টেডিয়ামে গত ১ মে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিলো। খেলার হার-জিত ছাপিয়ে ক্রিকেটারদের বাকবিতণ্ডাই উঠে এসেছিলো খবরের শিরোনামে। বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর, দশ বছরের পুরনো দ্বৈরথ ফের একবার দেখা গিয়েছিলো ক্রিকেট মাঠে। ক্রিকেট তারকাদের কথার যুদ্ধে দুইভাগ হতে দেখা গিয়েছিলো দর্শকদেরও। ঘটনার পর দুই সপ্তাহের বেশী কেটে গেলেও রয়ে গিয়েছে তার রেশ। এখনও সোশ্যাল মিডিয়ার আলোচনায় ফিরে ফিরে আসছে একানার যুদ্ধের কথা।
ম্যাচে প্রথম ব্যাট করেছিলো বেঙ্গালুরু। ফাফ দু প্লেসির কভার ড্রাইভ তাড়া করেছিলেন কে এল রাহুল। বাউন্ডারি রুখতে গিয়ে গুরুতর চোট পান তিনি। পরে গোটা আইপিএল থেকেই ছিটকে যান লক্ষ্ণৌ অধিনায়ক। মন্থর পিচে ভালো পারফর্ম করেছিলেন লক্ষ্ণৌর স্পিনাররা। রয়্যাল চ্যালেঞ্জার্সের ইনিংস থামে ১২৬ রানে। অপেক্ষাকৃত কম রানের পুজঁজি হাতে নিয়েও বল হাতে জ্বলে ওঠে বেঙ্গালুরু। লক্ষ্ণৌকে ১০৮ রানের মধ্যে বেঁধে রাখেন মহম্মদ সিরাজ, ওয়ানিন্দু হাসারাঙ্গারা। খেলা চলাকালীন আফগান পেসার নবীন-উল-হকের সাথে তীব্র বাদানুবাদ হয় বিরাট কোহলির। এরপর খেলা শেষে কাইল মেয়ার্সের সাথে কথা বলছিলেন কোহলি। সেখানে উপস্থিত হন লক্ষ্ণৌ দলের মেন্টর। তিনিও বাদানুবাদে জড়ান কোহলির সঙ্গে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
মাঠের যুদ্ধ গড়ালো ইন্সটাগ্রামে-

মাঠে কথা কাটাকাটিতে জড়িয়ে কড়া শাস্তি পেতে হয়েছিলো কোহলি, গম্ভীর এবং নবীন-ইল-হককে। বিরাট ও গম্ভীরের ম্যাচ ফি’র ১০০ শতাংশ কাটা যায়। ৫০% শতাংশ ম্যাচ ফি হারান নবীন’ও। তবে যুদ্ধ শেষে শান্তি যে ফেরে নি তাঁর প্রমাণ পাওয়া যায় দুই পক্ষের ইন্সটাগ্রাম পোস্ট থেকেই। প্রথম তীরটা ছোঁড়েন কোহলিই। লক্ষ্ণৌকে হারানোর পর তিনি সাজঘরে ফিরে বলেন, “মধুর একটা জয়। যদি ইঁট মারো তাহলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকা উচিৎ।” এরপরে লক্ষ্ণৌর বিরুদ্ধে গুজরাত টাইটান্সের খেলার দিন তিনি সরাসরি গুজরাতের হয়ে গলা ফাটান টিভির সামনে বসে। ঋদ্ধিমান সাহা, রশিদ খানদের পারফর্ম্যান্সের তারিফ করেন ইন্সটাগ্রামে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
লক্ষ্ণৌ বনাম বেঙ্গালুরু ম্যাচের পর নবীন-উল-হক সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি আইপিএল খেলতে এসেছি, কারও অপমান শুনতে নয়। সম্মান দিলে সম্মান ফেরত পাবেন’, তখন পাশে পেয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীরকেও। তিনি ইন্সটাগ্রামে নবীনের পোস্টে কমেন্ট করে লেখেন, “কখনও নিজেকে বদলে ফেলো না।” কোহলি লক্ষ্ণৌর বিরুদ্ধে গুজরাতের জয় উদযাপন করায় পাল্টা দেন নবীনও। মুম্বই বনাম বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন টিভি স্ক্রিনের ছবি পোস্ট করেন তিনি। সরাসরি খেলার প্রসঙ্গে কিছু লেখেন নি। তবে দেখা যায় তাঁর খাটে একটি প্লেটে অনেকগুলি আম সাজানো। বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই জয়লাভ করলে সেই ছবিও পোস্ট করেন তিনি। যাথারীতি খাটে একটি প্লেটে আম সাজানো দেখা যায়। ফলোয়ারদের উদ্দেশ্যে আমের ছবি পোস্ট করলেও কটাক্ষের তীর যে বিরাটের বেঙ্গালুরুর দিকে তা বুঝতে সমস্যা হয় নি কারও।
দেখুন নবীনের ইন্সটাগ্রাম স্টোরি’টি-
নবীন বনাম কোহলি বিতর্কে জড়ালেন পুরান?

সম্প্রতি নবীন-উল-হকের ইন্সটাগ্রাম পোস্ট নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস দলে তাঁর সতীর্থ নিকোলাস পুরানকে। বাসে পাশাপাশি বসেছিলেন দুজনে। ইন্সটাগ্রামে অনুরাগীদের উদ্দেশ্যে ক্যারিবিয়ান উইকেটরক্ষ-ব্যাটার প্রশ্ন ছুঁড়ে দেন , “আন্দাজ করুন তো আমার সাথে কে রয়েছে?” এর পরেই ক্যামেরা ঘুরিয়ে দেন নবীন উল হকের দিকে। নবীন’কে তিনি সম্বোধন করেন ‘দ্য ম্যাঙ্গো গাই’ বলে। মুম্বই বনাম বেঙ্গালুরু ম্যাচের দিন প্লেটভর্তি যে আমের ছবি নবীন নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন, সেই নিয়েই সতীর্থকে কটাক্ষ করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে লিখে দেন, “আজ রাত্রে সকলের জন্য মিষ্টি আম।” কোহলি সম্পর্কে কোনো কথা অবশ্য বলতে শোনা যায় নি পুরানকে।
চলতি মরসুমে লক্ষ্ণৌ জার্সিতে বেশ ভালো খেলছেন পুরান। একাধিক ম্যাচে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ঝড়ের বেগে রান তুলে দলকে জয় এনে দিয়েছেন তিনি। কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধেই ২১৩ রান তাড়া করতে নেমে একটা সময় ম্যাচ থেকে হারিয়েই গিয়েছিলো লক্ষ্ণৌ। চিন্নাস্বামীতে পুরানের অবিশ্বাস্য ১৯ বলে ৬২ রানের ইনিংস ম্যাচ জেতায় তাদের।
দেখে নিন পুরানের ইন্সটাগ্রাম পোস্টটি-
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023